প্রিয় -sneha

0
549

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং–০২

প্রিয়,
কেনো জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা,পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না। শুধু বুঝতে পারছি বুকের ভিতরে কোথায় জেনো লুকানো জায়গা থেকে একদল কষ্ট প্রচন্ড কান্না হয়ে দুচোখ ফেটে বেরুতে চাইছে। তুমি কাছে নেই বলে শূন্যতা ইচ্ছা মতো দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা। আমি তো তোমাকে একটু দেখেই বাঁচি এখন। কিন্তু তুমি যে আমার আশে পাশে থেকেও অনেক দূরে। মহাকাল যে হাস্যকর ক্ষুদ্র সময়কে জীবন বলে আমাকে দান করেছে, সেই জীবনে তুমিই আমার সব। তোমাকে দেখলেই ইচ্ছে করে তোমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিতে। তোমাকে দেখলেই ভাবি একটা ছেলেও এতো নিখুঁত হতে পারে। আজ প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম, আমার মনে শুধুই তুমি। তোমাকে ভালোবাসি প্রচন্ড এর চেয়ে কোনো সত্য আপাতত আর জানিনা।
ভালোবাসি তোমায়……

ইতি,
তোমার অজানা কেউ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে