প্রিয় তানিপ্রিয় তানিয়া – আবু ইউসুফ

0
472

গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা-2020
চিঠি নং 1
প্রিয় তানিপ্রিয় তানিয়া
অযাচিত বাক্য ব্যায় হয়তো নিরার্থক। তবে এই নিরার্থক জীবনে তার অর্থটা সীমাহীন। তোমার কাছে অপচয় করার মত কোন সময় নেই। কেন অপ্রয়োজনে কালক্ষেপন করবে? কেন শুনবে নিরার্থক বচন সমূহ? কেন এই নিরার্থকতার মাঝে আমার সার্থকতা জান? তোমার হয়তো মনে নেই সেদিনের কথা। মনে থাকবেই বা কেন। আমিতো চপলতায় এগিয়েছি। আমার হাতে তুলে নিয়েছিলাম একটা কলম। তুমি বুঝতে পারনি আমার ভালোবাসা। কলমের সুক্ষ আচরে তোমার আলোক চিত্র যে কতবার একেছি তা তুমি জানতেও পারনি। আমি আজও কলমটা হাতেই রেখেছি। তবে তোমার অবয়বটা আজ ফিকে হয়ে গেছে। ফ্যাকাশে সেই পথটার দিকে আজও তাকিয়ে থাকি। যদি শীতের কোয়াশা কেটে আবার গ্রীষ্ম আসে সেই অপেক্ষায়। তুমি ভালো থেকো।
ইতি
“কবি”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে