#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
কবিতা:ভোরের পাখি
কলমে :সুমাইয়া মীম
মিষ্টি চিকন যেনো সুখময় সুর
শীষ দিয়ে উঠে লাগে দারুণও
মধুর।
ওই দূরে কাশবন দেখে ভরে আঁখি
মনকাড়া সুরে ডাকে ভোরের-ও পাখি।
সাতরঙা আসমানে জেগে থাকা তাঁরা
সূর্যটা জাগার আগে নিভে হয় সারা।
চাঁদমামা নিভু নিভু চোখ মেলে দেখি
সুরে সুরে দূরে ডাকে ভোরের-ও পাখি।
শিউলি তলায় রোজ বসে ফুলো মেলা
ভোর আকাশে দেখো উঁকি দেয় বেলা।
কোঁচ ভরা ফুলে খুশি কিশোরী আঁখি
সুরে সুরে ডাকে শোনো ভোরের-ও পাখি।
পাতায় পাতায় জমে শিশির কণা
সবুজ মাঠে খায় দোল ফসল সোনা।
সোনাগুলো ঘরে উঠার আশায় থাকি
সুরে সুরে গায় গান ভোরের-ও পাখি।