সংসার পর্ব-২২

0
1323

#সংসার
#পর্ব_২২

#লেখিকা_সুরাইয়া_ইসলাম_সানজি

রাইমা আপু জ্ঞান হারিয়ে দাড়ানো থেকে পড়তে নিলে রুদ্র ভাইয়া দৌড়ে ধরতে যায় কিন্তু তার আগেই রাকিব ভাইয়া ধরে নেয়। আমি রাইমা আপুর হঠাৎ কি হইছে ভাবছি। হাত পা শীতল হয়ে চুপসে যাওয়ায় আমি আর জেনি আপু হাত পায়ের তালু হাত দিয়ে ডলছি। আস্তে আস্তে রাইমা আপুর শ্বাস বন্ধ হয়ে যায়।
আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল। সবার জীবনের সুখ যে বেশি দিন টিকে না।

রাইমা আপু নিস্তর দেহটা পরে রইল রাকিব ভাইয়ের কোলে। রুদ্র এদিক ওদিক তাকাচ্ছে, একমাত্র বোনের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না। আমাদের চারপাশে লোকজন এসে ঘিরে ধরেছে। রাকিব ভাই রাইমা আপুর হাতের নাড়ি ধরে বলে-
“মেঘ তাড়াতাড়ি এম্বুলেস ফোন করো, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে।”

৪৩.
রাইমা আপু একটু পর পর জোড়ে শ্বাস নিচ্ছে আবার কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে শব্দ করে শ্বাস নিচ্ছে। হঠাৎ সারা শরীর কাপিয়ে একটু জোরে শ্বাস নেয়। রাকিব ভাই ভয়ে শক্ত করে দু বাহুতে আঁকড়ে ধরে। আর শ্বাস নিচ্ছেনা দেখে রাকিব ভাই তার মুখ দিয়ে মুখ লাগিয়ে জোড়ে দু বার শ্বাস দেয়, তবুও কোন নড়াচড়া নেই, তিনবারের সময় রাইমা আপু রাকিব ভাইয়ার শ্বাস দেওয়ার সাথে সাথে জোরে শ্বাস নেয়।

বান্দরবান সদর হাসপাতালের সামননে বসে আছি আমরা। রাকিব ভাইও আমার পাশে চোখে মুখে একরাশ অস্থিরতা নিয়ে বসে আছে। এতক্ষণ ডাক্তারের পাশে পাশে দৌড়ানোর জন্য ক্লান্ত হয়ে পরেছে। চোখে কোনায় পানি চিকচিক করছে।
রুদ্র রাইমা আপুকে যে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে সেখানের সামনে পায়চারি করছে। তাকে বেঁধে রেখেও এখানে বসানো যাচ্ছেনা। জেনি আর আকাশ মুখে চিন্তার ছাপ তারা তাদের অভিমানের কথা ভুলে গিয়ে রাইমা আপুকে এখানে ভর্তির ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করছে।

ডাক্তার কেবিন থেকে বের হতেই রুদ্র দৌড়ে তার কাছে যায়।
“ডাক্তার রাইমা ঠিক আছে তো? কি হয়েছে ওর ও এমন করছে কেন?”

ডাক্তারকে দেখে রাকিব ভাই ওঠে সেখানে যায়। কাঁপা কাঁপা গলায় বলে-
“রাই রাইমা কেমন আছে? ও ঠিক আছে স্যার?”

“প্লিজ আপনারা শান্ত হন। রুগী এখন একদম ঠিক আছে। তেমন কোন ব্যাপার না তবে হতে পারত যদি সময় মতো নিয়ে না আসতেন। রুগীর ঠান্ডায় এলার্জি+শ্বাসকষ্ট আছে যার জন্য এমনটা হইছে। বেশী ঠান্ডা পানিতে যেন রুগী গোসল না করে পরের বার থেকে খেয়াল রাখবেন। আর প্রথমে আপনারা রোগীর যা কন্ডিশন বললেন তাতে আজ খারাপ কিছু হলেও হতে পারত আল্লাহ রহমাতে তেমন কিছুই হয়নি, সময় মতো রাকিব সাহেব শ্বাস দিয়েছিলেন, ঠান্ডার জন্য রোগী শ্বাস না নিতে পারলে মরেও যায় এমন অনেক কেস আমাদের কাছে আছে।
আপনারা চাইলে রুগীর সাথে দেখা করতে পারেন। ”

আমরা সবাই রাইমা আপুর কেবিনে ডুকি। রুদ্র রাইমা আপু দু হাত আকরে ধরে কাঁদতে কাঁদতে বলে- “ছুটকি তুই কি করে ভুলে গেলি তোর ঠান্ডায় শ্বাসকষ্ট আছে? স্বাস্থ সচেতন মেয়ে হয়েও কিভাবে ভুলে গেলি? তোর খুব কষ্ট হইছে না রে ছুটকি?”

রাইমা আপু রুদ্রের কথা শুনে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমরা সবাই একে একে কথা বলি। কিন্তু রাকিব ভাইয়া রাইমা আপুর দিকে ফিরেও তাকাচ্ছে না। আভিমানে অভিযোগ বড্ড জেকে ধরেছে তাকে। রাইমা আপু নিজে তাকে অপরাধী গলায় নরম সুরে ডাক দেয়।

আমরা তাদেরকে সেখানে একা রেখে বাহিরে চলে আসি। আজই ঢাকা ফিরব। রাইমা আপু অসুস্থ তাই কালকে ফিরতে চাইছিলাম কিন্তু রাইমা আপু এখানে আর থাকতে চাইনা বার বার বলছে সে বাসায় ফিরবে।
আমরা আমাদের ব্যাগ নিয়ে বান্দরবান বাসস্টেশন চলে যায়, কিন্তু সেখানে যেতে যেতে রাত সাড়ে বারোটা বাজে। শেষ বাস টা চলে গেছে কিছুক্ষণ আগেই। কালকে ছাড়া আর বাস ছারবে না। শুনশান রাস্তা, দু এক টা গাড়ি আসা যাওয়া করছে। আর কোন উপায় না পেয়ে সেখানে পাশে একটা হোস্টেল এ উঠি। কিন্তু এতরাতে তারা রুম দিবে না আর তাছাড়া কোন রুম খালিও নেই।
রুদ্র কাউন্টারের লোকটাকে কিছু টাকা দিয়ে একটা রুম নিয়েছে সকালে ওঠেই চলে যাবে বলে।

রুমটা বেশ বড়, ডাবল বেড। এখানে এনায়াশে ছয়জন একরাত পাড় করে দেওয়া যাবে। আমি হাতের টলিটা রেখে ক্লান্ত হয়ে বেডে এক পাশে বসে পরলাম।
জেনি আপু রুমটা ঘুড়ে দেখছে। বেশ আধুনিক করে সাজানো হয়েছে রুমটা। রুমের মোটামুটি বড় একটা বারান্দা, তার মাঝখানে ছোট একটা টেবিল দুপাশে দুটো চেয়ার।

রুদ্র বাহির থেকে কিছু খাবার নিয়ে এসেছে। সবাই সেখান থেকে খেয়ে নিলাম। আকাশ ভাই খেতে বলল-
“এখন একটা গান হলে মন্দ হতো না।”

৪৪.
আকাশ ভাইয়ের কথা শেষ না হতেই রাইমা আপু উচ্চ গলায় বলে উঠল- “মেঘ তুমি তো খুব ভালো গান গাইতে পারো। একটা গান গাও।”

আমি রাইমা আপুর কথায় তার দিকে তাকালাম কে বলবে এই মেয়েটার কয়েক ঘন্টা আগে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে?

আমি আপুর দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম-
“আপু তোমার শরীর এখন কেমন লাগছে?”

রাইমা আপু দু ঘাড় নাড়িয়ে বলল-
“আমি একদম ছিক আছি। আর তাছাড়া মানুষকে ততক্ষণ অসুস্থ মতো থাকতে হয় যতক্ষণ সে নিজে পায়ে হেঁটে বেরাতে পারে না। নয়ত শরীরের সাথে মনও অসুস্থ হয়ে পরে। তুমি একটা গান ধরলে আরো সুস্থ হয়ে উঠব।”

আপুর সাথে জেনি আপু বার বার তাড়া দিচ্ছে গান গাওয়ার জন্য। আমি মুখের খাবারটা চিবিয়ে চোখ বুঝে সুর তুললাম।

“আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে।

আমার দিন গুলো সব রং চিনেছে, তোমার কাছে এসে।
শুধু তোমায় ভালোবেসে।

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে,
ভোরের শিশির খুব ছোঁয়ে যায়,
তোমায় ভালোবেসে।

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।”

গানটা শেষ হতেই আকাশ ভাইয়া মুখ থেকে শিশ বাজালো। আকাশ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল-
“মেঘ আমি তো তোমার গানের প্রেমে পড়ে গেলাম। এত আবেগ দিয়ে তো কোন শিল্পীও গাইতে পারে না।”

আমি আকাশ ভাইয়ার কথায় খিলখিলিয়ে হেসে চোখের ইশারায় জেনি আপুকে দেখিয়ে বললাম-
“থাক আমার গানের প্রেমে পরতে হবে না। বউয়ের প্রেমে পড়েন।”

আকাশ ভাই আমার কথা শুনে বাঁকা চোখে জেনি আপুর দিকে তাকিয়ে অভিমানি সুরে বলে-
“বউয়ের প্রেমে তো কবেই মজে আছি। হায়! বউ কি আর সেই প্রেম বুঝে?”

জেনি আপু আকাশ ভাইয়ার কথা শুনে মুগ ভেংচি দিয়ে সেখান থেকে উঠতে উঠতে গুনগুন করে বলে ওঠলো।

“নাইবা তুমি বাসলে ভালো,
নাইবা আসলে কাছে।
জানি তোমার হৃদয় মাঝে,
অন্য সুরাজ বাঝে।”
,
,

রাত প্রায় তিন টা।
দুটো বেডে একটায় রাইমা আর রাকিব ঘুমিয়ে আছে অন্য টায় জেনি শুয়ে আছে আর তার পাশ ঘেসে অন্যদিক ফিরে আকাশ শুয়ে আছে। দুজনের কারো চোখেই ঘুম নেই। এক একভাবনায় ব্যস্ত দুজন।
হঠাৎ আকাশ জেনিকে একটু ঠেলা মারলে জেনি ঘুরে তার দিকে তাকায় বিনিময়ে আকাশ দাত কেলিয়ে হাসে। জেনি এবার বিরক্ত হয়ে আকাশকে তার পিঠ দিয়ে ঠেলা মারলে আকাশ বলে-

“কিরে ঠেলছিস কেন? ঘুমাস নি”

“না ঘুমাইনি, তুই ঠেলছিস কেন, তাই আমিও ঠেলছি।”

“তুই তো হাতির মতো শুয়ে বেড দখল করে ছিলি তাই। কিন্তু আমি তো কিছু করেনি।”

“আকাইশ্যা কি বললি আমি হাতি?”
বলতে বলতে জেনি আর একটু ধাক্কা দিতেই আকাশ বেড থেকে পরে যায়। আর শব্দ করে ‘ওমা’ বলে ওঠে। জেনি হুরমুর করে বেড থেকে নেমে আকাশের পাশে বসে বলে-
“ব্যাথা পাইছিস, কোথায় ব্যাথা পাইছিস? সরি আমি একদম বুঝতে পারেনি আর হবে না। এই ওঠ বেডের অর্থেক তো। বেশি ব্যাথা করে?”

রাইমার চোখ জ্বলজ্বল করে ওঠে। তা দেখে আকাশ মুচকি হেসে জেনির বাম হাতটা বুকের বা পাশে রেখে বলে-
“হুমম ব্যাথা পেয়েছি। এখানে খুব ব্যাথা পেয়েছি।”

“সরি রে আর কখনো হবে না।”

“আজকের ব্যাথা না তো এটা গত দুদিনের ব্যাথা অনেক পুরোনো হয়ে গেছে সরিতে কমবে না।”

জেনি উত্তর দেয় না। লজ্জায় মাথা নামিয়ে নেয়। আকাশ এবার কঠোর হয়ে বলে-
“তুই কিভাবে সুইসাইডের কথা ভাবলি? আমার কথা কি একবারও মনে পড়ল না? কি করে থাকতাম। তোর যদি কিছু হতো আমি তখনি পাহাড় থেকে ঝাপিয়ে পড়তাম।”

“ধুরর বোকা সুইসাইড কে করত? আমি তো তুই জানলা বেয়ে আসছিস দেখে ওমন টা করলাম যাতে অন্য মেয়ের দিকে তাকানোর আগের আমার কথা ১০০ বার ভাবিস। কিন্তু তুই হাদারামের মতো তখন আমাকে বাঁচাতে গিয়ে আমার পায়ের নিচ থেকে চেয়ার সরিয়ে তারপর কোলে তুললি। গাঁধা যদি মরারই হতো তোকে নিয়ে মরতাম। আমি এত ভালো না যে তোকে অন্য মেয়ের কাছে রেখে চলে যাব।
তাছাড়া মরেলেই বা কি হতো তোর তো কত,,,”

আকাশ জেনিকে কি বলার সুযোগ না দিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল।
“আর এমন বলবি না, তুই জানিস না তোকে ছাড়া আমি কতটা অচল?”

জেনি আকাশের বুক আকরে ধরে বুকে মাথা রেখে চোখ বুঝে। দুজনের মাঝে নিরবতা।
নিরবতা কাটিয়ে আকাশ বলল-

“ওই জেনি”
“হু”
“ঘুমিয়ে গেছিস”
“হু”

“কি হু হু করছিস, বাড়িতে চল না বিয়ে করে ফেলি। আমি আর অপেক্ষা করতে পারছি না।”

“কিন্তু তোর অফিস, আর তো তিন মাস বাকি তারপর তো বিয়ে হবেই।”

“আমি আর তিন মাস তো দূর তিন সপ্তাহ অপেক্ষা করতে পারব না। তোকে চাই একদম আমার নিজের করে চাই।”

আকাশ কথায় জেনি মৃদু হেসে বুকে মাথা রেখে আবার চোখ বন্ধ করে।

#চলবে,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে