#গল্পপোকা_লিখন_কবিতা_প্রতিযোগিতা
কবিতা- পৃথিবী এখন নেশাতে ডুবে
কলমে- আভীদ খান
বর্তমানে যত মানুষ আছে
সকলে প্রায় নেশাগ্রস্থ।
কেউ হিরোইন ও ইয়াবা, ফেন্সিডিলে
নেশা করে নেশাগ্রস্থ,
আবার কেউ কেউ টিভি ও সিরিয়াল
দেখতে নেশায় নেশাগ্রস্থ।
আর প্রায় মানুষে বর্তমানে
এই স্মার্ট ফোনে বেশি নেশাগ্রস্থ।
কেউ ইউটিউব চ্যানেল দেখতে
নেশায় নেশাগ্রস্থ,
আবার কেউ এনড্রোয়েট ফোনে
গেইমস খেলাতে নেশায় নেশাগ্রস্থ।
আবার বেশিরভাগ লোকে
সকল বয়সি ছেলে মেয়ে থেকে
বৃদ্ধ ও বৃদ্ধারা ফেইসবুক নিয়ে
বেশি নেশায় নেশাগ্রস্থ।
পৃথিবী বর্তমানে বড্ড নেশাময়
জগৎ এখন হাতের মুঠোয়।
কেউ ফেইসবুকে গ্রুপ পেইজ নিয়ে
আসক্তে বেশি নেশাগ্রস্থ,
কেউ লাইক কমেন্ট শেয়ার পাওয়ার
আশাতে বেশি নেশাগ্রস্থ।
হাইরে জগৎ কী নেশাতে জড়িয়ে
আজ নেশায় কাটে না।