-শ্যামলা নারী চাই – কলমে-আব্দুল_রহিম

0
688

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
বিভাগ -গদ‍্য কবিতা
শিরোনাম -শ্যামলা_নারী_চাই
কলমে-আব্দুল_রহিম
তারিখ-০৩/০৯/২০২০
——————————

আমার একটা সাদামাটা গ্রামের শ‍্যামলা নারী চাই,
যে পরিবারটা মুড়ে দেবে স্নেহ মমতা মাখা আলতা আলপনায়, যে বায়না করবে না কথায় কথায় এটা চাই, ওটা চাই,পরিস্থিতি বুঝে নুন পান্তা ভাতেও সংসারটা চালিয়ে নেবে,সুপারিশ না করে জীবনটা কাটিয়ে দেবে হেসে খেলে আমার ছোট্ট কুঁড়ে ঘরে।।

আমার একটা সাদামাটা গ্রামের শ‍্যামলা নারী চাই
যার কোলে একটু মাথা রাখার জন‍্য যেতে চাইবে না নামি দামি রেস্টুরেন্টে, চাইবে না শরীর ভর্তি গয়না
বরঞ্চ আমার পরিস্থিতির কথা ভেবে একটা জবা ফুল কানে গুজে দিলে আর গ্রামের কোনো এক প্রান্তরে এককাপ মাটির ভাঁড়ে গরম চা চমক মেরে খেলেই সন্তুষ্ট।।

আমার একটা গ্রামের সাদামাটা শ‍্যামলা নারী চাই
যে আমার শরীরটা খারাপ হলে শহরে চাকুরী জীবি নারীদের মতো এই প্যারাসিটামল খেয়ে নাও বলে ঘুমিয়ে যাবে না বরঞ্চ সারারাত জেগে মাথায় জলপটি দেবে,আর আমার জন‍্যে ঈশ্বরের কাছে দু হাত তুলে প্রর্থনা করবে,সকাল হলে জড়িয়ে ধরে ঠোঁট কাপিয়ে কান্না করে বলবে তুমি ছাড়া কে আছে বলো,।।

আমার একটা গ্রামের সাদামাটা শ‍্যামলা নারী চাই,
যে মাদুর পেতে দিয়ে নিজে আগে না খেয়ে,হাতল পাখা ঘোরাতে ঘোরাতে আমার পাতে তুলে দেবে পাট শাক,সজনি শাক,সাথে পোড়ানো শুকটি ,খেতে না পারলে চোখ রাঙিয়ে বলবে শরীর টা কি অবস্থা দেখেছো,সব খেয়ে উঠবে ,না হয় আমার সাথে কথা নেই,কখনো পাগলামি হাসি হেসে আমাকে চুলের নীচে জড়িয়ে ধরবে।।

আমি একটা গ্রামের সাদামাটা শ‍্যামলা নারী চাই
যার চোখের কাজলে আমি,যার মুচকি হাসিতে আমি,যার স্পন্দনে আমি,যার অনুভৃতিতে আমি
যার জীবন গল্পের প্রতিটা শব্দে আমি।
আমি একটা গ্রামের সাদামাটা শ‍্যামলা নারী চাই
যে জীবনের রঙ্গমঞ্চে করবে না মিথ‍্যা অভিনয়
আমি একটা গ্রামের সাদামাটা শ‍্যামলা নারী চাই।।
————————————-
©পলাশী,নদীয়া,পশ্চিমবঙ্গ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে