“নগরীর বদ্ধ দেয়ালে” ,লেখা:- Sadman Arif

0
457

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা:- “নগরীর বদ্ধ দেয়ালে”
লেখা:- Sadman Arif

নগরীর বদ্ধ দেয়ালে
এক দুঃখী মা ছুটে পদযুগলে
আঁখিজুড়ে বাক্য অশ্রুত অন্ধকারে
অবসাদে বুকফাটা আর্তনাদে,
দীর্ঘশ্বাসের উন্মাদনায় সবার দ্বারে দ্বারে
আপনহারা অসুখের সীমাহীন ছটফটানিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক নিষ্পাপ বালিকা কাঁদে,
আগুন জ্বালা, কষ্ট, যন্ত্রণায়, রক্তাক্ত গায়ে
দস্যি কিংবা হায়েনার ছোবল ঘাতে
নিভৃতে একটু বাঁচার আকুতিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক ভীরু বোন থাকে ঘা ঘেঁষে
দহন জ্বালা শরীরের ভাঁজে ভাঁজে,
হিংস্র পশুর ক্ষণিকের পর পর আঘাতে
উত্তাপ বিসর্জনে ধুঁকে ধুঁকে মরছে সে
খোদার কাছে শেষ নিঃশ্বাসের হাতছানিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক বৃদ্ধ বাবার বুক কাঁপে
শার্ট ভিজে দুঃচিন্তায় ঘামে
তার ময়না পাখির অপেক্ষাতে,
খোঁজ না পাওয়ার ব্যর্থতাতে
অহেতুক দুঃখের গান বুনে
রাত্রি আঁধারের দীর্ঘশ্বাসে।

নগরীর বদ্ধ দেয়ালে
চিৎকার করে মায়া,আবেগ হারা
নষ্টদলের বর্বর হিংস্র পশু
আজ রাত্রিতে, নিশিকন্যার অভাবে
লুটায় সে সতী শরীরের শতরঞ্জি
দারুন এক সুঘ্রাণ শুঁকিতে শুঁকিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক প্রেমিক হারায় আবেগ, প্রতিশ্রুতি,
দু চোখজুড়ে একটু প্রেম ছোঁয়ার মুখচ্ছবি
স্বপ্নীল গোধূলি বিকেলে হাত ধরার আকুলতি।
আসবে কখন, ধরবে হাত
আসে না কেন সে অভিপ্রায়ে,
রাস্তায় দাঁড়িয়ে একা প্রেমিক গোলাপ হাতে
আর একটুখানি দেখার মিথ্যা ভরা প্রহরটিতে।

তবুও! তবুও!
নগরীর বদ্ধ দেয়ালে
ছাড়া না পায় এমন কতো হতভাগিনী
দুর্ভেদ্য যন্ত্রণায়, কাতরতায়, রক্তমাখায়
হায়েনাদের আসে না হৃদয়ে কোনো অনুভূতি,
বেওয়ারিশ লাশেও তারা মজা লুটায়
এক কোমল, ছিন্নভিন্ন, তুলতুলে শরীরে
ক্ষয়িষ্ণু সুতীব্র উল্লাসে পেয়ে আত্মতুষ্টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে