নারীর সতীত্ব পর্ব-২০

0
1611

#নারীর_সতীত্ব
#পর্ব_২০
Wohad Mahmud

আমি রুম থেকে যাচ্ছি আর ভাবছি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো। রুম থেকে বাহির গিয়ে দেখি তিন জন বসে আছে। ওদের দিকে তাকিয়ে আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমি অন্য জগতে আছি।

তিন জনের মধ্যে একজন মেয়ে আছে যায় নাম আফসানা। আফসানাকে দেখে আমি পুরোপুরি শকড খেয়ে গেলাম। এই আফসানা আর কেউ না, এটা আমার প্রাক্তন। এখানে দেখে আমি অবাক হলাম।

ওদের সামনে গিয়ে বসতেই একজন বললেন আপনি নিশ্চয়ই মাহমুদ সাহবে?

জ্বী আমি মাহমুদ সাহবে। আপনি নিশ্চয়ই সুমির বাবা?

জ্বী আমি সুমির বাবা। তবে নিজের মেয়ের বাবা বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে। কীভাবে এমন একটা কাজ করতে পারল। ফোনে আপনার সাথে আমার কথা হয়েছিল। আপনার কথা আমার খুব ভালো লেগেছিল তাই এখানে এসেছি। না হলে এমন মেয়ে আমার দরকার নেই। যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা চিন্তা করে না সেই মেয়ে না থাকা ভালো।

আমি তখন বললাম প্লিজ এমন বলবেন না। দুজন দুজনকে ভালোবাসে। সোহেলে সুমিকে অনেক সুখে রাখবে। আপনি এই বিয়ে মেনে নেন, যদি কোনো সমস্যা হয় তার দায়ভার আমি নিব।

তখন আফসানা বলে উঠলো এমন কথা বলা খুব সহজ কিন্তু এর জন্য সবার সামনে অপমানিত হতে হয়েছে আমাদের।

মনে মনে বললাম আমি জানতাম এমন কিছু একটা বলবে আফসানা। কোনো কথা বলে কাজ হচ্ছে না। আমি সোহেলের বাবা আর সুমির বাবাকে বললাম। যায় হোক একটা বিষয় হয়ে গেছে। এর সমাধান তো করতে হবে। আপনারা কথা বলে দেখেন কী করবেন। কিন্তু মনে রাখবেন এই বিয়ে যদি না মেনে নেন তাহলে যতটুকু মান সম্মান আছে ততটুকু থাকবে না। বাকিটা আপনাদের ইচ্ছা।

নিচে সবাই আলোচনা করছে। সাবনাজ, মা আর মাহমুদা রান্না করছে। আমি এসে রুমে বসলাম। কিছুক্ষণ পর আফসানা আমার রুমে আসল। আফসানা রুমে আসায় আমার কেমন অস্বস্তি বোধ লাগছে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম। আমি বুঝতে পারছি আপনার বোন এভাবে পালিয়ে বিয়ে করে ঠিক করে নাই। কিন্তু এখন কিছু করার নেই। আপনার বাবাকে বুঝানোর দায়িত্ব আপনার, যাতে দুটা জীবন নষ্ট না হয়ে যায়। হাজার হলেও আপনার বোন।

আফসানা তখন বলল আপনার মুখে এসব মানায় না। আমি আমার বোন কে নিয়ে যাব। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। দুজন দুজনকে ভুলে যাবে।

আমি তখন বললাম, বিষয়টি বোঝার চেষ্টা করেন। যদি দুজন বা দু’জনের মধ্যে কেউ একজন খারাপ কিছু করে ফেলে তখন কী হবে?

ওকে আপনার কথা মেনে নিলাম, ছেলে তো বেকার বউয়ের চাহিদা কীভাবে পূর্ণ করবে? আচ্ছা আমি না হয় সব চাহিদা বাদ দিয়ে দিলাম। বউকে খেতে দিবে কী? পোশাক কিনে দিবে কীভাবে?

আমি তখন বললাম, এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। সোহেলের বাবা আছে, যদি চাকরি না হয় ততদিন ওর বাবা চালিয়ে নিবে।

অন্যের বেলায় বলা খুব সহজ কিন্তু নিজের সময় এসব কথা কোথায় ছিল?

আজ থেকে দুই বছর আগে আমিও এমন পরিস্থিতিতে ছিলাম। তখন তো খুব বলেছিলেন আমি এখনো কোনো চাকরি করি না খেতে দিতে পারব না। তোমার কোনো চাহিদা পূরণ করতে পারব না। পালিয়ে বিয়ে করলে পরিবারের কেউ মেনে নিবে না। পরিবারের সম্মান নষ্ট হবে। কিন্তু এখন তো খুব সহজেই বলছেন এইভাবে, ওইভাবে সবকিছু হয়ে যাবে। তখন কোথায় ছিল আপনার এসব কথা। তখন তো বেশ ভালো করেই আমাকে ছেড়ে গিয়েছিলেন।

এখন এসব বলার কথা না আফসানা। দুই বছর অনেক আগের কথা। হঠাৎ এসব কথা বলার কোনো মানে হয় না। তুমিও সুখে আছো আমিও সুখে আছি। এখন যেটা হচ্ছে সেটার সমাধান করেন।

আপনি কীভাবে জানলেন আমি সুখে আছি?

তুমিই আমার প্রথম ভালোবাসা ছিলে কিন্তু সারাজীবন এক হওয়া কপালে লেখা ছিল না।

এটা বলার সাথে সাথে রুমের মধ্যে সাবনাজ প্রবেশ করল। আমি ভয় পেয়ে ঢোক গিললাম। সাবনাজ আমার কথা শুনে ফেলেছে মনে হয়, না জানি কী ভাবছে। আমি কিছু বলতে যাব ঠিক তখনি আফসানা সাবনাজকে বলল,

এভাবে কারোর রুমে ঢোকা ঠিক না। অত্যন্ত নক করে ঢুকতে হয়।

আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে স্যরি বলে চলে যায় সাবনাজ।

আমি তখন আফসানাকে বললাম ওটা আমার স্ত্রী ছিল।

আফসানা বলল, স্যরি আমি বুঝতে পারি নাই। আর ভাবি নাই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন। আর হ্যাঁ আমি আমার বোনকে নিয়ে যাব শুধু বোনকে না সোহেল কেউ। আপনি না বললেও আমি এই বিয়ে হাসিমুখে মেনে নিতাম আর বাবাকেও মানিয়ে দিতাম। কারণ, ভালোবাসা হারানোর যন্ত্রণা কেউ বুঝে না।

আমি আর কিছু বললাম না। কথা বললে কথা বাড়বে। পুরোনো কথা টেনে নিয়ে আসবে। বিষয় টা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো। বিয়েটা মেনে নিয়েছে এতেই অনেক কিছু।

তারপর ওরা সবকিছু মেনে নিয়ে দুপুরের খাবার খেয়ে চলে যায়।

খাওয়া দাওয়া শেষে রুমে এসে বসে আছি। কিন্তু সাবনাজকে দেখছি না রুমে। সারাদিন তেমন কথাও বলে নাই আমার সাথে। হঠাৎ দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো ভিতরে আস্তে পারি। এটা আর কেউ না সাবনাজ।

আমি বললাম স্বামীর রুমে আসতে আবার অনুমতি নেওয়ার কী আছে?

কেন আপনি জানেন না? কারোর রুমে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়।

তুমি এখনো সেই বিষয় নিয়ে রাগ করে আছো? মানছি আমি ভুল করেছি তোমাকে বলার দরকার ছিল আমার। ওটা আমার প্রাক্তন, নাম আফসানা। দুই বছর থেকে কোনো যোগাযোগ নেই। হঠাৎ এখানে দেখা। আমি কী করতাম বলো? তাড়িয়ে দিতাম?

প্রাক্তনের সাথে রুমের দরজা ঠেলে দিয়ে কথা বলতে হয় আগে জানতাম না।

তুমি আমাকে সন্দেহ করছো?

না না সন্দেহ কেন করব? এমনিতেই বললাম। আমাকে ভালো না লাগলে বলতে পারতে। আমি তোমার ঘাড়ে এসে চেপে বসতাম না। এখনো সময় আছে যদি চাও তাহলে বলো আমি তোমাকে মুক্তি করে দিব। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না।

কী সব আজে বাজে কথা বলছো। আমি তো বললাম তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তখন মাহমুদা বাইরে থেকে বলল, আসব ভাইয়া। আমি বললাম হ্যাঁ আই মাহমুদা।

দু’জন আবার স্বাভাবিক হয়ে গেলাম। মনে হচ্ছে আমাদের মাঝে যেন, কিছুই হয়নি। তখন সাবনাজ বলে উঠল রাকিব ছেলেটা কখনো ভালো হবে না মাহমুদা। একের পরে এক মিথ্যা কথা আর অঘটন ঘটিয়ে যাচ্ছে। সুমির বাড়ি থেকে থেকে পালিয়ে আসা তাও আবার বিয়ের দিন। পালিয়ে দুজন বিয়ে করে এখানে আসা সবকিছুর পিছনে তো রাকিবের হাত আছে।

আমি তখন বললাম এখানে খারাপের কী আছে? তারা দুজন দুজনকে ভালোবাসে আর সেই ভালোবাসা এক করতে সাহায্য করেছে রাকিব।

তাহলে সবার সামনে মিথ্যা কথা কেন বলেছে তখন যে, এই সব বিষয়ে কিছু জানে না।

হ্যাঁ আমি এটা মানছি যে সত্যটা জানা সত্বেও মিথ্যা বলেছে। এর শাস্তি তাকে পেতেই হবে।

এতকিছুর পরেও সেই রাকিবের সাথেই তোমার মাহমুদার বিয়ে দিতে হবে? আর কোনো ছেলে খুঁজে পাচ্ছো না তুমি। ভালো ছেলে দেখে বিয়ে দিলেই তো হয়ে।

সাবনাজ আজকাল এসব বিষয় নিয়ে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি বলেছি তাকে আগে ভালো হতে হবে। কিন্তু দিন দিন সে আরো খারাপের পথে যাচ্ছে। তোমার কী মনে হয় এমন হলে আমি তার সাথে মাহমুদার বিয়ে দিব।

দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। ভাবি ছাদে যাবে কিন্তু একা যেতে পারবে না, ধরে নিয়ে যেতে হবে। সে জন্য মাহমুদা কে ডাকছে। মাহমুদা তখন ঘুমিয়ে ছিল। তাই সাবনাজকে বললাম গিয়ে দেখো ভাবি কী বলছে?

সাবনাজ ভাবির কাছে গিয়ে ভাবিকে ধরে রুম থেকে নিয়ে আসছে ছাদে যাবে বলে। সিঁড়ি দিয়ে উঠার সময় সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় ভাবি,,,,

চলবে,,,,,

বি.দ্র: ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে