সাপলুডুর সমাপ্তিতে পর্ব-০৩

0
955

#সাপলুডুর_সমাপ্তিতে
তন্বী ইসলাম

০৩

“আমি বিয়ে করেছি তনু, শশুরবাড়িতে আছি এখন… তাই চাইলেও কথা বলতে পারবো না। প্লিজ ভুল বুঝো না আমায়……

এবারে রাগ টা আমার দ্বিগুণ পরিমাণে বেড়ে গেলো। আমি সিরিয়াস হয়ে তাকে একটা প্রশ্ন করলাম, সে কিনা আমার সাথে মজা করছে।
আমি কিছুটা মেজাজ দেখিয়ে বললাম..
“এই ধরনের মজা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আপনি কোথায় আছেন বলুন, কেন কথা বলতে চাইছেন না আমার সাথে? কি এত ব্যস্ততা আপনার?
“আমি মজা করছি না তনু, সত্যিই আমি বিয়ে করেছি। তবে নিজের ইচ্ছেতে নয়, এক প্রকার বাধ্য হয়েই আমাকে বিয়েটা করতে হয়েছে।

আমি নিজ যায়গায় জমে গেলাম এবার। এটা কি বলছে সে? হাতগুলো কাঁপছে আমার, এই বুঝি ফোনটা হাত থেকে ফসকে মাটিতে পরে যাবে। ওপাশ থেকে উনি বলতে লাগলেন..
“হ্যালো.. হ্যালো.. কি হলো তনু!
আমি সম্ভিতে ফিরে এসে কাঁপা কাঁপা গলায় বললাম
“আপনি সত্যিই বিয়ে করেছেন?
” বললাম তো, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে।

এবার আর ঠিক থাকতে পারলাম না, ফোনটা অটোমেটিক ভাবেই পরে গেলো নিচে। আমিও ধপাস করে বসে পরলাম মাটিতে। এটা কি বললেন উনি? চোখের বাধ ভেঙ্গে পানি বেরোতে চাইতে, বুকফাঁটা আর্তনাদ বুকের পাজর ভেদ করে আসছে৷ গলা ফাটিয়ে গগনবিদারী চিৎকার করতে ইচ্ছে করছে খুব, কিন্তু এর কোনোটাই যে করা যাবেনা। বাড়িতে মা বাবা আছে, আরো অনেকেই আছে, তাই চাইলেও নিজের কষ্ট টা নিজের মতো করে প্রকাশ করতে পারবো না।

আমার চোখ বেয়ে নিঃশব্দে পানি পরছে। ফোনটার দিকে তাকালাম এবার, ততক্ষণে ওপাশ থেকে কলটা কেটে দেওয়া হয়েছে। আমি অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা হাতে নিলাম। এরপর চুপিসারে রুমে ঢুকে চলে গেলাম আমার বিছানাটায়। উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ গুজে খুবই সতর্কতার সাথে কাঁদছি আমি।

সেদিন সারাদিন আর ঘর থেকে বেরোলাম না, কিছু খেতেও ইচ্ছে করেনি, তবে দুপুরে মায়ের অনেক জোরাজুরিতে খেতে হলো আমাকে। বিকেলের দিকে জানলাটার পাশে বসে একধ্যানে বাইরে তাকিয়ে রইলাম। মা আমাকে প্রশ্ন করলো আমার কিছু হয়েছে কিনা। আমি শুধু মাথা নাড়িয়ে জানান দিলাম, কিছুই হয় নি আমার। সন্ধ্যের পর সেই চিরচেনা নাম্বারটা থেকে কল এলো। তখনও মোবাইলটা আমার হাতেই। আমি অতি আগ্রহে কলটা রিসিভ করলাম এই আশায় যে সে বুঝি এক্ষুনি বলবে, আমি বিয়ে করিনি তনু, তোমার সাথে মজা করছিলাম শুধু। বিয়ে তো আমি শুধু তোমাকেই করবো।

সবকিছুকে ভুল প্রমানিত করে দিয়ে উনি বললেন
“আমাকে মাফ করে দিও তনু।
আমি শুধু নিঃশব্দে শুনলাম। উনি আবারও বললেন
“আমার বাবা হজ্জ্বে যাচ্ছেন। আর উনার ইচ্ছে হজ্জে যাবার আগেই আমাকে বিয়ে করিয়ে তারপর যাবেন। তাই বাবার ইচ্ছেটা পূরণ করতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হলো আমাকে।
আমি এবারে নির্জীব গলায় বললাম
“আপনার বউ বোধহয় অনেক সুন্দরী।
সে হেসে বললো
“সে আমার মায়ের বোনের মেয়ে, মানে আমার খালাতো বোন। তবে তোমার কথা সত্য, সে সত্যিই অনেক সুন্দরী আর অনেক ভদ্র একটা মেয়ে।

আমি চোখ বুঝলাম। হতাশ গলায় বললাম
“খালাতো বোনকে বিয়ে করেছেন, ভালোই তো।
“আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিলো, তাকে আমার বউ করে আনবে, আমার বাবাও রাজী ছিলো।
“ওহ!
“আচ্ছা এখন রাখছি।

আমি কোনো বাধা দিলাম না। যে আমার নয়, তাকে জোর করে কথা বলানোর তো কোনো মানেই নেই। মনকে অনেক বুঝ দিলাম, বুকে পাথর চাপা দেওয়ারও চেষ্টা করলাম। কিন্তু কোনো লাভই হচ্ছে না। কিছুতেও ভুলতে পারছি না তাকে। বার বার ইচ্ছে করে, তার কন্ঠটা একবার শুনতে। এ কন্ঠে যেনো আমার প্রাণ মিশে আছে। দুদিন পর নিজ থেকে কল করলাম, সে রিসিভ করে বললো
“এভাবে যখন তখন কল করো না প্লিজ। আমি এখন বিবাহিত।

আমি মৃদু হেসে বললাম
“আমি ভুলে গেছিলাম আপনি বিবাহিত।
“এখন থেকে মনে রাখার চেষ্টা করো, তা নাহলে আমার নতুন সংসারে সমস্যা হতে পারে।

আমি আর কোনো কথা না বাড়িয়ে ছোট্র করে বললাম
“ভালো থাকবেন।

সেদিনের পর আমি উনাকে আর একবারও কল করিনি, কিন্তু ভুলতেও পারিনি তাকে। মানুষ বলতো, প্রথম ভালোবাসা নাকি কখনোই ভুলা যায় না, আজ সেটা আমার কাছে পরিষ্কার। প্রতি রাতেই আমাকে কাঁদতে হয়। চেষ্টা করি না কাঁদার, তবে তার কথা মনে হলেই আমার কান্না পায়। প্রচুর কান্না পায়। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি, কত রাত যে বালিশ ভিজিয়েছি, তা আমারও অজানা।

ইদানিং একটা নাম্বার থেকে প্রায়ই ভালোবাসার মেসেজ আসে, প্রায়ই কল আসে। রিসিভ করলে কথা বলে না। হ্যালো হ্যালো বলে নিজ থেকে বিরক্ত হয়েই কেটে দেই। এটা এখন নিত্যদিনের ঘটনা। আমি গুরুত্ব দেই না তেমন।

এর মাঝে জানতে পারি মেসেজ দেওয়া আর কল করা ছেলেটা আমাদের পাশের এলাকারই। নাম সজল। ওর বাবা সরকারি চাকুরিজীবী লোক, এলাকার প্রতাপশালীদের মধ্যে অন্যতম। বর্তমানে ডিগ্রি তে পড়ছে সে। ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসে। বিয়ে করতে চায়। আমি এড়িয়ে যাই ব্যাপারটা। আমার কোচিং এর সামনে প্রায় প্রতিদিনই ঘুরঘুর করে সে, কিছুটা গুন্ডা টাইপের দেখতে, চেহারাও তেমন ভালো না। বান্ধবীরা আমাকে বার বার সতর্ক করে, যেনো এ ছেলের প্রেমে না পড়ি। একেতো দেখতে সুন্দর না, তার উপর গুন্ডা গুন্ডা টাইপ। আমি ওদের আশ্বাস দেই, আর যাইহোক এ ছেলের প্রেমে আমি পরবো না। যেখানে প্রথম ভালোবাসাটাকেই এখনো ভুলতে পারলাম না, সেখানে নতুন করে প্রেমে পরার কোনো মানেই হয় না।

সেদিন বেহায়ার মতো ফায়াজ নামের সেই ছেলেটার নাম্বারে কল করেছি, যে আমার মনে ভালোবাসার রঙ লাগিয়েছিলো। কন্ঠটা শুনতে ইচ্ছে করছিলো খুব।

একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। আমি ভেজা গলায় সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন
“কেমন আছো?
“ভালো। আপনি?
“আলহামদুলিল্লাহ। তা কি খবর তোমার?
আমি ধীর হয়ে বললাম
“আমার আর খবর।
“এভাবে কেন বলছো?
আমি কথা ঘুরিয়ে বললাম
“আপনার ওয়াইফ কেমন আছে?
“খুব ভালো আছে সে। তোমার লেখাপড়া কেমন চলছে?
আমি মৃদু হেসে বললাম
“ভালোই।
সে আবারও বললো
“ভালো করে লেখাপড়াটা করো, সামনে এসএস সি, রেজাল্টটা তো ভালো করতে হবে। তা নাহলে ভালো কোনো কলেজে চান্স পাবে না।

আমি উত্তর দিলাম না তার কথার। সে আবারও ব্যস্ততার অজুহাত দেখিয়ে কল টা কেটে দিলো। মনে জিদ চাপলো সেদিন, এভাবে নিজেকে বার বার ছোট করার কোনো মানেই হয় না। ভালোবাসাটাকে নাহয় মনের মধ্যেই পুষে রাখবো, তাও বেহায়ার মতো আর কল করবো না তাকে।

এসএসসি এক্সাম শেষ অনেক আগেই। এবার ফল প্রকাশের পালা। রেজাল্টের দিন অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। অবশেষে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ফল হাতে পেলাম। খারাপ না, মুটামুটি ভালোই হয়েছে রেজাল্ট। আমার বাবা মা খুশি, আত্মীয়স্বজনেরাও খুশি, তবে আমার শিক্ষকেরা আমার রেজাল্টে তেমন খুশি হতে পারেনি। আমার কাছ থেকে তাদের এক্সপেকটেশন আরো বেশি ছিলো। যাই হোক, আমাদের বাড়ির কাছাকাছিই একটা কলেজে ভর্তি হলাম। প্রথম বারের মতো কলেজে যাওয়ার অনুভুতিটাই অন্যরকম, তার উপর সব বন্ধবীরা মিলেই এ কলেজে ভর্তি হয়েছি। কলেজে আসা যাওয়া, পড়ালেখা, বান্ধবীদের সাথে সময় কাটানো, সব মিলিয়ে দিন ভালোই যাচ্ছিলো।

সেদিন এক বান্ধবী আমাকে আলাদা করে বাকিদের কাছ থেকে কিছুটা দূরে ডেকে নেয়। ব্যাপারটায় কিছুটা অবাক হই আমি। সে আমাকে চুপিসারে বলে
“একটা কথা বলার ছিলো তোকে।
আমি তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। বললাম
“কি কথা?
“সজল ভাইয়াকে নিয়ে কিছু কথা।
“কোন সজল?
“ওই যে তোকে পছন্দ করে।

আমি কয়েক সেকেন্ড নিরব থেকে বললাম…
“ওহ। বল কি বলবি..
সে কিছুটা সময় এদিক ওদিক তাকিয়ে হাতের আঙ্গুলগুলো বার বার চাপতে থাকে। এরপর নিরীহ গলায় বলে
“সে তোকে অনেক ভালোবাসে রে।
“তো আমি কি করবো?
“তুই ওকে গ্রহণ করে নে।
আমি হাসলাম। বললাম
“তুই আমার বন্ধবী হয়ে উনার জন্য বলছিস যে? কি হলো হঠাৎ?
“সজল ভাইয়া গতকাল আমাকে কল দিয়েছিলো, সে সত্যিই তোকে অনেক ভালোবাসে।

আমি সাফ সাফ বলে দিলাম
“সে ভালোবাসে বলে যে আমাকেও ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আমি উনাকে ভালোবাসতে পারবো না বলে দিস।

আমি চলে এলাম সেখান থেকে। বান্ধবীটা আমাকে প্রায়ই সজলের কথা এটা ওটা বলতো। আমি এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিতাম। ইন্টার মিডিয়েট প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষের মাঝামাঝি আছি। নতুন করে কোনো সম্পর্কে যাই নি তখনো। এর মাঝে সজলের ভালোবাসার দাবী তো আছেই। সব কিছুকে অগ্রাহ্য করে আমি সামনের দিমে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি।

সেদিন বিকেলে ফোনে গান শুনছিলাম। এখন আর আম্মুর ফোন নয়, নিজেরই একটা ফোন আছে। আমার আব্বু একটা বাটন ফোন কিনে দিয়েছে আমায়। গান শোনার এক ফাঁকে কলটা বেজে উঠলো। আমি অবাক হলাম নাম্বারটা দেখে, এটা সেই সজলের নাম্বার। তবে এই নাম্বার তো উনার জানার কথা নয়, নতুন ফোন নিয়েছি। আমার ফ্যামিলির লোক আর বান্ধবীরা ছাড়া এ নাম্বার আর কেউ জানে না।

না চাইতেও আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে কিছু বলার আগেই আমি বিস্ময় নিয়ে বললাম
“আপনি আমার এই নাম্বার পেলেন কোথায়?
সে হেসে বললো
“যাকে ভালোবাসি, তার নাম্বার পাওয়াটা তেমন কঠিন কোনো কাজ নয়।
উনার কথায় আমি বেশ বিরক্ত হলাম। দাঁতে দাঁত খিঁচিয়ে বললাম
“ফোন কেন করেছেন?
“তোমার সাথে কথা বলবো তাই।
“আমার সময় নেই।

ফোন কেটে দিলাম আমি। আবারও কল এলো, রিসিভ করলাম না। বার বার কল বাজতেই থাকলো। এক পর্যায়ে বিরক্ত হয়েই রিসিভ করলাম। ঝাঝ দেখিয়ে বললাম
“সমস্যাটা কি আপনার? কেন এভাবে বিরক্ত করছেন আমাকে?
” বিরক্ত না করলে যে আমাকে ভালোবাসবে না।
আমি অবাক হলাম, বললাম
“আমি আপনাকে ভালোবাসতে পারবো না। দয়া করে আমাকে বিরক্ত করবেন না প্লিজ।।

সে হেসে বললো
” যতদিন আমাকে তুমি ভালো না বাসবে, ততদিন তোমাকে এইভাবে বিরক্ত করেই যাবো।

এক প্রকার বাধ্য হয়েই আমি কলটা কেটে দিলাম।
সাথে ফোনটাও অফ করে দিলাম সাথে সাথেই।

দিন যাচ্ছে, আমার লেখাপড়া, কলেজ সব ঠিকঠাক ভাবেই চলছে। সাথে সেই সজলের ভালোবাসার দাবী নিয়ে বার বার ফোন করা তো আছেই। ইদানিং ওর ইমোশনাল কথাগুলো প্রায়ই আমাকে দুর্বল করে দেয়। আমি কি করবো না করবো দ্বিধাদ্বন্দে ভোগী।

সেদিন যখন সে আবারও কল দিলো আমি বললাম
“আমার বাজে একটা অতীত আছে, আপনি জানতে চান?
“অবশ্যই।
” জানার পর কি আমার প্রতি আপনার এই ভালোবাসা থাকবে?
“আগে বলো শুনি।

আমি একবার আকাশের দিকে তাকালাম। একটা দীর্ঘনিশ্বাস ছেড়ে বলতে লাগলাম আমার সাথে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক ঘটনা। সে শুনছে খুবই মনোযোগের সাথে।

আমার বলা কথা শেষ হলে কিছুটা সময় চুপ থেকে বললাম..
“কিহ, এবারেও কি বলবেন আপনি আমাকে ভালোবাসেন?
আমাকে অবাক করে দিয়ে সে হুহু করে হেসে উঠলো। হাসিটা বেশ খারাপ লাগলো আমার কাছে, ভাবলাম বোধহয় তাচ্ছিল্যের হাসি হাসছে। আমি বললাম
“জানতাম, এটা শোনার পর আপনার প্রতিক্রিয়া এমনটাই হবে।

সে এবার নরম গলায় বললো
“এভাবে বলছো কেন, আমি এমনটা মীন করে হাসিনি।
” তাহলে?
“তুমি কি ভাবছো এই সাধারণ একটা ঘটনা তোমার প্রতি আমার ভালোবাসা কমিয়ে দিবে?
আমি শুনতে লাগলাম উনার কথা, ভাবতে থাকলাম, কি বলতে চায় উনি?

সে বললো
“এটা তো মাত্র সিম্পল একটা রিলেশন। আল্লাহ না করুক, তোমার যদি কয়েকটা বিয়েও হয়, এবং একটা বিয়েও না টিকে… এবং সে সময়েও যদি তুমি আমার কাছে ফিরে আসো.. আমি কখনোই তোমাকে ফেরাবো না। আমার ভালোবাসার দরজা সর্বদায় তোমার জন্য খোলা থাকবে।

চলবে……

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে