ল্যাম্পপোস্ট – কবি : ফাবিহা ফেরদৌস

0
1273

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতার নাম : ল্যাম্পপোস্ট
কবি : ফাবিহা ফেরদৌস

কর্ম যদিও জীবের মতো , বাঁচে জড় বস্তুর
ন্যায়,
সমস্ত দিনটা কদরবিহীন ভাবে পার করে দেয় ।
তার চার পাশে লোকে ফেলে কত আবর্জনা,
খারাপ লাগলেও দেখে যায় , কেউ করেনা মানা।
তার গায়ে জড়িয়ে দেয় রং বেরঙের সব ,
যেখানে থাকে শুধুই বিজ্ঞাপণের কলোরব ।
সন্ধ্যার ঘনঘটায় যখন আকাশ যায় ছেয়ে,
উড়ন্ত পাখিরাও ফিরে আসে নীড়ে ধেয়ে ।
লোকলোকারন্য তখনও কর্মে ঘেরা,
আঁধার কালো আকাশ দেখেও ঘরে হয়না ফেরা।
তারপর যখন বাদলধারা ঝমঝমিয়ে নামে,
লোকলোকারন্যের কর্মব্যস্ততা ঠিক তখনই
থামে।
আঁধার রাতে ক্লান্তির সাথে ঘরে ফেরার পালা ,
সেই আঁধারে ল্যাম্পপোস্টই করে আলোর
খেলা।
ঝড় , বৃষ্টি , রোদতাপে হার মানেনা সে ,
যুগের পর যুগ ধরে আলো দিয়ে এসেছে ।
এর নিচে কেউ জিড়িয়ে নেয় ক্লান্তি ,
কেউ বা খোঁজে রাতের ঘুমের শান্তি ।
দিনের বেলা এই ল্যাম্পপোস্টের নেয় না কেউ
খোঁজ ,
স্বার্থহীনভাবে প্রতি রাতে আলো দিয়ে যাচ্ছে
রোজ ।
পাশের বাড়ির শিমুল মেয়েটার দশা ঠিক এমন ,
কিছু করার নেই , তবু মনটা করে কেমন কেমন !

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে