নারী তুই অদ্ভুত সুন্দর – কলমে- আভীদ খান

0
532

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- নারী তুই অদ্ভুত সুন্দর
কলমে- আভীদ খান

তুই কী জানিস?

তোর এই অবুঝ হাসিতে কী অদ্ভুত মায়া রয়েছে?
তোর হাসির জন্য আমার কলম থেমে যায়
যদি লিখুনীতে হাসির বর্ননা কমতি হয়।

আচ্ছা তোর হাসিটা এতো সুন্দর কেন?
ওহ আচ্ছা তোর হাসি আমি বড্ড ভালোবাসি
ভালোবাসি তোর ওই কাজলা নয়নের,
আমি গল্প লিখতে তোর চোখের তরে একশো অক্ষর শব্দ আমি গুলিয়ে ফেলি তুই কী জানিস?

আচ্ছা তোর ওই চুল এমন কেন?
বারবার ছুঁতে মন চাই কেন? কী অদ্ভুত খোলা চুল
আমি কবিতার ঝুলিতে হাজারো ফুলের চাষ করি
কিন্তু জানিস তুই কোন ফুলটি তোর মানাবে
কোন ফুলে চুলের বাহার এনে দিবে তা ভাবতে ভাবতে আমি কবিতাকে গল্প করে ফেলি।

তোর নাকের নাকফুল ওফ অসম্ভব মানিয়েছে তুই কী জানিস?
এই নাকফুলের আমি একটা নাম দিয়েছি নোলক-কথা,
জানি নামটি মোটেও সুন্দর না যতটা তোর নাকের
প্রশংসায় পঞ্চমুখ হয় আমার কলম আমার ডায়েরি।

আমি না কী লিখতে কী লিখি কী সাজাতে গিয়ে
কী সাজিয়ে ফেলি বড্ড পাগল হয়ে যায়।
কোনটা রেখে কোনটা আমি সাজাবো কোনটা আগে রচিবো,
আসলেই আমি অক্ষম তোর প্রতিটি অপরূপ সৌন্দর্য্যের কাছে আমি হার মেনে নিলাম।

নারী সত্যিই তুই মহান পুরুষ তোর তরে আজ কুর্ণিশ জানায়!
নারী তুই সুন্দর বলে আজ পৃথিবী এতো রঙ্গিন লাগে,
আমি আমার সকল গল্প কবিতা উপন্যাস ছন্দ
তোর তরে নিলাম করে দিলাম উৎসর্গ করলাম আজ
তোর প্রতিটি সুন্দরের কাছে মুগ্ধ হয়ে বিলিয়ে দিলাম
আমার হৃদয়ের সব অব্যক্ত বাক্যগুলো ভাষাগুলো,
তুই গ্রহণ করিস আমার এই ছোট্ট উপহার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে