ভালবেসে রাখব কাছে পর্ব-৩০

0
1161

#ভালবেসে রাখব কাছে
#লেখিকাঃ সাদিয়া সিদ্দিক মিম
#পর্বঃ৩০(রহস্যভেদ পর্ব)

“উনাকে মেরে নিজের নাম খুনিদের খাতায় কেন লিখবেন?উনার জন্য উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করেছি আমি।যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙ্গবে না।”

“মানেহ?”

“মানে হল উনার সাথে আমি গরিলা মার্কা মহিলার বিয়ে দিব।যাতে অরা দুজন আমাদের মাঝে বাঁধা হয়ে না দাঁড়াতে পারে।”

“কাকে বিয়ে করব আমি?”

“গরিলা মার্কা থুক্কু লিজাকে,যার সাথে সকালে আমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করেছিলেন তার সাথে।”

“না আমি ওকে বিয়ে করব না।আমি তকে বিয়ে করতে চাই সাবিহা।প্লিজ এমনটা করিস না আমার সাথে।”

“তবে পুলিশের হাতে তুলে দিব।”

“না না আমি রাজি,আমি লিজাকে বিয়ে করতে রাজি।”

কাব্য ভাইয়ের কথাশুনে আমি বাঁকা হেঁসে সাদাফ ভাইয়ের দিকে তাকালাম।

“উনি নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না।কুকুরের লেজ কখনও সোজা হয় না,আবারও সেটা প্রমানিত হল।উনি আমাকে ভালবাসে নি আর ভালবেসে বিয়েও করতে চায় নি।উনি এ কয়দিন নাটক করেছে যাতে উনাকে পুলিশের হাতে তুলে না দেই।আর উনার পরিবারের সবাই যাতে উনাকে আগের মত কাছে টেনে নেয়।”

“আমি ত ভেবেছিলাম অয় তোমাকে ভালবেসে ফেলেছে।”

“বাদ দিন ত এসব,চলুন এখান থেকে।কাল আপু আর মেঘ ভাইয়ার বিয়ের পর ওদের বিয়ে দিব আমি।আপাতত উনি এখানেই থাকুক,আর লিজাকে এখানে আনার ব্যাবস্থা করুন।”

“ওদের কী আর কোন শাস্তি দিবে না!”

“আগে বিয়েটা হতে দিন তারপর দেখুন কী হয়।”(বাঁকা হেঁসে)

তারপর আমি আর সাদাফ ভাই চলে এলাম সেখান থেকে।আর কাব্য মনে মনে বলছে,,,

“নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম।কেন যে সাবিহা আর সাদাফের মাঝে আসতে চাইলাম!এসব না করলে হয়ত ঐ লিজা শয়তান মেয়েটাকে বিয়ে করতে হত না।”

_______________________________________

সাদাফ ভাই গাড়ি ড্রাইভ করছে আর আঁড়চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে।আমি সেটা দেখে মুচকি হেঁসে সিটবেল্ট খুলে সাদাফ ভাইয়ের কোলে বসে উনার গলা জড়িয়ে ধরলাম।উনি আমার কাজে এতটাই অবাক হয়েছেন যে গাড়ি থামিয়ে চোখ বড়বড় করে আমার দিকে তাকিয়ে আছে।

“এভাবে গাড়ি থামালেন কেন?আর এভাবে তাকিয়েই বা আছেন কেন?”

“তুমি ঠিক আছো ত?মানেহ জ্বর ট্বর আসে নাই ত?”

কপালে আর গলায় হাত দিয়ে কথাটা বলে,আমি বিরক্ত হয়ে উনার হাত ধরে বললাম।

“আনরোমান্টিক বেডা মাইনষের লগে বিয়া করাডাই ভুল হইছে।”

উনি কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকায়।আমি কিছু না বলে উনার কোল থেকে নেমে আসতে চাইলে উনি আমার কোমড় জড়িয়ে ধরে বলে উঠে।

“এসেছো নিজের ইচ্ছেতে যাবে আমার ইচ্ছেতে।”

কথাটা বলেই গাড়ি স্টার্ট দেয়,আমিও আর কিছু না বলে এক হাতে উনার গলা জড়িয়ে ধরি।আরেক হাতে উনার চুলগুলো একবার এলোমেলো করছি আরেকবার ঠিক করে দিচ্ছি।

“একটা কথা বলব?”

“একটা কেন যতটা মন চায় ততটা বলো।”

“আপনি কিন্তু এখনও বললেন না সেদিন ওমন আচরন কেন করেছিলেন?”

“কোনদিন?”

“ডং করবেন না ত,বলুন না।”

“সময় হলে সব বলব।”

আমি এবার দুই হাতে উনার চুল টেনে ধরি।উনি ব্যাথায় আহহ করে উঠে।

“সময় হলে বলব,সময় হলে বলব।কথাটা শুনতে শুনতে কান পঁচে গেলো আমার।এখন চুপচাপ বলুন সেদিন এমন কেন করেছেন আর আমার লাইফ রিস্ক আছে মানে কী?”

“আগে চুল ছাড় বইন আমার তারপর কইতাছি।”

আমি উনার চুল ছেড়ে দিলাম,উনি এবার একটা ফাঁকা জায়গায় গাড়ি থামালেন।উনি গাড়ি থেকে নেমে আমাকেও নামালেন।তারপর আমাকে গাড়ির উপরে বসিয়ে দুই হাত দিয়ে আমাকে আটকে আমার দিকে ঝুঁকে গেলেন।আমি ভ্রু কুঁচকে একটু পিছন দিকে সরে গেলাম।উনি বাঁকা হেঁসে বললেন,,,

“জানতে চাইছিলে না সবকিছু ত এখন এমন করো কেন?”

“জানতে চেয়েছি আপনাকে আমার দিকে ঝুঁকতে বলি নি এভাবে।”

“আমার বউয়ের দিকে ঝুঁকেছি তাতে কার কী?আর আমার বউয়ের সাথে যা খুশি তাই করব তাতে কার কী হুম?”

“এটা পাবলিক প্লেস,ত পাবলিক প্লেসে এমন করলে না দাঁত ভেঙ্গে ফেলব।বন্ধ ঘরে যা খুশি করার কইরেন এখন সরুন।”

কথাটা বলেই জিহ্বা কামড়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম।সাদাফ ভাই দুষ্টু হেসে বলে উঠে,,,

“সত্যি!”

আমি চুপ করে আছি,তখন মুখ ফসকে কী বলে ফেললাম সেটা ভেবেই লজ্জার মরে যেতে ইচ্ছে করছে।আমি কিছু বলছি না বলে উনি টুপ করে আমার হাতের উপর একটা চুমু খেলেন।উনার ঠোটের স্পর্শে কেঁপে উঠলাম আমি।উনি এবার মুচকি হেঁসে আমার মুখ থেকে হাত সরিয়ে আমার হাতটা উনার বুকে চেপে ধরলেন।আমি অবাক চোখে তাকিয়ে বুঝার চেষ্টা করছি উনি কী করতে চাইছে?

“আজ তোমাকে সব বলব সাবিহা,আজ আর কিছু লুকাব না তোমার থেকে।”

আমি আগ্রহ নিয়ে উনার দিকে তাকাই জানার জন্য।

“তুমি জানতে চেয়েছিলে না কার থেকে তোমার লাইফ রিক্স আছে!কেন সেদিন ওমন পাগলামি করে এত তাড়াতাড়ি বিয়ে করলাম?আর কেনই বা সেই ছোট বেলার বিয়ে করেছি তোমাকে?”

আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝাই,উনি এবার আমাকে উনার বুকে টেনে নেয়।আর এক হাত দিয়ে আমার মাথাটা উনার বুকে চেপে ধরে।আরেক হাত দিয়ে আমার কোমড় জড়িয়ে ধরে।

“এসবের পিছনে শুধু একটা মানুষই দায়ী আর সে হল লিজা।”

গরিলা মার্কা মহিলার কথাশুনে আমি অবাকের চরম সীমানায় পৌঁছে যাই।গরিলা মার্কা মহিলার জন্য মানে কিছুই ত বুঝতে পারছি না।

“কিছু বুঝতে পারছো না ত,তবে শোন।আমাদের বিয়ে হয় যখন তুমি ক্লাস ফোরে তখন আমি ক্লাস নাইনে পড়ি এটা ত জানোই?”

আমি আবারও মাথা নাড়িয়ে বুঝাই জানি।উনি আবারও বলতে শুরু করে।

“শীলার সাথে বন্ধুত্ত আমার অনেক আগে থেকেই।শীলা যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে।আর তখন থেকেই তোমাদের বাড়িতে আমার আসা যাওয়া।
তখন থেকেই তোমার প্রতি মনে অন্য রকম একটা ফিলিংস কাজ করত।তুমি কোন ছেলের সাথে কথা বললে শয্য হত না।তুমি ব্যাথা পেলে আমার খুব কষ্ট হত।
এভাবে কেটে যায় এক বছর,তারপর পরিচয় হয় লিজার সাথে।লিজা,আমি,শীলা আর নিলয় খুব ভালো বন্ধু ছিলাম।কিন্তু লিজা আমাকে ভালবাসত সেটা আমি জানতাম না।বন্ধু হওয়ার খাতিরে লিজাও তোমাদের বাড়িতে আসত।আর তখন আমি লিজা,শীলা আর নিলয় ওদের কে ছেড়ে তোমাকে সময় দিতাম।সেটা লিজা মেনে নিতে পারত না তাই প্রায় সময়ই তোমাকে লিজা আঘাত করত।এটা যখন আমি জানতে পারি তখন আমি লিজার সাথে খুব খারাপ আচরন করে সব সম্পর্ক ছিন্ন করে দেই।তখন লিজার সব রাগ গিয়ে পড়ে তোমার উপর।আর লিজা একদিন সুযোগ বুঝে তোমাকে স্কুল থেকে তুলে নিয়ে যায়।ছোট ছিলে তখন তাই ভালো মন্দ বুঝতে শিখো নি তখনও।লিজা তখন যা বুঝিয়েছে তুমি তাই বুঝে অর সাথে চলে গেছিলে।তোমাকে না পেয়ে তখন পাগল হয়ে গেছিলাম আমি।খুব ভালবাসি তোমাকে,অনেক চেষ্টার পর তোমাকে ফিরে পাই।আর তোমাকে হারানোর ভয়টা আমার তখন থেকেই।তাই জেদ ধরি তোমাকে বিয়ে করব,আর তাই করি।কাউকে না জানিয়ে খেলার ছলে তোমাকে বিয়ে করি।পরে সেটা আমার বাড়িতে জানালে তারা তোমার বাড়িতে জানায়।আর তারা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয় তুমি বড় হলে আবারও নতুন করে বিয়ে দিবে আমাদের।
লিজা এখনও তোমাকে শয্য করতে পারে না তাই এখনও চেষ্টায় আছে তোমার ক্ষতি করার জন্য।সেদিন সকালে ওভাবে পাগলামি করার পিছনেও লিজা রয়েছে।ঐদিন ভোরে আমার ফোনে একটা আনানোন নাম্বার থেকে কল আসে।আর সেটা লিজার কল ছিল,লিজা আমাকে জানায় লিজাকে মেনে নিতে নয়ত তোমার ক্ষতি করে ফেলবে।আমি সেদিন খুব ভয় পেয়ে যাই আর যার ফল সেদিন সকালে ত দেখলেই।
তোমাকে রক্ষা করার জন্য তোমার পাশে থাকার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি।আর বিয়ের দিন লিজা আর কাব্যকে কিডন্যাপ করি যাতে তারা কোন বাঁধা দিতে না পারে।”

কথাগুলো বলতে গিয়ে সাদাফ ভাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল।উনি এখন আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে।আমি চুপ করে উনার কথা শুনে চলেছি।নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এমন একজনকে নিজের জীবনে পেয়ে।অনেক বেশিই ভালবাসে উনি আমাকে।আমিও এবার উনাকে জড়িয়ে ধরি,উনি সেটা বুঝতে পেরে আমাকে আরো জোড়ে চেপে ধরে।যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি।এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর সাদাফ ভাই আমাকে ছেড়ে চোখের পানি মুছে প্রশ্ন করে।

“সবই ত জানলে এবার বলো ত তুমি তখন ওখানে পৌঁছালে কীভাবে?”

আমি এবার বোকার মত হেঁসে বলে উঠি,,,

“আপনাকে ফলো করতে করতে এসেছি এখানে।”

উনি আমার কথাশুনে অবাক হয়ে যায়।

“তোমাকে না বেঁধে এসেছি আমি।”

“আমার শ্বাশুড়ি আম্মা আছে কী করতে হুম?”

কথাটা বলেই হেঁসে ফেললাম আমি।

“পাগলি একটা।”

কথাটা বলে আবারও উনার বাহুডোরে আগলে নেয় আমাকে।

#চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে