বন্ধু – লেখায়ঃফাইজা হাবীব

0
497

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃবন্ধু
লেখায়ঃফাইজা হাবীব
নির্মল সেই শৈশব কি ভুলে যেতে পারি?
চকলেট থেকে পেন্সিল সেই পুরাতন দিন!
এক বেঞ্চে বসে সেই শিশুপাঠ পড়া
সেই দিনগুলিতে কি ফিরে যাওয়া যায়?

শুয়োপোকা থেকে প্রজাপতি হবার স্মৃতি
বন্ধুত্ব তখন লাভ ক্ষতির হিসাবের বাইরে
সেই নির্ভেজাল ভালবাসা, পবিত্রতা
আজকের কলুষিত পৃথিবীতে কি পাওয়া যায়?

আজ স্মৃতির সিড়ি গোড়ায় দাড়িয়ে
পিছু ফিরে চাই সেই নির্মল হাসিমুখ দেখার আশায়,
জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে,
মন হারিয়ে যায় বন্ধুত্বের বিকেল বেলায়।
কিন্তু সেই মুখগুলি যে আর দেখা যায় না,
না পাওয়া যায় সেই নিষ্পাপ ভালবাসা
তাই তো তারা রয়ে যায় স্মৃতির মণিকোঠায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে