লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা – প্রিয় আম্মু

0
484

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং:১
লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা
প্রিয় আম্মু
তোমার প্রতি সবচেয়ে বড় ঋণী হচ্ছি আমি।এই যে আমার জন্মের প্রথম থেকেই কষ্ট সহ্য করছ ।এই যে আমি মেয়ে হলাম এতেও যে তোমাকে লোকে কথার অস্ত্র দিয়ে আঘাত করল তাতেও তুমি দমন হলে না। এই যে আমি কালো হলাম এতেও যেনো লোকের ঘৃনা আরো বাড়লো। তাঁরা আবারো কষ্ট দিলো কালীর মেয়ে বলে বলে।এই যে আমার জন্য এতো এতো কষ্ট পেলে ক‌ই আমাকে তো কখনো কোনো কষ্টে থাকতে দিলে না। বরং আমাকে তাদের মতো না হ‌ওয়ার জন্য যে শক্ত লোহার প্রলেপ দিয়ে তৈরি করলে তা তুমি ছাড়া আর কারো ভাঙ্গার সাধ্য নেই। শুধু এতটুকু বলে রাখি যে তোমার স্বপ্ন আমি ব্যর্থ হতে দিব না।এই সমাজ কেউ যেই আঘাত তোমাকে করেছে সেই আঘাতের প্রায়শ্চিত্ত তাদের ও একদিন করতে হবে
শ্রদ্ধা নিও আম্মু
ইতি
তোমার কঠোরতর মেয়ে
মার্জিয়া সুলতানা নাবিহা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে