মানুষ -লেখা : মেহেদী হাসান জয়

0
527

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা : মানুষ
লেখা : মেহেদী হাসান জয়

আমরা মানুষ, আমরা নির্বোধ
নিজ স্বার্থ হাসিলে খুঁজি সুযোগ,
আমরা মানুষ, আমরা ধূর্ত
আপন কাজে অন্যের জন্য খুড়ি গর্ত,
আমরা মানুষ, আমরা অহংকারী
সময়ের ব্যাবধানে আমরা সম্পর্ক ছিন্নকারী ।
আমরা মানুষ, আমরা লোভী
স্বল্প ব্যয়ে অধিক আশাবাদী;
আমরা মানুষ, আমরা চাটুকদার
উপকার করলে করি তার অপকার ।
আমরা মানুষ, আমরা পাপী
নিজ দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজি,
আমরা মানুষ, আমরা আলসে
নিজ কাজ করায় অন্যকে দিয়ে ,
আমরা মানুষ, আমরা হিংসুক
অন্যের দুঃখে পায় মহাসুখ ।
আমরা মানুষ, আমরা অবুঝ
নিজ গর্তে পড়লে তবেই ফিরে হুস!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে