‘প্রিয়নামা’ -মাহমুদা

0
572

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

‘প্রিয়নামা’
-মাহমুদা

মনমন্দিরে’র মেঘাচ্ছন্ন অভিমান ছাড়াতে,
তোমার আগমনী বার্তা সপ্তরঙে ভাসে।
নীল দুঃখ তাপে তৃষিত স্বর্গগঙ্গা’য়
উদয় তুমি বর্ষাপুরুষে!
হৃদয় গহীনের একাকিত্ব বিকেলে
গোধূলির হাসিতে সদা সঙ্গী তুমি।
রোজ নিশিভোরে প্রিয়া’র আধাঁরে
জোৎস্না নামাও সেথা কুপির সলতে ভরে।
তুমি কি সে?
যে প্রিয় হয়ে রোজ তৃপ্ত করে অলকানন্দা’কে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে