সর্দি কন্যা পর্ব – ০৬

0
869

#সর্দি কন্যা
#রোকসানা রাহমান
#পর্ব (৬)

আমি হিতাহিতজ্ঞান হারিয়ে ফেললাম। নিয়ন্ত্রণহীন হয়ে পড়লাম। নিজের সর্বশক্তি দিয়ে উষ্মাকে দূরে সরিয়ে বললাম,
” তুমি কি পাগল? কথার কোনো ঠিক নেই। একেক সময় একেকটা বলছ। মাথায় সমস্যা আছে নাকি? তোমার তো চিকিৎসার প্রয়োজন। ”

উষ্মা বোধ হয় খানিকটা ভয় পেল। জড়োসড়ো হয়ে দূরেই দাঁড়িয়ে রইল। টলমল চোখদুটোতে অসহায়ত্বের স্রোত! নাক টানছে থেমে থেমে। চোখের পানির চেয়ে নাকের পানি মুছায় বেশি কসরৎ করছে। আমার চোখে তখনও অগ্নির ছাপ। কণ্ঠস্বরে অগ্নিত্তাপ। একটু থেমে আবারও ধমকে উঠলাম,
” তুমি কী চাও, তা আগে নিজে বুঝতে শেখ। তারপর চাইতে আসবে। ”

উষ্মা কিছু একটা বলার জন্য ঠোঁট নাড়তে আমি সাবধান করলাম,
” তোমাকে বিয়ে করা অসম্ভব। আমার জ্ঞান থাকা অবস্থায় তো কল্পনাও করতে চাই না। খবরদার, আমাকে স্পর্শ করবে না। ”

উষ্মা ভেজা চোখ নামিয়ে ফেলল। জায়গায় দাঁড়িয়ে পা দিয়ে মাটি খুড়তে থাকল চুপচাপ। তার নিঃশব্দের ফুঁপানিতে আমার মনে একটুও দয়া হলো না। বরঞ্চ বিরক্তে বিষাক্ত হয়ে উঠল শ্বাস-প্রশ্বাস। আমি শাসানি চাহনি সরিয়ে বললাম,
” আসছি। ”

উষ্মা তখনও নীরব। আমি তাকে ফেলে উঠোন পেরিয়ে এলাম। ইটের রাস্তায় পা ফেলব সেসময় সে চিৎকার করে বলল,
” পালিয়ে গেলেই কি বেঁচে যাবেন? ”

আমি থমকে পেছনে ঘাড় ঘুরালাম। উষ্মা দূর থেকেই কণ্ঠ উঁচু করে বলল,
” আন্টি কিন্তু কথা দিয়েছেন, আমি আপনার বউ হব। মানে, আপনি আমাকে বিয়ে করবেন। আজ না হলেও কাল করতেই হবে। ”

আমি পুরো শরীরটা ঘুরিয়ে দাঁড়ালাম। সে দৌড়ে এলো। বলল,
” কিন্তু আমাকে তো আপনার অপছন্দ! ”

আমি কাঠ স্বরে বললাম,
” বলতে কী চাচ্ছ? ”
” আমি চাচ্ছি, কেউ কষ্ট না পাক। ”
” বুঝিয়ে বলো। ”

উষ্মা স্থির হলো। একটু সময় নিয়ে লম্বা নিশ্বাস টেনে বলল,
” আমি আর আপনি চাই না বিয়েটা হোক, যার মানে দাঁড়ায় বিয়ে হলে আমরা কষ্ট পাব। আবার আমাদের দুই পরিবার চায় বিয়েটা হোক, যার মানে দাঁড়ায় বিয়েটা না হলে তারা কষ্ট পাবে। ”

আমি তীক্ষ্ণ চোখে তাকালাম। বললাম,
” তুমি আবারও আমাকে বিভ্রান্ত করছ। তোমার মাথায় সত্যিই সমস…”
” সমস্যা থাকলে আপনার কী? কিছু না তো? তাহলে আমার মাথা নিয়ে এত ভাবছেন কেন? তার থেকে ভালো, আমার বুদ্ধিটা শুনুন। লাভ হবে। ”
” বুদ্ধি? ”
” হ্যাঁ। আমার বুদ্ধিতে চললে, আমরা কেউ কষ্ট পাব না। ”

আমি অবহেলায় বললাম,
” তাই নাকি? তা শুনি তোমার সেই বুদ্ধি। ”

উষ্মার চোখ-মুখ ঝলমল করে উঠল। কান্নার রেশ হাওয়ায় মিলিয়ে গেছে। বেশ আগ্রহ নিয়ে বলল,
” একটু পরেই আন্টিরা উঠবে। আপনি গিয়ে বলবেন, আমাকে আপনার পছন্দ হয়েছে। বিয়ে করতে কোনো আপত্তি নেই। আজই এনগেজমেন্ট করতে চান।…”

এতটুকু শুনেই আমি অধৈর্য হয়ে পড়লাম। চোখদুটো রক্তিম হয়ে উঠল। ক্রোধান্বিত ধ্বনি ছুঁড়ব তখনই সে বলল,
” আবার রেগে যাচ্ছেন! পুরোটা তো শুনুন। ”

আমি ঘন ঘন উত্তাপ নিশ্বাস ছেড়ে নিজেকে নিয়ন্ত্রণে আনলাম। ধীরে বললাম,
” বলো। ”

উষ্মা সাথে সাথেই বলল,
” আন্টিকে বলবেন, আপনি এনগেজমেন্ট করতে চান কিন্তু একটা শর্ত আছে। ”
” শর্ত? ”
” হ্যাঁ, শর্ত। ”
” কী শর্ত? ”

উষ্মা কেমন করে যেন তাকাল। একটু চুপ থেকে আবার বলল,
” বলবেন, আমরা যেহেতু একে-অপরকে আগে দেখিনি, জানাশোনা নেই সেহেতু আমরা বিয়ের জন্য একটু সময় নিতে চাই। যে সময়টাতে আমরা হালকা মেলামেশা করব। একে-অপরের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানব। যাতে ভবিষ্যতে কোনো সমস্যা নেই। সেই সময়টুকু শেষ হলে আমরা দুজনে বিয়ের তারিখ জানিয়ে দেব। ”

পুরোটা শোনার পর আমার মেজাজ ঠাণ্ডা হওয়ার বদলে বিগড়ে গেল। দাঁতে দাঁত পিষে বললাম,
” এখানে আমার ভালোটা কোথায় হলো? সেই তো বিয়ে করতেই হবে। ”
” না, করতে হবে না। ততদিনে তো আমি পররাষ্ট্র ক্যাডার হয়ে যাব। ”

আমি চোখ বড় বড় করে বললাম,
” পররাষ্ট্র ক্যাডার? ”

উষ্মা আমার বিস্ময়টা ধরতে পারল না। ভাবল, আমি বুঝতে পারিনি। তাই বলল,
” বুঝতে পারেননি? আরে ঐ যে বিদেশে বিদেশে ঘুরে চাকরি করে যে! ইংলিশে কী যেন বলে? ”

উষ্মা মনে করার চেষ্টা করলে আমি বললাম,
” ফরেন ক্যাডার। ”

উষ্মা আমার সাথে একমত হয়ে বলল,
” হ্যাঁ, মনে পড়ছে। ফরেন ক্যাডার। আমি ফরেন ক্যাডারে চাকরি করব, নানান দেশে ঘুরব আর সমুদ্র দেখব, পাহাড় দেখব, তুষারপাত দেখব, ভারি বৃষ্টিপাতে প্রতিদিন গোসল করব। আমাকে বাঁধা দেওয়ার মতো কেউ থাকবে না। আম্মুও বকতে পারবে না। তখন তো আমি অনেক বড় অফিসার হয়ে যাব। ভয় পাবে। ”

আমার বিস্ময় আকাশ ছুঁলো। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলে সে নিজের মতো বলে চলল,
” ততদিনে আপনিও আপনার মনের মতো সঙ্গী খুঁজে ফেলবেন। আন্টিকে তো আমি ঠিকানাই দেব না। আমাকে খুঁজে না পেয়ে আপনার পছন্দের মেয়েকে বউমা করতে রাজি হয়ে যাবে। ”

এবার আমি মুখ খুললাম। প্রশ্ন করলাম,
” তোমার মা কিছু বলবে না? প্রতিবেশিরা কথা শুনাবে না? ”
” সুযোগই পাবে না। আমার সাথে তো মা-বাবাকেও নিয়ে যাব। ঐদিকে বিয়ে না করলে কেউ কিছু বলে না। তাছাড়া, অত বড় অফিসার হলে ছেলের অভাব পড়বে নাকি? আমার পছন্দমতো একজনকে বিয়ে করে নেব। আমি খুশি, আমার পরিবার খুশি, আপনি খুশি, আপনার পরিবারও খুশি। বুদ্ধিটা কেমন বলুন? ”

আমি তৎক্ষনাৎ উত্তর দিতে পারলাম না। হঠাৎ করেই জানতে ইচ্ছে হলো, উষ্মার পছন্দের ছেলেটি কেমন হবে।

” অরু? উঠে গেছিস, বাবা? ”

বাবার গলা পেয়ে আমি সামনে তাকালাম তটস্থ হয়ে। মাও এসে দাঁড়াল বাবার পাশে। মৃদু ধমক দিয়ে কিছু একটা বললেন হয়তো। তারপরেই হাসি মুখে আমার দিকে এগিয়ে এলেন। বললেন,
” অরুণ, কখন উঠলি? ফ্রেশ হয়েছিস? ”

আমার দিক থেকে উত্তরের প্রত্যাশা না রেখেই উষ্মার দিকে তাকালোন। উদ্বেগ নিয়ে বললেন,
” তোর চোখে-মুখের এ অবস্থা কেন, মা? রাতে ঘুম হয়নি? ”

উত্তরে মৃদু হাসল উষ্মা। ঠোঁটে হাসি রেখেই আমার দিকে তাকাল। ইশারায় কিছু একটা বলছে, আমি বুঝতে পারছি না। খেয়াল করলাম মা মুচকি হাসছে। উষ্মার থেকে একটু সরে বললেন,
” আমি গিয়ে দেখি, নাজু উঠল নাকি। ”

মা রান্নাঘরের দিকে এগুতে উষ্মা এক লাফে আমার কাছে চলে আসে। চোখ পাকিয়ে বলল,
” বলদের মতো দাঁড়িয়ে আছেন কেন? আন্টিকে এনগেজমেন্টের কথা বলুন। এখনই। ”

আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। কী করব না করব ভাবনায় পড়তে উষ্মা আমাকে পেছন থেকে সামনে ধাক্কা দিল। চিৎকার করে বলল,
” আন্টি, আপনার ছেলে কী যেন বলবে। ”

মা দাঁড়িয়ে পড়ে। পেছন ঘুরে প্রশ্নবিদ্ধ চোখে চাইলে আমি এনগেজমেন্টের কথা বলে ফেললাম।

____________

মুখ ফসকে এনগেজমেন্টের কথা বলে ফেলতেই উষ্মাদের বাড়িতে পাড়া-প্রতিবেশির ভিড় জমে গেল। চোখের পলকে মেহমানের খানা-দানা ও থাকার ব্যবস্থা হয়ে গেল। মায়ের মুখে শুনলাম আংটি নাকি আগে থেকেই গড়ানো। তিনি জানতেন, উষ্মাকে দেখলেই আমার পছন্দ হয়ে যাবে। বিয়ের জন্য পিড়াপিড়ি করব। পরে যখন শর্তের কথা শুনলেন তখন মুখ কালো হলেও পর মুহূর্তেই মেনে নিলেন। খুশি হয়ে বললেন, বিয়ের জন্য না হলেও এনগেজমেন্টের জন্য তো পিড়াপিড়ি করেছি? তাতেই প্রমাণ হলো, মা আমাকে বুঝেন। আমার সকল পছন্দ জানেন।

উষ্মাকে সাজিয়ে যখন আমার সামনে আনা হলো তখন ওর পড়ার টেবিলটা স্পষ্ট হয়ে চোখের পর্দায় ভেসে উঠল। মুহূর্তেই মস্তিষ্ক তীব্রবেগে কাজ করতে শুরু করল। আমি উষ্মার সাজগোজে মনোযোগ না দিয়ে ফিসফিসে বললাম,
” তুমি না অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট? তাহলে টেবিলে ইন্টারের বইয়ে ঠাসা কেন? ”

উষ্মাও মুখটা আমার দিকে এগিয়ে আনল। কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল,
” অনার্সের বই কেনা হয়নি। টেবিল ফাঁকা থাকলে ভালো দেখায় না তাই ইন্টারের বই রেখে দিছি। ”

আমি আশ্চর্য হয়ে জানতে চাইলাম,
” ফার্স্ট ইয়ারের বইও কেনোনি? ”

উষ্মা মুখ সরিয়ে নিয়েছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে হলো না। মাথা দুপাশে নেড়ে না বুঝাল। আমি বিস্ফারিত চোখে তাকালে, আম্মু অন্যপাশ থেকে ফিসফিসে বললেন,
” বোকা ছেলে, এত মানুষের সামনে এভাবে কেউ তাকায়? সকলে লজ্জা দেবে তো। চোখ নামা। ”

আমি চট করে চোখ সরিয়ে নিলে মা আমার হাতে আংটি ধরিয়ে দিল। সেই আংটি উষ্মার হাতে পরিয়ে দিতে দিতে আমি প্রশ্ন করলাম,
” তোমার এসএসসি রেজাল্ট কী? ”

আংটিসহ হাত সরিয়ে উষ্মা উত্তর দিল,
” ৪.০০ ”
” এইচএসএসি? ”
” ৩.৫০ ”

আমি আর কিছু বলতে চাইলাম। আমার বন্দী মন চিৎকার করে জানাল, ‘ তুই ফাঁদে পড়েছিস। ‘

__________
আংটিবদলের অনুষ্ঠান শেষ করে বিদায় নিতে নিতে সন্ধ্যা হয়ে গেল। উষ্মার বাবা বাড়ির সামনে সিএনজি দাঁড় করে রেখেছে। মা আর বাবা উঠে পড়লে আমিও উঠার প্রস্তুতি নিয়েও থেমে যাই। মা ভেতরে বসে জিজ্ঞেস জরল,
” কী হলো, অরুণ? কিছু রেখে আসছিস? ”

আমি মায়ের প্রশ্নের উত্তর দিলাম না। রাস্তা থেকে বাড়ির ভেতরে তাকালাম। উষ্মার বাবা-মা আমাদের এগিয়ে দিতে আসলেও উষ্মা দুয়ারের সামনেই দাঁড়িয়ে ছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম,
” একটু শুনে যাও তো। ”

উষ্মা স্বাভাবিকভাবেই হেঁটে আসল। নাজু আন্টি আর আংকেল আমাদের একা ছেড়ে ভেতরে চলে গেলেন। আমি সএনজি একহাতে চেপে ধরেই জিজ্ঞেস করলাম,
” বলো তো ফরেন ক্যাডার হতে চাইলে, কী করতে হবে? ”
” বিসিএস পরীক্ষা দিতে হবে। ”
” বিসিএসের ফুল ফর্ম বলো। ”

উষ্মা উত্তর দিতে গিয়েও থেমে গেল। অনেক্ষণ আমতা আমতা করে বলল,
” মনে পড়ছে না। ”

আমি হতাশ হয়ে সিএনজিতে বসলাম। ড্রাইভার ইঞ্জিন চালু করতেই আমার মন অংক কষতে শুরু করল, উষ্মা সবে সেকেন্ড ইয়ারে পড়ছে। অনার্স শেষ করতে প্রায় তিন বছর। বিসিএসের সকল পরীক্ষা সম্পন্ন করে চাকরি পেতে কম করে হলেও দু’বছর। তাহলে মোট পাঁচ বছর৷ একে-অপরকে জানতে কি পাঁচ বছর লাগে? প্রেম করে বিয়ে করতেও তো এত বছর লাগে না!

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে