মাতৃত্ব – লেখায়ঃফাইজা হাবীব

0
497

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: মাতৃত্ব
লেখায়ঃফাইজা হাবীব

মাতৃত্ব সে তো নির্যাস থেকে আস্ত মানুষে পরিণত করার যুদ্ধ
মাতৃত্ব সে তো নয় মাসের কষ্টের, ত্যাগ তিতিক্ষার ফলাফল,
মাতৃত্ব কি বিষ পানে নীলকন্ঠ হবার আরেক নাম?
মাতৃত্ব কি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিন কাটানোর অভিশাপ!

নিজের মুখের গ্রাস তুলে যে সন্তানের পেট ভরা
নিজের রক্ত মাংসের বিনিময়ে যাকে তিলতিল বড় করা,
সেই স্নেহ, মায়াকে পিষে ফেলে কীটপতঙ্গে পরিণত হবার কষ্ট
নিজের আত্ব সম্মানকে তিল তিল করে পিষে ফেলাই কি মাতৃত্ব?

মাতৃত্ব অসম্মান নয়, অজ্ঞতা নয় পরিপূর্ণ মর্যাদার নাম
সহস্র স্বর্ণ মুদ্রা, এক তোলা পয়সার ঝনঝনানি নয়!
ভালোবাসা, স্নেহের বদলে সম্মান আর ভালোবাসার দাবি মাতৃত্বের,
এত কষ্ট, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি এই সম্মানটুকু মাতৃত্ব দাবি করতে পারে না?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে