রোমান্টিক বুড়ো বর ৫ পর্ব

0
2267

#রোমান্টিক বুড়ো? বর
#৫ পর্ব
#Mitu jahan Mitu
,
,
,.
আমি:এই কি হচ্ছে কি, আপনি আমার কাছে??? আসছেন কেনো ,

একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু ,

ভুলে যাবেন না এটা আমার বাড়ি আপনার নয় ।
,

পারভেজ:আরে আমি আবার কি করলাম?? ,

তুমিই তো বলছো বলতে কেমন সুন্দর?।
,

আমি:হে বলেছি ?,
কিন্তু তাই বলে কাছে আসতে হবে নাকি দূরে থেকে বলুন—-
,

পারভেজ:আরে বাবা আগে তো আমার কাজটা করতে দাও ,
পরে না হয় বলছি কেমন দেখতে আমার কলিগ মেয়েটা ??।
,

আমি: আপনার কাজ মানে -নে-নে? কি বলতে চান-ন-ন আপনি হে?
,

পারভেজ :আগে তো করি তারপর বলবো? ।

তুমি এদিকে আসো তো ।
,

আমি:আমি এদিকে আসবো মানে কি?!!

একদম কাছে আসবেন না বলছি ??,

নাহলে আমি আপনাকে কামড় দেব ?? কিন্তু
,

(কিন্তু কে শুনে কার কথা পারভেজ তুলির আরো কাছে চলে আসে,
আর তুলি তার চোখ বন্ধ করে ফেলে,
অনেক ক্ষন পারভেজ এর সারা শব্দ না পেয়ে তুলি চোখ খুলে অবাক??? হয়ে দেখে পারভেজ ট্রাই বাঁধছে)
,
,

আমি: আপনি ট্রাই পড়ছেন??
,

পারভেজ:হে কখন থেকে বলছি তুমি এই দিকে আসো ,

তাহলে আমি আয়নার সামনের থেকে ট্রাই টা নেব ,

কিন্তু তোমার কখন থেকে এক কথা ,

কাছে আসবো না,
আরে কাছে না আসলে আমার ট্রাই টা নেবো কেমন করে?
,

আমি:??? কি ই ই , আপনি কখন বললেন ট্রাই নেবেন ,
আমি তো মনে করেছি?? —-
,

পারভেজ:এই তোমাদের পিচ্ছি মেয়েদের একটাই সমস্যা,
সব সময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরো ফিরো?? ।
,

আমি:কি আমি পিচ্ছি ???
,

পারভেজ: অবশ্যই তুমি পিচ্ছি,
না হলে এসব চিন্তা ভাবনা আসে কোথার থেকে,
আরে হে জিজ্ঞাসা করেছো না আমার কলিগ কেমন সুন্দর??
,

আমি: হুম বলেন??(দাঁতে দাঁত চেপে) কেমন ?
,

পারভেজ: আমার কলিগ পরীর?? মতো কিউটের ডিব্বা , অনেক সুন্দর??
,

(এই বলে পারভেজ চলে গেলো বাইরে আর তুলি রাগে ফুলছে ??????)
,
,

আমি :বুড়ো লুচু বর?,
খাটাস কোথাকার তোর মাথা আমি পাটিয়ে ফেলবো ? ডিম?? দিয়ে,

এতো বড় সাহস আমার সামনে আরেক মেয়ের তারিফ করিস ,

আমি ও তুলি এর প্রতিশোধ নেবে বুইড়া কোথাকার ??
,
,

হঠাৎ ঘরে আম্মু এসে —
,

আম্মু:কিরে তুলি মা কি হয়েছে কি তোর ,
আর জামাই বাবাজির বা কি হলো,
দেখলাম হাসতে হাসতে বের হলো ,
কোথায় গেলো এই ভরদুপুরে।
,

আমি: আমি কি করে জানবো তোমার গুনোধর জামাই হাসলো কেনো
আর কোথায় গেলো??
,

আম্মু:এমন করে কথা বলছিস কেনরে মা ,

এখনোও রেগে আছিস ,
আর তুইও কি কালকে চলে যাবি।
,

আমি:হে চলে যাবো? ,তোমরা তো তাই চেয়েছো ,
যাতে আমি এই বাসা থেকে চলে যায় ।
আচ্ছা আম্মু আমি কি আসলেই তোমাদের মেয়ে?
,

আম্মু:তুলি এসব কেমন প্রশ্ন ,
আমি বুঝতে পারছি তোর বাবা সব সময় জেদ করে,

কিন্তু সবি করে আমাদের ই ভালোর জন্যই ,

আর তুই কিনা উল্টো ভুল বুঝছিস তোর বাবাকে?
,

আমি:বাবা সব সময় ভালো চায় আমার জানি ,

কিন্তু বাবার সব সিদ্ধান্ত কেনো সবসময় আমার ঘাড়ের উপরেই ফেলতে হবে বলো মা,

ওহ আমি মেয়ে বলে তাই না আম্মু,
তোমাদের জীবনের ভোজা?☹️ ,
,
,

আম্মু:নারে মা তোর বাবা তোকে অনেক ভালোবাসে,

তোর চিন্তায় তোর বাবা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না।
,
,

(তুলি আর তার মার এসব কথা তুলির বাবা বাইরের থেকে শুনছেন আর শুনতে না পেরে নিজের ঘরে চলে গেলেন)
,
,

আমি: ভালোবাসা এতো নিষ্ঠুর হয় কেনো আম্মু বলতে পারো?
,

আম্মু: আমি বুঝতে পারছি রে মা,
তুই এখনোও তোর আব্বুর উপর অভিমান করে আছিস।
কিন্তু দেখিস -একদিন তুই ঠিকি বুঝবি তোর আব্বুই ঠিক ছিলো।
আচ্ছা রে মা তুই বিশ্রাম নে আমি নিচে যায় কাজ আছে,
,

আমি: আচ্ছা যাও।
,

(আম্মু চলে যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে পড়লাম এবং
ঘুমিয়ে পড়লাম কখন নিজেও জানি না)
,
,
,
,
ঘুম থেকে উঠে দেখলাম পুরো ঘর অন্ধকার,
তাই যলদি উঠে লাইট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৭.৩৬pmবাজে ।
ভাব বাহ অনেকক্ষণ ধরে আমি ঘুমাচ্ছি‌।
তাই নিচে নেমে আম্মু কে খুঁজতে লাগলাম ।
আম্মু সোফাই বসে আছে , আমি গিয়ে বললাম–
,

আমি: এতোক্ষণ হয়ে গেলো ডাকলে না কেনো আম্মু,
,

মা:তুই ঘুমাচ্ছিলি তাই বিরক্ত করিনি মা।

,
আমি:ওহ আব্বু কোথায়?
,

মা:এই তো একটু বাইরে গেছে
,

আমি:আর উনি এখনোও আসে নি?
,

মা:উনিটা আবার কেরে?
,

আমি :আরে তোমার গুনোধর জামাই ??।
,

মা:ওহ জামাই বাবাজির কথা বলছিস ,
,

আমি : হুম?
,

মা:না এখনোও তো আসলো না ,
তুই এবার ফোন দিয়ে দেখতো কোথায় ছেলেটা
,

আমি:পারবো না আমি কাউকে ফোন দিতে ,
,

মা :দে না মা একটু
,

আমি: আচ্ছা দিচ্ছি ,
ঘরে মোবাইল রেখে এসেছি গিয়ে কল দিচ্ছি
,

মা : আচ্ছা গিয়ে কল দে তো মা ।
,

(ঘরে এসে ফোন টা হাতে নিয়ে,
? আরে আমার বুড়ো বরটার ফোন নাম্বার ও তো নেই আমার কাছে,
তাই আবার নিচে গিয়ে আম্মু কে বললাম—-
,

আমি: আম্মু —–
,

মা:কিরে কল করেছিস?
,

আমি:আরে কল করবো কোথায় ?
উনার নাম্বার ই তো নেই আমার কাছে।
,

মা:কি বলিস এখনোও একটা নাম্বার নিতে পারিস নি জামাইরা থেকে ,
যা আমার ঘরে গিয়ে ,তোর আব্বু ডায়রিতে থাকতে পারে দেখ আছে,
,

আমি: আচ্ছা আম্মু দেখছি,
,

এই বলে আমি আম্মু আব্বুর ঘরে এসে ডাইরিতে উনার নাম্বার খুঁজে পেলাম ,
সাথে সাথে নাম্বার টা ডায়রি থেকে তুলে বুড়ো বর লিখে ??সেভ করে কল দিলাম ,
,

দুইবার কল দেবার পর ও বুড়ো খাটাস টা কল রিসিভ করলো না??,

নিশ্চয়ই ওই কলিগ এর সাথে রোমান্টিকতা করছে রাস্তা ঘাটে যতোসব বুড়ামি? ।

আর শাকচুন্নী ??এতোই যাতে বুড়ো লোকের সাথে ঘুরার শখ তাহলে তুই বিয়ে করে নিতি আমি বেঁচে যেতাম।

আর একবার কল দেব এখন যদি না ধরে আর কল দিতে পারবো না আমি।

,
তিনবার কল দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরলো খাটাসটা???
,

পারভেজ:হ্যালো কে বলছেন——-
,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে