হাদারাম – Anarul Islam Md Rana

0
467

#_গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০

হাদারাম,
‘সেদিন দেখলাম কলাভবন রাস্তায় জিনিয়া আপুর সাথে খুব হেঁসে হেঁসে কথা বলতেছ। অতো কথা কীসের হা? আর যদি কোনোদিন কথা বলতে দেখি ঘুষি মেড়ে নাক ফাটিয়ে দিবো।
জানো, গত সপ্তাহে আমার জানালার পাশের কাঁঠালচাঁপাগাছটা মারা গেছে। সকালে ঘুম থেকে উঠে জানালা খুললেই ফুলের গন্ধে ঘর ভেসে যাচ্ছে না। মনটাই খারাপ হয়ে যাচ্ছে। তুমি তো বলেছিলে আমার মন ভালো করার সব দায়িত্ব তোমার।
তাহলে আর দেরি করো না। এই বর্ষাতেই তোমার শোয়ারঘরের ঠিক জানালার পাশে একটা কাঁঠালচাঁপাগাছ লাগাও। তোমার ঘরের পাশে কেন লাগাতে বলছি তা নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নেই…’

ইতি
তোমার বনলতা

মোঃ আনারুল ইসলাম রানা
বদরগঞ্জ, রংপুর।
০৯/০৮/২০২০
০১৭৪৬৫১৪২০২/০১৮৩৭৯৮৮৪৯৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে