বৃষ্টি ভেজা রাত(সিজন 2) পর্ব-১২

0
2014

#বৃষ্টি_ভেজা_রাত(সিজন 2)💖
#মেহেদী_হাসান_রিয়াদ💖

#পর্বঃ__১২

– মাইন্ড ইউর লেঙ্গুএ্যাজ অফিসার। বর্ষার খুন? আর তাও আবার খুনি বৃষ্টি? এটা হতেই পারেনা। আরে যেই মেয়ে থাপ্পর খাওয়ার ভয়েও এক পাশে গুটিসুটি মেরে চুপ চাপ দাড়িয়ে থাকে সে কাওকে খুন করেছে এটা আমার বিশ্বাস করতে হবে।
চায়ের কাপটা টেবিলে রেখে দ্রুত গতিতে কামরুল হাসানের কাছে গিয়ে কথাটা বলে উঠে রাতের বাবা রুদ্র চৌধুরি।
– কে দোষি আর কে নির্গোষ তা আদালত প্রমান করবে আমরা নয়। আপাততো আমাদের কাজ আমাদের করতে দিন। এই নিয়ে চলো একে।
একটা মহিলা পুলিশ এসে হাতকরা লাগায় বৃষ্টির হাতে।
ভয়ে কাপছে বৃষ্টি। কাঁদো কাঁদো গলায় আকুতি মিনতি করতে থাকে সে।
– বিশ্বাস করুন বাবা আমি আপুকে কিছু করিনি। ওরা মিথ্যা বলছে, আমি কিছু জানিই না এই বেপারে। রাত আপনি তো আমায় বিশ্বাস করছেন।
ঘরের ভেতর থেকে বৃষ্টির ছেলে শ্রাবন কে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে আসে আরশি।
বৃষ্টি পুলিশের হাত থেকে হেচকা দিয়ে ছুটে শ্রাবনকে কোলে তুলে নিলো।
– আমার ছেলে, তুমিও কি আমার কথা বিশ্বাস করবেনা শ্রাবন? বিশ্বাস করো মা কিচ্ছু করিনি। নিজের ছেলে কে শক্ত করে বুকের সাথে মিশিয়ে রেখেছে বৃষ্টি।
পাশ থেকে মহিলা পুলিশটা তাকে টানতে টানতে বাড়ির গেট পার হয়ে যায়।
রাত ছুটে আশে পেছন পেছন। বৃষ্টিকে গাড়িতে উঠানোর আগে রাত গিয়ে বৃষ্টির গুই গালে হাত রেখে উত্তেজিত কন্ঠে বলে উঠে,
– চিন্তা করো না বৃষ্টি। আমরা সবাই বিশ্বাস করি যে তুমি কিছুই করোনি। তুমি নির্দোষ। আমি যত তারাতারি সম্ভব তোমায় ছারানোর ব্যাবস্থা করছি।
বৃষ্টিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তারা। গাড়ির পেছন পেছন দৌড়ে অনেকটা পথ এসেছে রাত। কিন্তু এবার গাড়ির গতি বেড়ে যাওয়ায় ধিরে ধিরে চোখের আড়াল হয়ে যাচ্ছে। রাতের দিকে চেয়ে চেয়ে নিজের পাঁচ মাসের বাচ্চাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পরে বৃষ্টি। তার একটাই কথা আমি কিচ্ছু করিনি।

খুব জঘন্ন ভাবে মারা হয়েছে মেয়েটাকে। পিঠের দুটু হার ভাঙা পাওয়া গেছে। হয়তো কেও পেছন থেকে সজোড়ে লাথি মেরেছিলো। খুব ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছে মেয়েটার। লাশটা যেই যায়গায় পাওয়া গেছে ওখানে খুন করা হয়নি। বাইরে থেকে খুন করে ওখানে এনে ফেলে দিয়ে গেছে। কারণ ওখানে জদি জবাই করা হতো তাহলে প্রচুর রক্ত পরে থাকতো ওই জায়গায়। খুনটা হুট করেই হয়নি আগে থেকেই প্লেন করা ছিলো।
রিদের কাছে বর্ষার গলা কাটা ছবি গুলো দিয়ে চেয়ারে হেলান দিয়ে কথা গুলো বলে উঠে ইন্সপেক্টর কামরুল হাসান।
রিদ ছবি গুলোর দিকে তাকিয়ে বলে,
– খুন যে সে ই করেছে তা আপনারা শিউর হলেন কি করে?
– মিসেস বৃষ্টি ও বর্ষা এদের দুজনের মাঝে একটা ব্যাক্তিগত বিষয় নিয়ে দন্ধ চলছিলো। আর বৃষ্টির বিরুদ্ধে অভিযোগটা তোলেন বর্ষার বয় ফ্রেন্ড। কয়েকদিন পরই তাদের বিয়ে করার কথা ছিলো।
রিদ ছবি গুলো টেবিলে রেখে অবাক চোখে ই. কামরুল হাসানের দিকে চেয়ে বলে উঠে,
– তার বয় ফ্রেন্ড মানে?
– দেখুন রিদ সাহেব আপনি যেই কথা বলছিনের যে টাকা পয়সার ব্যপারে ওটা সম্ভব নয়। কারণ বৃষ্টির নামে অলরেডি মামলা হয়ে গেছে। তাও আবার যেই সেই মামলা নয়, মার্ডার। এখন যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নিবে। আপনারা মিসেস বৃষ্টিকে এখন নির্দোষ প্রমান করতে চান তাহলে ভালো দেখে একটা উকিল নিয়ে ট্রাই করতে পারেন।

পাশে চুপ চাপ বসে আছে রাত। কপালে জমে থাকা ঘাম গুলো মুছে একটা বড় দির্ঘশ্বাস ফেললো সে। শান্ত গলায় বলে উঠে,
– আমরাকি তার সাথে দেখা করতে পারি?
– চলুন আমার সাথে।

রাত ও রিদ গিয়ে খাচার সামনে দাড়াতেই বৃষ্টি শ্রাবনকে কোলে নিয়ে রাতের সামনে এসে দাড়ায়।
– প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন আমাকে। আমি কিচ্ছু করিনি। দেখেন শ্রাবন শুধু কান্না করছে এখানে। এখানে খাবার গুলোও কেমন। খুব ভয় করছে আমার এখানে প্লিজ নিয়ে চলুন আমাকে এখান থেকে।
রাত বৃষ্টির গালে হাত রেখে বলে উঠে,
– হুম নিয়ে যাবো। আর খুব শিগ্রই।
– জানেন, পুলিশ মহিলাটা আমার গায়ে হাত তুলেছে। বার বার জিগ্গেস করছে আমি খুন করেছি কিনা?
রাত এবার রেকে ই. কামরুল হাসানের দিকে এগিয়ে যেতেই রিদ থামায় তাকে। রিদ ঠান্ডা মাথায় বলে উঠে,
– পদোন্নতি করতে চাইছেন? তাও আমার মহিলার গায়ে হাত তুলে?
– দেখুন রিদ সাহেব আইনের চোখে সবাই সমান। সে না দেখে নারি না দেখে পুরুষ সে সুধু দেখে অপরাধি।
রিদ একটু ভ্রু কুচকে বলে উঠে,
– আচ্ছা? তো ই. কামরুল হাসান আমার মনে হয় আপনার আইন সম্পর্কে জ্ঞান টা অসম্পূর্ণ। অপরাধি ও সন্দেহ বাচনের মাঝে পার্থক্য জানেন? দেখি একটা করে সংজ্ঞা বলুন তো এগুলোর। অপরাধি হলো যার দোষ সবার সামনে প্রমানিত হয়ে গিয়েছে। আর সন্দেহ বাচন হলো যাকে সন্দেহ করা হয়েছে এবং তার দোষ এখনো কারো কাছেই প্রমানিত হয়নি।
পাশ থেকে রাত বলে উঠে,
– দেখুন আমরা চুপ করে আছি তার মানে এই নয় আমরা কিছু করতে পারবো না। আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা এখনো চুপচাপ আপনাদের সব ক্যাচাল সহ্য করে যাচ্ছি।
রিদ পাশ থেকে রাতের কাধে হাত রেখে শান্ত চোখে তাকিয়ে বলে উঠে,
– মাথা ঠান্ডা কর। এখন রাগের বসে কিছু করে বসাটা বোকামি। এগুলো শুধু আমাদের আরো এক ধাপ পিছিয়ে নিবে।

রাত তখন দশটা কপালে চিন্তার ভাজ নিয়ে সোফায় বসে আছে রুদ্র চৌধুরি ও রাত্রি চৌধুরি। সারাদিন টেনশন ব্যাস্ততায় ক্লান্ত হয়ে পরেছে সে। রাত এখনো থানার সামনে বসে আছে। তার স্ত্রী এবং সন্তানকে ফেলে কিছুতেই বাড়ি যাবে না সে। রিদ অনেক বুঝানোর চেষ্টা করছে তাকে। কিন্তু কিছুতেই মানছেনা রাত। পারছেনা শুধু সকল আইন অমান্য করে পুরু থানা গুড়িয়ে দিয়ে নিয়ে যেতে বৃষ্টি ও তার সন্তানকে।

বৃষ্টিকে ছারাতে শহরের সব চেয়ে বড় উকিলকে নিযুক্ত করলেন রুদ্র চৌধুরি। তার একটাই কথা বৃষ্টিকে মুক্ত দেখতে চায় সে। আর তা যে কোনো কিছুর বিনিময়ে।

কয়েকদিন পর কোর্টে হাজির করা হলো বৃষ্টিকে। তার ডিফেন্স ল-ইয়ার ফারহান রেজবি। আজ পর্যন্ত একটাও হারার রেকর্ড নেই তার। তবে এই কেসটা একটু জটিল তার কাছে। কারণ খুনি যেই হোক, বৃষ্টির বিরুদ্ধে একের পর এক কারণ রেখে গেছে।
– তো মিসেস বৃষ্টি। এই যে আপনার বোন বর্ষার সাথে আপনার কিছু ব্যাক্তিগত বিষয় নিয়ে ঝগড়া চলছিলো তাই না?
– হ্যা আমি মানছি যে আমার আর আপুর মাঝে দন্ধ ছিলো। কিন্তু আমি ওকে মারিনি।
– তো কি নিয়ে দন্ধ ছিলো?
– আপু সব সময় আমায় জ্বালাতো আর ব্লেকমেইল করতো যে আমি যেনো আমার স্বামী ও সংসার ছেরে তাদের থেকে দুরে সরে যাই। সব সময় আমাকে চাপ দিতো। তার কারণে আমার সংসারে একের পর এক অশান্তি লেগেই থাকতো। তবুও কিছু বলতাম না ভাবতাম সব ঠিক হয়ে যাবে নিজেরই তো আপু।
– কি বললেন? সে আপনাকে ব্লেকমেইল করতো, তার কারনে আপনার সংসারে অশান্তি লেগে থাকতো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার জীবন টা পুরাই উলট পালট হয়ে গিয়েছে তার জন্য। আর এই কারণে আপনি ওকে মেরে আেপনার জীবন থেকে সরিয়ে দেন যাতে আপনি তার থেকে মুক্তি পেতে পারেন।
– না, আমি আপুকে মারিনি।
– আপনিই মেরেছেন তাকে। কারণ সে আপনি অন্তঃসত্বা থাকতে সীড়ি দিয়ে ফেলে আপনার ক্ষতি করতে চেয়েছিলো আর সেই ক্ষোপ থেকেও আপনি তার প্রান নিয়ে নিলেন।
– না আমি সত্যি বলছি আমি আপুকে মারিনি।
পাশ থেকে বৃষ্টির ডিফেন্স ল-ইয়ার ফারহান রেজবি বলে উঠে,
– আপনি কাওকে এভাবে প্রমান ছারা খুনি বলতে পারেন না মিস্টার আনোয়ার সাহেব।
জ্বজ ও বলে উঠে,
– হ্যা কি প্রমান আছে যে ওনিই খুনি।
– জ্বজ সাহেব, আমার কাছে একটা জোড়ালো প্রমান আছে। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায়। পুলিশ পাওয়ার ১০ ঘন্টা আগে ওনার খু হয়েছে। আর পুলিশ লাশ পেচেছে সকা৭ টা নাগাদ। তার মানে খুন হয়েছে রাত নয়টায়। আর ঠিক রাত সারে নয়টায় মিসেস বৃষ্টিকে বাইরে থেকে আসতে দেখেছে তাদের বাড়ির দাড়োয়ান আলি।
– জ্বি স্যার, আমি ম্যাডামকে রাত নয়টা নাগাত গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখেছি। আর উনি খুব রেগেছিলেন আমি জিগ্গেস করলাম কি হয়েছে তখন উনি কিছুই না বলে ভেতরে চলে গেছেন।
তখনই বৃষ্টির বি পক্ষের উকিল বলে উঠে,
– কারন উনি তখন কাওকে খুন করে এসেছে তাই আপনার সাথে কোনো কথা বলেনি। কারণ নয়টার সময় খুন হয়েছে আর উনি সারে নয়টায় বাড়ি ফিরলেন এর আগের সময়টা তিনি কোথায় ছিলে। আর এটাও জানা গেছে যে মিসেস বৃষ্টি রাতে কখনো বাইরে যান না, তাহলে ওই রাতে কেনো গিয়েছিলেন? নিশ্চই বর্ষাকে খুন করতেই গিয়েছিলেন।
– না আমি কাওকে খুন করিনি। আপনারা কেনো আমার কথা বিশ্বাস করছেন না? এটা বলেই কাদতে থাকে বৃষ্টি। ভয়ে শরিরটা কাপছে তার। কারন কখনো এমন পরিস্থিতিতে পরেনি সে।
– মিসেস বৃষ্টি আপনার কান্নায় কিন্তু আমারও কান্না পাচ্ছে কিন্তু আফসোস আদানল আবেগ নয় প্রমান দেখেই সিদ্ধান্ত নেয়। বলেই হেসে উঠলেন আনোয়ার সাহেব।

বৃষ্টির সাথে দেখা করতে গেলো রাত। প্রতিবারের মতো আজও খাচার বাইরে দাড়িয়ে আছে রাত। চেহারাটা কেমন উস্কো খুস্ক হয়ে গেছে। মনে হচ্ছে ঠিকঠাক মতো খেতে দেয়না এখানে। যাত্ন নিতে পারে নাসে। পারবেই বা কি করে এটা তো আর বাড়ি নয়। ভেতরে অঝরে কেদে চলছে বৃষ্টি।
– আমাকে কি আর কখনো আপনার কাছে যেতে দিবেনা তারা?
রাত বৃষ্টির দু গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে উঠে,
– কে বলছে দিবেনা। আর কয়েকদিন অপেক্ষা করো। তোমাকে ঠিকই এখান থেকে মুক্ত করে নিয়ে যাবো আমি।
– ওরা বলছে সব প্রমান আমার বিরোদ্ধে। কিন্তু আমি তো আপনার কাছে কখনো মিথ্যা বলিনি। আপনি কি আমায় বিশ্বাস করছেন না? আমি মারিনি আপুকে।
– বৃষ্টি ভেঙে পরো না। কখনো কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে সত্যটা। আর তা এক সময় ঠিকই সামনে আসে।
– আমার খুব কষ্ট হচ্ছে এখানে। আপনাদের ছারা এতোটা দিন পরে আছি এভানে। রাতে অন্ধকারে একা একা আমার খুব ভয় করে এখানে। মশার জন্য ঘুমাতেও পারিনা ঠিক মতো। বার বার আপনার কাছে চলে যেতে ইচ্ছে করে। অনেক্ষন ধরে কাদলেও কেও সামনে এসে দেখে না।আমার খুব কষ্ট হচ্ছে এখানে খুব কষ্ট হচ্ছে আমার।

To be continue………

~~ আপনাদের কি মনে হয়, বৃষ্টিই কি খুনি?

~~ রি-চেক করা হয়নি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 💖💖💖💖

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে