মাটির ছেলে – কলমে- মুহাম্মদ উসমান

0
483

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- মাটির ছেলে
কলমে- মুহাম্মদ উসমান

হও তুমি বড় সাধক হও মহাজ্ঞানী,
থাকুক ক্ষমতা তোমার হও মহা ধনী।
ভালো হয়ে চল তুমি করো নাকো নেশা,
বড় হয়ে পূরণ করো সব মানুষের আশা।

অন্যায়ের বিরুদ্ধে হও তুমি বীর,
ন্যায় পথে করো ভ্রমণ থেকো না স্থির।
সত্যকে ধরে রাখো সুখ পাবে নিজে,
সবার মুখে অন্ন জোগাও রোদ্র-মেঘে ভিজে।

বাজে কাজ করতে তোমার থাকে যেন লাজ,
দেশকে ভালোবাস, কর ভাল কাজ।
মনের ভিতর রোপণ করো সঠিক পথের ছন্দ,
নতুন কিছু তৈরি কর, দেখে ভাল-মন্দ।

রাতের আঁধার মুক্ত করে আনো সুখের আলো,
ভালো কিছু করলে তবেই বলবে লোকে ভালো।
সবার নেতা হও তুমি থাক সবার মুখে,
তোমায় দেখে মানুষ যেন নতুন কিছু শিখে।

মাটির ছেলে হলে তুমি, বাড়বে তোমার মান
দেশের জন্য বিলীন করো তোমার তাজা প্রাণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে