যৌতুক এবং রীতি – লেখায়: তরু চৌধুরী

0
551

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা: যৌতুক এবং রীতি
লেখায়: তরু চৌধুরী
.
শ্বশুরঘরের নির্যাতনে প্রাণ যে আমার যায়,
আমার ব্যথা বুঝার মতো কেউ বুঝি আর নাই!
মা মরেছে সেই শৈশবে, নতুন মা ঘরে,
শৈশব আমার কাটলো তাই কষ্ট- অনাহারে।
বাপও গেল মায়ের টানে, ঘুমোলো মাটির তলে,
জীবন আমার হাসি কাড়লো, দুচোখ ভরলো জলে।

সৎ মায়ের অনাদরে শ্বশুরঘরে মিললো ঠাঁই,
যৌতুকের এত টাকা কোথায় আমি এখন পাই?
সৎ মা তাড়িয়ে দিলো ফিরছি তাই শ্বশুর ঘরে,
সমাজের রীতির কোপেই আমার মতো মেয়ে মরে।
টিভি চাই, ফ্রিজ চাই, চাই এটা-ওটা,
দাবি পূরণ না হলেই মারের ঘনঘটা।

শুনছি নাকি উনি আবার নতুন বউ আনবে,
কেউ নাকি বেচবে মেয়ে, সমাজ কি তা জানবে?
এই সমাজের এমন রীতি, না মানলেই শেষ,
যৌতুক ক্ষুধা না মিটলে বুঝায় তার রেশ।
বন্ধ কবে হবে এই বেচাকেনার ব্যবসা?
সমাজের দৃষ্টিভঙ্গি জন্ম থেকেই ঝাপসা।

কোন বাবারা মেয়ে বেচে, কোন ছেলেরা কেনে?
মেয়ের বাপের হৃদয় কাঁপতো ভবিষ্যৎ ফল জেনে।
এক ঘরেতে যৌতুক চালু, অন্য ঘরেও সেই আশা,
পরের টাকায় জমিদারি করার জাগে নেশা।
পচা রীতির রোষানলে করুণ আমার দশা,
মিথ্যের এই সংসারে তাই, আমার ডোবা-ভাসা।

ঠোঁটে কোণের হাসি মুছে দেহে আঘাত পড়ে,
ব্যথায় জ্বলে রীতির প্রতি ঘৃণাই শুধু বাড়ে।
সৎ মা বলে পোড়ামুখী, মরিস নে কেন তুই?
মৃত্যু তাই নিত্যবেলা করছে ছুঁই-ছুঁই।
ক্লান্ত আমার দুচোখ আজ চিরনিদ্রা চায়,
ইচ্ছে করে মা-বাপের কাছে চলে যাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে