প্রিয়…আকাশ – Tamanna Akter

0
544

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা-২০২০
চিঠি নং-৩

প্রিয়………আকাশ,
তুমিতো সেই আকাশ যাকে শত সহস্র প্রেমিক/প্রেমিকা ঠিকানাহীন প্রিয়কে উদ্দেশ্য করে তোমায় চিঠি লিখে।যার শ্রুভ্রত ধোঁয়াটে মেঘের আড়ম্বরে
নিলক ছটায় নিলাদ্র খামে দেখা মেলে।যাতে লেখা থাকে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ।সেই শহস্র প্রেয়সীর ক্ষুদ্রমনা এক প্রেয়সী মন আমি তোমায় চিঠি লিখছি।

জানো আকাশ তোমার অই বিশালতার পালঙ্কে হারিয়ে যেতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় বরিষের ঘন দেয়া ফটিকজলের রিমিঝিমি শব্দতে অনামিক অনূভুতি এর পরপরই, হারিয়ে যাই মুক্ত হাওয়ায় শান্তির সমীরন,পুলকিত চিত্তে সুখ আবেশে, যার মাঝে কলসিত কালিমার অশান্তিক পৈচাশিকতার রেশ মাএও নেই।
তোমার এক এক ঋতুতে এক এক রং নতুন নতুন প্রাণের হিল্লোল বয়ে যায়। তোমার অই রঙের বাহারেই আর বিশালতা মানব/ মানবীদের মনেও অনামিক অনূভুতির সৃষ্টি হয়।তোমার অই মন খারাপে ঘনঘটা শব্দও এক প্রকার প্রান্তকতা আছে।

গল্প, কবিতা,উপন্যাসে অন্যের বিষয়ে লেখা যত সহজ। তোমার ওই বিশালতা নিয়ে লিখা ততই কঠিন। তোমার অই বিশালতা নিয়ে লিখতে বসলে কবি তার কথা ফুরিয়ে ফেলে, লেখক তার কালি ফুরিয়ে ফেলে , আমি আর কি বা লিখবো আমিতো মহাশূন্যের নির্বাক প্রহরী তাইতো আজ এখানেই শেষ করছি।

ইতি
তোমার বিশালতায় হারিয়ে যাওয়া নির্বাক প্রহরী।
_________________________
তুলে রাখা স্বপ্ন, পাঠাই মেঘের খামে।
খুজে নিয়ো তারে,বৃষ্টি যখন নামে।
তুমি ভিজে যেয়েও সেই গল্পে,উত্তর জানিয়ো খুব অল্পে।
(সমাপ্ত)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে