সেদিন দেখা হয়েছিলো পর্বঃ ১

0
2849

#সেদিন দেখা হয়েছিলো❤
#পর্বঃ ১
#লেখিকাঃ নাবিলা আহমেদ

অন্ধকারের মধ্যে কোমরে কারো হাতের ছোয়া পেতেই চমকে উঠলাম। ভয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছে। লোকটা আমার কোমর আরো জোরে চেপে ধরলো। একটু একটু করে আমাকে তার সাথে মিশিয়ে নিচ্ছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, বাট পারছি না। এবার আমি চিৎকার করতে গেলাম। কিন্তুু তার আগেই লোকটা আমার মুখ চেপে ধরে ফিসফিস করে বললো,!

____ডোন্ট সাউন্ড রেড রোজ,!

এবার আমার কলিজা কেঁপে উঠলো। রেড রোজ বললো আমাকে তাহলে কি ও?না এটা কি করে হতে পারে?ও কি করে ফিরে আসতে পারে?এসব ভাবতে ভাবতে লোকটা আমার কানের লতিতে। হালকা ভাবে নিজের ঠোট ছোয়ালো। লোকটার স্পর্ষে আমি কেঁপে উঠলাম। হঠাৎ রুমের লাইট জ্বলে উঠলো, তাকিয়ে দেখি কেউ নেই। এটা কিভাবে সম্ভব?তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম নাকি?কিন্তুু আমারতো মনে হয় না এটা স্বপ্ন ছিলো। এরমাঝে চোখ গেলো বেলকনির দিকে। সেখানে এখনো লাটার আছে তারমানে এটা স্বপ্ন না। তাহলে কি ও এসেছিলো?আর ভাবতে পারছি না কিছু মাথা ব্যথা করছে। লাইট জ্বালিয়ে রেখেই বিছানায় শুইয়ে পড়লাম। কারন লাইট জ্বালিয়ে ঘুমানো আমার ছোটবেলার অভ্যাস,!

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। ওমনি আমার আম্মু বলে উঠলো,!

____রোজ কাল রাতে কি হয়েছিলো?

আম্মুর কথায় ঘাবড়ে গেলাম, এবার কি বলবো?খানিকটা আমতা আমতা করে বললাম,!

____কি হবে আম্মু?কিছু হয়নি,!

আম্মু ভাবুক দৃষ্টি নিয়ে বললো,!

____তাহলে তুই ফিসফিস করলি কেন?

ওহ গড এবার কি বলি?আমিতো কাল ওই লোকটার সাথে কথা বলেছিলাম। এখন আম্মুকে কি করে ম্যানেজ করবো?ইয়েস পেয়ে গেছি, মুচকি হেসে বললাম,!

____মিম ফোন করেছিলো আম্মু,!

ভাইয়া ভ্রু কুঁচকে বললো,!

____ওতরাতে মিম ফোন দিয়েছিলো?

মুখ ভেংচি কেটে বললাম,!

____হ্যা দিয়েছিলো,!

ভাইয়া দাত কেলিয়ে বললো,!

____পেত্নীদের মতে করিস কেন রোজ?

আম্মু ভাইয়াকে এক ধমক দিয়ে বললো,!

____আহ রোদ চুপ করবি তুই?

ভাইয়া মুখটা কাঁচুমাচু করে বললো,!

____আমিতো ভালা না, ভালা লইয়া থাইক্কো,!

ভাইয়ার মুখটা দেখার মতো হয়েছে। আর ওর কথায় ফিক করে হেসে দিলাম আমি। এরপর ব্রেকফাস্ট করে ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটিতে এসেই মিমকে দেখতে পেলাম। তিনি রাহাতের সাথে ঝগড়া করতে ব্যস্ত। এদের দুজনের কখনোই বনে না কিন্তুু কেন?

__________________________________________

আমি চুপচাপ ওদের কাছে গিয়ে বললাম,!

____ঝগড়া করছিস কেন?

ওরা কিছু বলবে তার আগেই বেল দিলো। মানে ক্লাস শুরু হয়ে যাবে এখনি। তাই আমি আর মিম নিজেদের ক্লাসে চলে এলাম। আর রাহাত ওর ক্লাসে গেলো, ও আমাদের সিনিয়র। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে, আর ও ফাইনাল ইয়ারে। ক্লাসে এসে বেন্চে বসে পড়লাম। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে মাঠে চলে এলাম। রাস্তার পাশেই ফুসকা বিক্রি করছে, আমাকে আর পায় কে?এক দৌড়ে চলে এলাম গেটের কাছে। ফুসকার দোকান রাস্তার ওপাশে দিলাম দৌড়। এদিকে যে একটা গাড়ি চলে আসছে আমার দিকে। সেদিকে আমার কোনো খেয়াল নেই। পরে যখন চোখ পড়লো ততক্ষণে গাড়িটা চলে এসেছে। ভয়ে চোখমুখ খিচে দাড়িয়ে আছি, আজকে আমি শেষ। হঠাৎ কেউ আমাকে টান দিয়ে সরিয়ে ফেললো। আমি লোকটার বুকে আচরে পড়লাম। এখন আমার অতকিছু খেয়াল নেই, এটা কে?আমি ওনার শার্ট খামচে ধরে আছি। লোকটা আমাকে সরিয়েই উল্টো দিকে হাটা ধরলো। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাহাত আর মিম দৌড়ে এসে বললো,!

____রোজ তুই ঠিক আছিস?

আমি ওদের কথায় খেয়াল না দিয়ে। বরং ওই লোকটার যাওয়ার পানে তাকিয়ে আছি, কে উনি?আমার কাছে কেনই বা মনে হয় এটা ও?সেদিন দেখা হয়েছিলো সেই লোকটা এটা। সত্যি যদি তাই হয় তাহলে আমার কি হবে?

রাহাত আর মিম চেঁচিয়ে বললো,!

____রোজজজজজজ,!

ওদের চেঁচানো শুনে হচকচিয়ে উঠে বললাম,!

____কি হলো?এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন?

ওরা ভ্যাবাচ্যাকা খেয়ে বললো,!

____তুই ঠিক আছিস?

আমি ওদের বললাম, হ্যা ঠিক আছি। এবার চল বাড়ি যাওয়া যাক। ওরা মাথা নেড়ে হ্যা বললো। এরপর আমরা যে যার বাড়ি চলে এলাম। বাড়ি এসেও একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আপাতত এসব চিন্তা বাদ দিতে হবে,!

রাতে বিছানায় মনের সুখে ঘুমিয়ে আছি। হঠাৎ মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি। চোখ খুলে দেখলাম কালকের সেই লোকটা। চিৎকার করতে গেলেই উনি আমার মুখে হাত দিয়ে বললো,!

____উম ডোন্ট ইউ ট্রাই টু ডু দিস রেড রোজ। আমি তোমাকে এটা বলতে এসেছি। এখন থেকে তুমি কেয়ারফুলি চলাফেরা করবে। আদারওয়াইস তোমার যদি কিছু হয়। তাহলে তোমার ফ্যামিলিও ভাল থাকবে না। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হোয়াট আই মিন রাইট?

আমি ভয়ে মাথা নাড়লাম। লোকটা আমাকে বিছানায় নামিয়ে দিয়ে চলে গেলো, হালকা আওয়াজে বললাম,!

____শশশশশুভ্র,!

ভয়ে গলা শুকিয়ে গিয়েছে আমার। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। এই অতীত কি কোনদিন আমার পিছু ছাড়বে না?আমার ধারনা ঠিক, ও ফিরে এসেছে। এবার কিছুতেই আমাকে ছাড়বে না। ভাবতেই চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়লো,!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে