বৃদ্ধাশ্রমী মায়ের মন কথন -কবি: সুমাইয়া আফরীন

0
543

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: বৃদ্ধাশ্রমী মায়ের মন কথন
কবি: সুমাইয়া আফরীন

ছোট্ট থেকে করেছি লালন অতি আদর-স্নেহ দিয়ে,
আজ আপনজন ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকছি আমি অন্য বৃদ্ধাদের নিয়ে ।
ভেবেছিলাম শেষ বয়সে বটবৃক্ষের ন্যায় মাথার উপর থাকবি হয়ে ছায়া,
আজ বুকের ভিতর পুষে রাখি স্বপ্নে ঘেরা অযথা সেই মায়া ।
শত কষ্ট সহ্য করেও তোকে রেখেছিলাম আমি সুখে,
ক্ষুধা লাগা মাত্র-ই কত আহার দিয়েছি মুখে ।
তোর আবদারগুলো পূরণ করব বলে-
আনন্দ উৎসবে পুরানো জামাও নতুন বলে চালিয়েছি কত হাসির ছলে ।
বিপদ-আপদে তোকে আগলে রাখতে গিয়েই পড়েছিলাম নিজে ঝাঁপিয়ে,
সব কিছু ভুলে বৃদ্ধা হতে না হতে-ই সেই বৃদ্ধাশ্রমে পাঠালি যে, গিয়েছি তো আমি হাঁপিয়ে ।
দুঃখ-কষ্ট সহ্য করেও করেছিলাম তোকে মস্ত এক অফিসার,
সেই বে-খেয়ালে থেকেই তুই করলি কত অবিচার ।
অথচ তোর বাবা যখন করত কাজ মাঠে কিংবা ময়দানে,
ভাবতাম তখন দুজন মিলে থাকবি পাশে নিদানে ।
বউমা আসার পর থেকে তোর কানের কাছে ঘ্যানঘ্যান করে তার যে সবই জানি,
দোষ তোকে দেই না আমি কারণ নিজের কপালে ছিল বলে-ই মানি ।
বয়সের ভারে এখন পারি না নিজে চলতে,
অসুস্থ হলেও মুখফুটে পারি না আজ বলতে ।
তোর ফ্ল্যাটের এক কোণেতে থাকতাম না হয় পরে,
আড্ডা-মশগুলে থাকতি যখন যেতাম না হয় সরে ।
দামী দামী আসবাবপত্রে তোর ফ্ল্যাটটা ভরলি,
আমার জায়গা স্বজনহারা বৃদ্ধাশ্রমে কেমন করে করলি?
আমি হয়তো সঠিক শিক্ষা তোকে দিতে পারি নাই,
নিদানকালে বৃদ্ধাশ্রমে ঠাঁই কি হলো তাই?
ভয় হয় তোকে নিয়ে তোরও তো আছে সন্তান-
সে কিনা কোন একদিন তোকে-ই বলে যম,
সেদিন তোর বাসস্থান করে দেয় কিনা কোন এক বৃদ্ধাশ্রম ।
তাই প্রভুর নিকট দু-হাত তুলে দোয়া করি হোক তোর আরও বিত্ত-সম্ভ্রম,
আর শেষ আশ্রয়টা হয় না যেন কখনো-ই বৃদ্ধাশ্রম ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে