#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতার নামঃ “নতুন শহর”
লেখনীতেঃ মহতামীম হাসান মীম
কাব্যের চরণে ছন্দপতন,
গানের সুরে বেতাল কথন,
সাদা ক্যানভাস ভরে না রঙেতে,
গদ্যের বর্ণনা রয়ে যায় অসম্পূর্ণ শব্দচয়নের অভাববোধে,
আসলে আমিতে আমিটাই তো নেই এ ভুবনে,
হারিয়েছি এক নাম না জানা উজানে।
যেথায় শুধু কালোর রাজত্ব,
আর্তনাদের বসবাস আর
অশ্রু পতনের অসহ্য ধব্বনি।
নতুন সে শহরটা আমার অচেনা তবুও
কেমন যেন আপন,
শহরটা আমার ভাষা বোঝে না তবুও
কান্নার ভাষা তার চিরচেনা,
শহরটা দুঃখের চাঁদরে মোড়ানো তবুও
প্রশান্তির বাতাসে মাতানো,
শহরটা বড্ড ছোট তবুও
কান্নার স্বাধীনতায় কঠোর।
নোনাজলে ভরা নদীর দেখা মেলে সেখানে,
সেই পানিতে ভেসে ওঠে শত শত বিনিদ্র রাতের কাহিনী।
চাঁদের মৃদু রূপালি আলোর দেখা মেলে সেখানে,
সেই আলোয় চকচক করে গাল বেয়ে নেমে আসা মুক্তোগুলি।
বৃষ্টির ফোঁটায় নেয়ে ওঠে শুকনো গাছগুলি সেথায়,
সেই বৃষ্টির ছন্দেই তো শোনা যায় আর্তচিৎকারের গানগুলি।