স্বপ্ন – লেখনীতেঃ আয়েশা সিদ্দীকা

0
511

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
লেখাঃ স্বপ্ন
লেখনীতেঃ আয়েশা সিদ্দীকা

স্বপ্নের সাথে আড়ি
তবুও চলছে লুকোচুরি।।

বনেদি ইচ্ছেরা অপূর্ণতার মলিনতায় পরিপূর্ণ
সহজিয়া বার্তা হেয়ালির ছলে কলঙ্ক মাখাচ্ছে,
কিছু অজানা সরলীকরণে রহস্যের গন্ধ
অসমাপ্ত স্বপ্ন গুলো মনের গভীরে শিহরণ জাগাচ্ছে।।

নিদ্রাচ্ছন্ন ক্ষত গুলো জেগে উঠছে আবার
সারা গায়ে স্বপ্নকাঁটা হয়ে ফুটছে,
তোড়জোড় চলছে সদা সন্ত্রস্ত ভীত রাখার।।

ধোঁয়াটে আকাশে জ্বলজ্বল করছে অসহায়ত্ব
চেহারায় হাজারো বিষন্নতার ছাপ,
প্রতিযোগিতা চলছে বেদনা লুকানোর।।

স্বপ্ন পূরণের ব্যর্থ প্রয়াসও চুর্ণ বিচূর্ণ হয়ে আছে
স্বপ্ন গুলো মেতে উঠেছে বিধ্বংসী খেলায়,
অবিরাম কড়া নেড়ে যাচ্ছে মনের দরজায় ,
বৈষম্যের তাপদহন পূর্ণ প্রাপ্তির আনন্দ লাভ করছে।।

স্বপ্ন তো কেবল অবচেতন মনের কল্পনা
পরা বাস্তব জীবনেই স্বপ্নের অস্তিত্ব বিরাজমান,
তবুও স্বপ্ন আঁকি প্রাণান্তকর লড়াইয়ের।।

নীড় হারা পাখির মতো আজও ছুটে চলেছি স্বপ্ন জয়ের আশায়,
প্রতীক্ষা কোনো এক রঙিন স্বপ্নময় সকালের।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে