মনের কোণে সে রয় – লেখা:- Sadman Arif

0
510

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা:- মনের কোণে সে রয়
লেখা:- Sadman Arif

তোমার মনের কোণে
বয়ে যায় ক্রমশ
উথাল পাথাল সাগরের
আছড়ে পড়া ঢেউ,
সেই আছড়ে পড়া শব্দে দেখো
রঙ তুলির মিছিলে
তোমার জন্য ভালোবাসার
প্রেমকাব্য আঁকছে কেউ।

আজ এই দিনে
নাম না জানা বিকেলে
কিছু অভিমানে
কিছু ভুলে,
কোমল গালদুটোয়
লাল রঙের গোলাপ ফুটে।

বিকেলের এই মিষ্টি রোদ্দুর
হতে চাওয়ায় এক প্রেম পাখি,
প্রিয়জনের থেকে সে পায়
কথা না রাখার ফাঁকি।

তার হৃদয় জুড়ে
একটি বদ ছেলের অপেক্ষার ছলে,
স্বপ্নহারার অভিযোগ জমে
ধূসর মলাটের বদ্ধ দেয়ালে।

তুমি জানালা খুলে দেখো
সেই বদ ছেলেটার অন্তর কাঁদে
করুন সুরের আর্তনাদে,
তোমার পথ সে চেয়ে থাকে
দিয়ে প্রতিশ্রুতি
আর না ভুল হওয়ার অজুহাতে।

তোমার সাদা স্বপ্নের ভীড়ে
দুমুঠো এই বিকেলে
চূর্ণবিচূর্ণ হয়
আজ এই নিরুত্তাপ হাওয়ার
বেয়াদব ধুলো,
তোমার পথ চেয়ে
ভুলের মাশুল গুনতে
দাঁড়িয়ে সে বকুল ফুলের
মালা হাতে
অভিমানের ভেজা ভেজা
খিড়কি দরজা তুমি খুলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে