#তোমাকে_চাই (#শেষ)
#মারিয়া_তুন_রিয়া
#পর্ব_১৩
এই দৃশ্য দেখে আমরা সবাই কেদে দিয়েছি।
এমন সময় আমার সামনে একটা গাড়ি রসে থামলো। গাড়িটা দেখেই আমি বুঝতে পারলাম এটা আয়ানের গাড়ি । আয়ান একটা মাক্স পরে গাড়ি থেকে নামলো। নেমে আমার পাশে এসে দারিয়ে বলে উঠলো…………
আয়ানঃ কি হয়েছে এখানে।
মারিয়াঃ পবিত্র ভালোবাসার মিলোন হইছে।
আয়ানঃ মানে।
তারপর আমি আয়ানকে সব খলে বললাম। আমার কথা শুনে আয়ান মুচকি হেসে বলে উঠলো………….
আয়ানঃ ছেলেটা পুরাই সাইকো।
মারিয়াঃ তোমার থেকে কম।
আয়ানঃ আই নো।
মারিয়াঃ আই উইস আমাকে জদি কেউ এভাবে বলতো।
আয়ানঃ তুমি বললে আমি এখনি রোডের মাঝখানে গিয়ে মাক্স খুলে যোরে চিৎকার করে বলতে পারি।
মারিয়াঃ এখন জদি তুমি একপাও বারাইছো তোমার পা ভেঙে মেডিকেলে ভর্তি করিয়ে দিবো।
আয়ানঃ ডাকাত বউ। 🥺🥺(বির বির করে)
মারিয়াঃ কিছু বললা।
আয়ানঃ কোই নাতো। আমি কি কিছু বলতে পারি।
মারিয়াঃ😒😒
আয়ানঃ এভাবে তাকানোর কিছু হয় নি।
।
।
।
।
।
দেখতে দেখতে আরও ৫ বছর কেটে গেলো।
সবাই এখন নিজেদের মতো আছে। আমি আর আয়ান ৪ বছর সিঙ্গাপুর চলে এসেছি।
রিক আর তিশা বিয়ের পর লন্ডন চলে গেছে। রুহি আর রাফি কানাডা চলে গেছে
ভাইয়া আর আপু বিডিতে আছে। সবাই যার যার মতো সুখে আছে।
।।
আজ আমরা (মারিয়া, আয়ান,ও তাদের ময়ে আসফিয়া জাহান নিল) বিডিতে ফিরছি। ওনেক দিন পর বিডিতে যাব। তাই সবাই অনেক হ্যাপি।আমি এগুলো ভাবছি তখনি নিল এসে বলে উঠলো…………………
নিলঃ মাম্মা দেকতো আমাকে কেমন লাকতে।
আমি নিলের কথা শুনে পিছনে ঘুরতে ও কে কোলে নিয়ে বলে উঠলাম………………………
মারিয়াঃ আমার মামনি টাকে তো সব সময় ভালো লাগে।
আয়ানঃ আর আমাকে কেমন লাগছে। (আমাদের দিকে আসতে আসতে)
মারিয়াঃ লাগছে মোটামুটি।
আয়ানঃ শুধু মোটামুটি। (আমার দিকে এগতে এগতে)
মারিয়াঃ নিল আছে কিন্তু।
আয়ানঃ ওটা সমস্যা না। (নিলকে আমার কোল থেকে নামিয়ে)
মারিয়াঃ মানে।
আয়ানঃ দারাও বলছি।
বলেই আয়ান নিলকে বললো বাবা একটু পিছনে ঘুরে চোখ বন্ধ করে 100 কাউন্টিং করো।
নিলঃ ওকে পাপা।
বলেই নিল পিছনে ঘুরে কাউন্টিং করা শুরু করলো।
আর এদিকে আয়ান আমার কাছে এসে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো।
নিলের কাউন্টিং শেষ হওয়ার কিছুক্ষন আগে আমাকে ছেরে দিলো।
আয়ান ছেরে দিতেই আমি বলে উঠলাম………..
মারিয়াঃ যেমন বাপ তার তেমন মেয়ে। দুইটাই জালায়।
আয়ানঃ😉😉
।
।
।
।
বাংলাদেশে…………
আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে ৫ মিনিট আগে। আমরা সব ফরমালিটি পুরন করে বাহিরে যেতেই আমি অবাক। কারণ আমার সামনে রিক,তিশা ও ওদের মেয়ে রিধি সাথে রাফি,রুহি ওদের ছেলে ইসান দারিয়ে। রুহি আর তিশা আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে যাপটে জরিয়ে ধরে কেদে দিলো। আমিও ওদের সাথে তাল মিলিয়ে কান্না করছি। ওদের পিছন পিছন ভাইয়া আপু ওদের ছেলে আকাশ রিক রাফি সবাই আসলো। আমি ওদের ছেরে বাকি সবার কাছে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গারিতে উঠে নিজেদের গন্তব্য চলে গেলাম।
……………#The_End……………….