তোমার জন্য সাইকো পর্ব-২৩

0
2558

তোমার জন্য সাইকো
লেখক: নুসরাত জাহান অংকুর
পার্ট_২৩

সকালে,
মুন ঘুম থেকে উঠে দেখে রোদ নেই মুন ফ্রেশ হয়ে নিচে যায় গিয়ে দেখে রোদ আর ওই পিয়ালী হেসে হেসে কথা বলছে মুনের তো গা জ্বলে যাচ্ছে।
মুন গিয়ে রোদের পাশে বসলো
রোদ একবার মুনের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো

মুন : পাপাই আমি একটু পর বের হবো
নিহাল: কিন্ত মামনি তুমি ওখানে একা কি করে থাকবে ?
মুন: পাপাই আমি পারবো প্লিজ আমি যাবো না করো না দরকার পড়লে লামিয়া আর রুমা কে ডেকে নেবে
নিহাল: তা ও
মুন: পাপাই প্লিজ
বিপ্লব: কেনো মামনি তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে ?
মুন: না তেমন কিছু না কিন্ত আমার ভার্সিটিতে খুব দরকার
নিহাল: আচ্ছা তুমি যা ভালো বুঝ তাই করো
মুন: পাপাই আমি একটু পর বের হবো
রাইমা: এখনই
মুন: হা মামনি এখন থেকে সোজা ভার্সিটিতে যাবো।
নিহাল: কিন্ত
রোদ: আচ্ছা থাক না ও যদি একা থাকতে চায় তাহলে থাক
রোদ নিহাল চৌধুরী কে চোখ দিয়ে বুজিয়ে দিলেন
নিহাল: আচ্ছা যা ভালো বোঝ তাই করো
পিয়ালী: বেবি আমাকে খাইয়ে দাও না
( ঢং করে)

মুনের তো এখন রোদের মাথা ফাটাতে ইচ্ছা করছে
মুন টেবিলের তল দিয়ে রোদের হাতে চিমটি কাটছে
রোদ বুঝতে পেরে পিয়ালী কে বলে
রোদ: বেবি তুমি একটু টেবিলের নিচে দেখো তো কি?
পিয়ালী নিচে তাকালেই রোদ মুনের মুখে জোর করে খাবার পুরে দেয়

টেবিলের সবাই তো মুচকি মুচকি হাসছে আর মুনের মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে চলে যেতে।

পিয়ালী: কই বেবি কিছু তো না
রোদ: ওহ মনে হয় বিড়াল ছিল
যাই হোক তুমি খেয়ে না আমাদের বের হতে হবে

খাওয়া শেষে মুন গুছিয়ে নিচে নামলো।

নিহাল: মামনি তুমি কিসে যাবা?
মুন: পাপাই আমি একটা ক্যাপ বুক করবো
বিপ্লব: না দরকার নেই তুমি ইয়াশ এর সাথে যাবে ওরা তো ওমনি যাবে

পিয়ালী: আংকেল আমরা তো ঘুরতে যাচ্ছি
নিচে নামতে নামতে
বিপ্লব: কিন্ত মা মুন একা যাবে কি করে আর আজ ইয়াশ ও অফিসে অনেক কাজ আছে ঘুরতে গেলে তো কিছু হবে না
পিয়ালী: কিন্ত
রোদ: আহা থাক না অন্য দিন যাবো
তুমি কোথাও যেতে চাইলে আমি নামিয়ে দিচ্ছি
পিয়ালী: আমি পার্লারে যাবো
বলে পিয়ালী রেগে গাড়ির কাছে যায়

নিহাল: রোদ মুনের খেয়াল রেখো
রোদ: হা আব্বু তোমরা ও নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো আমি বডিগার্ড বাড়িয়ে দিছি
নিহাল: হুম
মুন: পাপাই মামনি আসছি
নিহাল+ রাইমা: সাবধানে থেকো
মুন: ওকে বাই

বলে মুন আর রোদ গাড়িতে গিয়ে উঠলো

রোদ গাড়ি চালাচ্ছে আর পিয়ালী রোদের পাশে বসে বক বক করে যাচ্ছে ।
রোদ একটু পর পর মুনের দিকে তাকাচ্ছে
মুন ব্যাপারটা বুঝতে পেরে রোদকে একটা চোখ মারে।

রোদ সাথে সাথে গাড়ি ব্রেক করে
পিয়ালী: কি হলো এভাবে গাড়ি থামালে কেনো?
রোদ: মনে হলো সামনে কিছু আছে
চলো

রোদ আবার গাড়ি চালানো শুরু করছে


মুন জানালায় উঁকি দিয়ে বাইরের দিক দেখছে আর গান শুনছে
রোদ আর পিয়ালির কথা মুনের ভালো লাগছে না


কিছু কিছু সময় যা সহ্য করা যায়না সেইখান থেকে নিজেকে একটু দূরে রাখতে হয় নাহলে রাগের মাথায় অনেক ভুল হয়ে যায়
মুনের মত আমি ও যা সহ্য করতে পারবো তার থেকে দূরে থাকি


কিছুক্ষণ পর মুনের ভার্সিটি চলে আসলো
মুন রোদের দিকে তাকিয়ে চলে গেলো

রোদ আর পিয়ালী ও চলে গেলো

মুন ভার্সিটির ভিতরে ঢুকে ওর বান্ধবীদের কাছে যায়।

লামিয়া: হাই মাম্মা
মুন: হাই ফাই পরে আগে চল ঘুরতে যাব
রুমা: কিন্ত কেনো ক্লাস করবি না
মুন: একদিন ক্লাস না করলে কিছু হবে না চল তো

৩বান্ধবী মিলে সারাদিন ঘুরে সন্ধ্যায় মুন বাড়ি ফিরে।

মন বাড়ি এসে নিজের রুমে যায় ফ্রেশ হয়ে দেখে রোদ বসে আছে

মুন: কি ব্যাপার আপনি কখন এলেন
রোদ কিছু বলছে না
মুন: কি হলো বলুন
রোদ: কোথায় ছিলে( শান্ত গলায়)
মুন: আসলে আমি বান্ধবীদের সাথে ছিলাম
রোদ: ওহ বান্ধবীদের সাথে ঘুরতে যাবা আমার কাছে একবার ও শুনেছ
মুন: না মানে
রোদ: না মানে কি তোমার সাহস হয় কি করে আমাকে না জানিয়ে বাইরে যাওয়ার যদি কোনো বিপদ হতো তখন ( চিৎকার করে)

মুন: আমি বুঝতে পারিনি
রোদ এবার উঠে এসে মুনকে দেয়ালের সাথে চেপে ধরে

রোদ: কবে বুঝবে তুমি হা কবে যানো তো আমাদের যেকোনো মুহুর্তে বিপদ হতে পারে তাও

মুন রোদের দিকে তাকিয়ে আছে রোদের চোখে আজ কোনো রাগ নেই আছে শুধু মুনকে হারিয়ে ফেলার ভয়

রোদ: কি হলো কথা বলছো না কেনো?

মুন কিছু না বলে রোদের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়


কিছুক্ষণ মুন রোদকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছে

রোদ: কি হলো এটা
মুন কিছু বলছে না
রোদ: ভেবো না যে এটা করে আমার রাগ কমে গেছে শাস্তি তোমাকে পেতে হবে

বলে রোদ মুনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়

বাকিটা বুঝে নেন



মাঝ রাতে মুন রোদের বুকে শুয়ে আছে আর রোদ মুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে

রোদ: মুন
মুন: হুম
রোদ: কাল কিন্ত আমাদের জন্য অনেক বড়ো একটা দিন রেডী তো যা খুশি হতে পারে কিন্ত আমাদের শক্ত থাকতে হবে
মুন: হুম আমি রেডি আছি আমার সাইকো যে আমার সাথে আছে
রোদ: তবে রে

এই বলে মুনকে সুড়সুড়ি দিতে লাগলো
আর মুন খিলখিল করে হাসছে

মুন: রোদ প্লিজ আর না আমি আর পারছি না( হাসতে হাসতে)
রোদ থেমে গেলো

রোদ কিছুক্ষণ ভেবে বললো

রোদ: যা খুশি হয়ে যাক নিজেকে শক্ত রাখবা
মুন রোদকে জড়িয়ে ধরলো
মুন: সব কিছু ভালো ভাবে হবে তো?
রোদ: দেখা যাক কি হয় তবে সব আমার প্ল্যান মত হবে
মুন: হুম
রোদ: এখন ঘুমাও
মুন: ওকে



রোদ মুন শুয়ে পরলো

সকালে
রোদ ঘুম থেকে উঠে দেখে মুন ওর বুকে শুয়ে আছে রোদ মুনের কপালে ভালোবাসার পরশ একে দিয়ে মুন কে ডাকতে লাগলো

রোদ: মুন উঠ অনেক বেলা হয়ছে ভুলে গেছো আজ কি?
মুন: উহু সব মনে আছে কিন্ত আর একটু থাকি যদি আর না পান
রোদ: সকাল সকাল আমার হাতে মার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তাই না
মুন: উফফ আপনি ও না কথায় কথায় শুধু রাগ করে একটু রোমান্টিক হতে পারেন না
রোদ: রোমান্টিক তো তোমাকে কাল দেখলাম দেখ এখন ও তোমার গালে কাধে তার নিশান আছে।
মুন: হয়ছে আপনাকে আর বলতে হবে না আমি উঠলাম

বলে মুন উঠে গেলো

রোদ: তোমাকে এভাবে খুব সুন্দর লাগে

মুন: সাইকো একটা
বলে ওয়াশরুমে ঢুকে গেলো

মুন বেরিয়ে এসে দেখে রোদ ওর রেডী হয়ে আছে

রোদ: যা বলেছিলাম সব মনে আছে তো
মুন: হুম

এখন তুমি ভার্সিটিতে যাও
মুন: ওকে
যেতে গেলে কি একটা ভেবে আবার ফিরে এসে রোদকে জড়িয়ে ধরলো

মুন: আমি যদি আর ফিরে না আসি
রোদ: চুপ আর একবার ওমন কথা বলবা না আমি থাকতে তোমার কিছু হবে না আমি আছি তো
মুন: হুম
রোদ মুনের কপালে গালে কিস করলো

মুন বেরিয়ে গেলো।
তার কিছুক্ষণ পর রোদ ওর বেরিয়ে পরলো

মুন ভার্সিটিতে গিয়ে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল তখন মুনকে একটা মেয়ে ডেকে নিয়ে যায় বাইরে মুন ও যায়
বাইরে একটা গাড়ি এসে মুনকে ধরে নিয়ে যায় মুন কিছু বুঝে উঠার আগেই সেন্সলেস হয়


রোদ অফিস বসে কাজ করছিল তখনই ওর ফোন কল আসে
রোদ কল টা ধরে বেরিয়ে পরে

রোদ: যে করে হোক আমার ওকে চাই যে কোনো মূল্যে
বডিগার্ড : স্যার আমরা খুঁজছি ম্যাডাম কে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো
রোদ: যে কোনো ভাবে

রোদের আজ যেনো পাগল পাগল লাগছে ওর মনে হচ্ছে ওর মুন ওর থেকে অনেক দূরে চলে গেছে
রোদের বার বার মুনের চেহেরা ও সকালের কথা মনে পড়ছে

রোদ: কোথায় তুমি আমি তোমাকে কিছু হতে দেবো না একটু ধৰ্য্য ধরো আমি তোমার কাছে আসছি

কিছুক্ষণ পর বডিগার্ড আসলো
বডিগার্ড: স্যার আমরা সর্ব্বোচ চেষ্টা করছি কিন্ত মেম কে পেলাম না
রোদ: কি বলতে চাও আমার ওকে চাই যে কোনো মূল্যে
বুঝছ তোমরা ( কলার ধরে)

বদিগার্ড চলে গেলো

রোদ: মুন্নএনএনএনএনএনএনএন

বলে মাটিতে বসে পড়লো

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে