তোমাকে নিয়ে লিখতে চাই -লেখিকা অন্তরা ইসলাম

0
973

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
#কবিতা_তোমাকে_নিয়ে_লিখতে_চাই
#লেখিকা_অন্তরা_ইসলাম

আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।
তুমি তো আমার চিরচেনা পথ,সময়ের স্রোতে নীড়ে আসা ঢেউ।
তুমি তো আমার সবচেয়ে আপন,শুধু আমি নয় তোমার কেউ।
তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আমার হৃদয় জুড়ে, তুমি ছাড়া ভাবতে পারিনা আমি অন্য কিছুই যে।
আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।
তোমাকে নিয়ে লেখা হাজারো কবিতা এিভুবণের সবাইকে জানাতে চাই।
সামনে আছে লক্ষ, কোটি বাঁধা তোমাকে নিয়ে লেখা আমার মানা।
তোমাকে নিয়ে লিখলে হবে না জেল, হবে না ফাঁসি।
তোমাকে নিয়ে লিখলে আমার বিবেকের কাছে থাকবো সারাজীবন দোষী।
আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে