সুপ্ত অনুভূতি পর্ব-১০

0
2527

#সুপ্ত_অনুভূতি🍂♥️
#পর্ব_১০
#Writer_Nusrat_Jahan_Sara

বিছানাকান্দির বড় বড় পাথরের উপরে বসে আছি সবাই৷ ভেজা শরীর নিয়ে তো আর গাড়ি করে যেতে পারবোনা৷ কাপড় কিছুটা শুকালে তারপর যাবো৷ আদিল ভাইয়া আমার পাশে একটা পাথরে বসে আছে৷ আমি একবারো ভাইয়ার দিকে তাকাইনি৷ সামান্তা আর আদনান ভাইয়া একজন আরেকজনের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে৷ রিংকি আর আহিল ভাইয়ারও সেম অবস্থা৷
“আশ্চর্য এদের মনের সুপ্ত অনুভূতিগুলো কী তাহলে আস্তে আস্তে ভালোবাসায় রুপান্তরিত হচ্ছে৷”

আদিব ভাইয়া পাথরের উপর বসে বসে পানিতে ঢিল ছুড়ে মারছে৷ আর অসহায় দৃষ্টি নিয়ে পানির দিকে তাকিয়ে আছে৷

আরুহিঃভাইয়া পানিতে কিন্তু কোনে জলপরী নেই যে তোমার ঢিল ছুড়া দেখে পানির উপরে এসে তোমাকে দেখে পাগল হয়ে তোমার গলায় ঝুলে পড়বে৷
.
আদিবঃসব সময় বাজে কথা বলিস কেনো৷ একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য দোয়া ওতো করতে পারিস৷ ভালো করে চেয়ে দেখ আমাদের আশেপাশে কতো রোমান্টিক কাপল ঘুরে বেড়াচ্ছে৷ (আদনান ভাইয়াদের দিকে ইশারা করে৷)
.
আরুহিঃহুম সেটা আর বলতে৷
🍁🍁🍁🍁🍁
গাড়িতে সবাই বসে আছি৷ ফ্রন্ট সিটে বসেছে আহিল ভাইয়া আর রিংকি৷ আর ব্যাক সিটে আমি,আদিব ভাইয়া সামান্তা আর আদনান ভাইয়া৷
আদিব ভাইয়া এদের সবার দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে আছে৷

আরুহিঃকী হয়েছে ভাইয়া??(ফিসফিসিয়ে)
.
আদিবঃআজ কোনো গার্লফ্রেন্ড নেই বলে৷ দেখ এরা কী সুন্দর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে৷
.
আরুহিঃচিন্তা মাত কারো ভাইয়া৷ খুব শীগ্রই তোমার গার্লফ্রেন্ড আসতে চলেছে৷
🍁🍁🍁🍁🍁
রাত দশটা বাজে৷ সামান্তা আর রিংকি গল্প করছে৷ আর আমি বারান্দায় দাঁড়িয়ে রিসোর্টের বাইরের দৃশ্যটা দেখছি৷ চাঁদের আলোতে রিসোর্টের চারপাশ আরও সুন্দর লাগছে৷ নিচে তাকাতেই দেখলাম কে যেন দাঁড়িয়ে আছে সবুজ ঘাসের উপরে৷ সাদা শার্ট কালো জিন্স এই দুই কালার তো আদিব ভাইয়া পড়ে৷ ভাইয়া এতো রাত্রে এখানে কী করছে নিশ্চয় গার্লফ্রেন্ডের ভুত ঘাড়ে চেপেছে৷

আমি নিচে চলে গেলাম ভাইয়ার কাছে৷ পিছন থেকে ভাইয়ার কাঁধে হাত রাখলাম আমি৷ ভাইয়াও আমার হাতে হাত রেখে ঘুরে আমার দিকে তাকালেন৷

একি এটাতো আদিল ভাইয়া৷

আদিলঃরুহি তুই এতো রাত্রে এখানে কী করছিস??
.
কই এতো রাত দেখতে পাচ্ছোনা রিসোর্টের মানুষগুলো এখনও জীবিত আছে৷
.
তো তোর কী মনে ওরা মরে যেত?
.
আমি ঘুমানোর কথা বলছি৷ ওরা ঘুমায়নি৷
.
ভাইয়া আমার হাত উনার কাঁধ থেকে নামিয়ে উনার দুইহাত দিয়ে মুঠো করে ধরলেন৷

“রুহি তুই আমাকে ক্ষমা করেছিস? দেখ আমি আর এমন কোনদিন করবো না৷তোর কথা না বলা মেনে নিতে পারছিনা আমি৷
.
আমারও মনে হচ্ছে ভাইয়াকে ক্ষমা করে দ্বিতীয় বার সুযোগ দেওয়া উচিত৷আমি ভাইয়ার হাতের উপরে হাত রেখে মুচকি হাসলাম৷ ভাইয়া উনার দু-হাত আমার কানের দুপাশে রেখে কপালে চুমু দিয়ে চলে গেলেন৷ আমি এখনো যেখানে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে আছি৷ ভাইয়ার আচরনগুলো খুব ভাবাচ্ছে আমায়৷ কী হয়েছে ভাইয়ার আগেতো এমন করতে দেখিনি কোনদিন৷ আমারও কেন জানিনা খারাপ লাগেনি৷ কপালে হাত রেখে মুচকি হেসে চলে এলাম সেখান থেকে৷
🍁🍁🍁
সামান্তা আমি তোকে কিছু বলতে চাই বস আমার পাশে
.
ভাইয়া তুমি এতো রাত্রে আমাকে ডেকে আনলে কী দরকার বলোতো৷
.
কই বেশি রাত হয়নি মাত্র ১০টা বাজে সবাই জেগে আছে৷
.
কী দরকার বল??
.
আদনান পিছন ঘুরে পকেটে দুইহাত গুজে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,,,

“সামু আমি তোকে ভালোবাসি৷তোর জন্য আমার মনে যে সুপ্ত অনুভূতিগুলো ছিলো সেগুলো সিলেটে এসে ভালোবাসায় পরিনত হয়েছে৷কারণ সিলেটে এসে আমরা প্রায়ই খুব কাছাকাছি থেকেছি৷ আর কালই আমরা সিলেট থেকে চলে যাচ্ছি৷ তাই আমার মনে হলো সিলেটে থাকতেই আমার মনের কথাটা তোকে বলি৷আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস৷ আর আমাকে মাফ করিস আমি তোকে বোনের চোখে দেখতে পারলাম না৷

সামান্তা মাথা নিচু করে সব শুনছে৷ কিছু বলতে পারছেনা৷ওর মন বলছে আদনানের কথায় সাড়া দিতে কিন্তু মুখ খোলে কিচ্ছু বলতে পারছেনা৷
আদনান সামান্তার দুই কাঁধে হাত রেখে রাখলো,,
.
সামু ইউ সে সামথিং৷আমি জানি আমি যা করছি সেটা ঠিক না কিন্তু মনকে কে বুঝাবে৷ মন যে কারও কথা শুনেনা৷
.
তবুও সামান্তা কিছু বলছেনা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে আদনান সামান্তার দিকে একবার তাকিয়ে চলে যেতে নিতেই
সামান্তা মুখ তুলে তাকালো তারপর কাঁপা কাঁপা কন্ঠে বললো,,

ভ,,ভাইয়া আমিও তোমাকে ভালোবাসি অনেক
আদনান মুচকি হেসে চলে গেলো৷ সামান্তা এক জায়গাই দাঁড়িয়ে আছে আর মিটিয়েমিটিয়ে হাসছে৷
🍁🍁🍁🍁
রুমে কেউ নেই বলে রিংকি আয়নার সামনে দাঁড়িয়ে নাচছে৷ওর নাচার মধ্যেই কোথা থেকে আহিল চলে এলো৷ রিংকির এমন অবস্থা দেখে সে তারাতাড়ি পিছন ফিরলো৷ রিংকি একবার নিজের দিকে তাকিয়ে আহিলের দিকে তাকালো তারপর তারাতাড়ি খাটে রাখা ওরনা গায়ে দিয়ে আহিলের দিকে এগিয়ে গেলো৷

“আহিল ভাইয়া আপনি এখানে৷
.
ওই আসলে রুহি তোমাকে নিচে ডাকছে৷
.
ও আচ্ছা চলুন৷
.
আহিল আর রিংকি নিচে গেলো কিন্তু কোথাও আরুহি বা সামান্তা নেই৷

“ভাইয়া এখানে তো কেউ নেই৷
.
আমি এখানে তোমাকে কাউকে খুঁজার জন্য আনিনি৷ আমার মনের অনুভূতিগুলোকে খুঁজার জন্য এনেছি৷
.
ভাইয়া এসব আপনি কী বলছেন৷
.
হুম আমি ঠিকই বলছি,,আচ্ছা রিংকি আমাকে দেখলে কী তোমার অন্যরকম ফিলিং হয় না৷ আমি জানি হয়৷ আমার মনে যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলো তোমার মধ্যেও আছে
.
“আপনি আমাকে এসব কেন বলছেন৷
.
কারন আমি তোমাকে ভালোবাসি শুনেছো তুমি৷ আমি তোমাকে ভালোবাসি৷ এতদিন বুঝতে পারিনি কিন্তু এই দুইদিন ধরেই আমার মনে হচ্ছে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ৷ তোমার কি মতামত তুমি সেটা জানিয়ো৷ আমি তোমাকে চাপ দিবোনা আমাকে তুমিও ভালোবাসো কথাটা বলার জন্য৷ তুমি টাইম নাও যত টাইম লাগে৷

রিংকির আহিলে কথা শুনে চোখে পানি চলে এসেছে যাকে ছয় মাস ধরে ভালোবেসে এসেছে আজ সেই ভালোবাসার কথা বলছে৷ রিংকি গুটিগুটি পায়ে আহিলের কাছে গিয়ে দাঁড়ালো৷

“যদি বলি আমার টাইম নেওয়ার দরকার নেই আমি আজই আমার মতামত বলবো তাহলে???
.
আহিল কথাটা শুনে রিংকির দিকে তাকিয়ে রইলো৷

রিংকি একটা মুচকি হাসি দিয়ে বললো,আমিও আপনাকে ভালোবাসি আপনার অনেক আগে থেকেই৷ কথাটা বলে সে একমুহূর্তও না দাঁড়িয়ে দৌড়ে চলে গেলো৷ আহিল চাঁদের দিকে তাকিয়ে এক গাল হেসে ফ্লাইং কিস ছুঁড়ে মারলো৷
🍁🍁🍁🍁🍁
রুমে এসে পায়চারি করছি আমি৷ রিংকি আর সামুর ব্যাপার কিছুই মাথায় ঢুকছেনা৷ দুইটা খাটের দুইদিকে শুয়ে আছে আর মাঝেমধ্যে মুচকি হাসছে৷

আরুহিঃএই তোদের কী হইসে বলতো৷
.
সামান্তাঃআগে বল তোর কী হয়েছে??
.
আরুহিঃআব আমার ক,,কই কিছু হয়নি তো৷
.
সামান্তাঃআমরা সব দেখেছি তাই লুকিয়ে কোন লাভ নেই৷ আদিল ভাইয়া তোকে প্রপোজ করেছো তাইনা৷ শুন রুহি আজ আমার কাছে মনে হচ্ছে প্রপোজ ডে কারন আমাদের চার ভাইয়ের মধ্যে তিন ভাই আজকে প্রপোজ করেছে৷
.
আরুহিঃমানে??
.
সামান্তাঃমানে হলো আহিল ভাইয়া রিংকিকে প্রপোজ করেছে আর আদনান ভাইয়া আমাকে এন্ড আদিল ভাইয়া তোকে৷
.
আরুহিঃতোরা ভুল ভাবছিস৷ আমাদের মধ্যে তেমন কিচ্ছু হয়নি আর ভাইয়াও আমায় প্রপোজ করেনি আর কেনই বা করবে৷ আহিল ভাইয়া আর আদনান ভাইয়া তোদের প্রপোজ করেছে কারন ওরা তোদের ভালোবাসে কিন্তু আমরা একজন আরেকজনকে ভালোবাসিনা৷
.
রিংকিঃকিন্তু আমরা যে দেখলাম তোরা একজন আরেকজনের হাতে হাত রেখে দাঁড়িয়ে ছিলিস৷
.
আমি ওদের দুটোকে সব কিছু খুলে বললাম৷ সামু একটা মুচকি হাসি দিয়ে বললো,,বুঝলাম আদিল ভাইয়ার মনে তোর জন্য ফিলিংস আছে শুধু সেটাই না ভাইয়া তোকে ভালোবাসে কিন্তু তুই সেটা বুঝতে পারছিসনা৷
.
আরুহিঃকচু বাসে এসব একদম না৷ঘুমুচ্ছি আমি৷
🍁🍁🍁
আদনান আর আহিল আদিল,আদিবকে ওদের প্রপোজের কথা বলছে৷ আদিল ওদের কথা শুনে হাসছে কিন্তু আদিব ঠোঁট উল্টে তাকিয়ে আছে৷ শেষে না পেরে হাতের কাছে বাটি ছিলো সেটাই আহিলের মাথায় ছুঁড়ে মারসে৷

আদিবঃওই চুরেল তোরে না কইসিলাম আমরা একসাথে প্রেম করবো তাহলে এবার তুই আমারে রেখে নিজে প্রেম করছিস৷ মীর জাফর কোথাকার৷

আহিলঃদেখ ভাই অনেকদিন ধরে তোর লাগি অপেক্ষা করছি কিন্তু তোর তো কোন মেয়েকে পছন্দই হয়না৷
.
আদিবঃতোরা সব সিংগেল থেকে মিংগেল হইয়া ডাবল হয়ে যাবি৷ আর আমি সিংগেল সিংগেলই থাকবো৷
.
আদিলঃশুধু তুই না আমিও সিংগেল আছি৷ ওরা দুজন একসাথে প্রেম করবে আর তুই আর আমি একসাথে৷

চলবে♥️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে