তোকে খুব ভালোবাসি পর্ব-০৩

0
2060

#তোকে_খুব_ভালোবাসি
#পর্ব_৩
#জাফিরাহ_জারিন

নিধি অনেক্ষণ ধরে খেয়াল করছে যে রিদির মনযোগ ক্লাসে নেই।সে অন্যকিছু একটা ভাবছে আর কিছুক্ষন পরপর মুচকি হাসছে।
নিধি:কিরে রিদি!! গায়ে প্রেমের হাওয়া লেগেছে নাকি??
রিদি:কি যা তা বলছিস তুই??
নিধি: ঠিকই তো বলছি। ক্লাসে অন্যমনস্ক থাকা,কিছু ভেবে মুচকি হাসা এগুলো তো প্রেমেরই লক্ষণ গো বান্ধুবি!!
রিদি: আরে না।
নিধি: তাহলে কি ভাবছিস?? তুই নিজেই বল।
রিদি: আসলে আমি ওই ছেলেটার কথা ভাবছি।
নিধি: কোন ছেলে??
এরপর রিদি নিধিকে সব কিছু খুলে বলল।
নিধি: এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস।এই দুনিয়ায় কারো কাছে আমার দাম নেই গো!! ( ন্যাকা কান্নার ভান করে)
রিদি: শেষ হয়েছে তোর নাটক?? এইবার তুই বল যে ওই ছেলেটা আমার নাম জানল কি করে??
নিধি: হুম।এটা তো গভীর চিন্তার বিষয়।লেট মি ভাবিং ভাবিং।
রিদি: তোর ভাবতে ভাবতেই দিন চলে যাবে।
নিধি: আরে প্যাঁচাল পারিস না তো। আমাকে ভাবিং করতে দে।
রিদি: আল্লাহ!! আমি এই মেয়েকে নিয়ে কই যাবো??
নিধি: শ্বশুরবাড়ি!! তুই আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে পারিস।আমি মাইন্ড করব না।
নিধির কথা শুনে রিদি দীর্ঘশ্বাস ফেলল।এই মেয়েকে সিরিয়াস করার ক্ষমতা আর যাই হোক অন্তত রিদির নেই।
______________________________________
ক্লাসে বসে বসে রিদির কথা ভাবছে আর হাসছে শুভ।শুভর মুখে নিজের নামটা শোনার পর রিদির মুখটা দেখার মত ছিল।বেচারা হয়ত এখনও ভেবে চলেছে যে শুভ তার নাম কি করে জানল।
ফ্ল্যাশব্যাক,
শুভ: আমাকে একটা মেয়ের ইনফরমেশন দিতে হবে।পারবে??
নিহা:কোন মেয়ে??
শুভ: মেইবি কলেজে পড়ে।গায়ের রং ফর্সা।উচ্চতা ৫’৩” এর কাছাকাছি।আর হ্যা ওর ডান গালে একটা তিল আছে।
নিহা:মেইবি আমি চিনি।আমি তোমাকে কালকে ওর ইনফরমেশন দিব।
শুভ: ওকে ডান।
পরের দিন সকালে,
নিহা: শুভ ভাইয়া!!!
শুভ: আরে নিহা। পেয়েছো ইনফরমেশন??
নিহা:হুম।
শুভ:দ্যাটস গ্রেট।কে সে??
নিহা: ওর নাম রিদি রহমান।ইন্টার ২য় বর্ষে পড়ে।
শুভ:থ্যাংক ইউ সো মাচ।
নিহা:ইটস ওকে ভাইয়া।
________________________________________
ভার্সিটিতে ক্লাস শেষ করে বের হচ্ছে নিধি।হঠাৎ করে সে কারোর সাথে ধাক্কা খেল।
নিধি: এই কোন কানা বগির ছা আমাকে ধাক্কা দিল রে??
ছেলে: মাইন্ড ইউর ল্যাংগুয়েজ।
নিধি:তোর ল্যাংগুয়েজ নিয়ে তুই থাক।আমার মুখ,আমার কথা।আমি যেভাবে খুশি সেভাবে বলব।তোর কি??
ছেলে: আচ্ছা মেয়ে তো আপনি।
নিধি:আচ্ছা বাদ দেন।এখন আমাকে সরি বলেন।
ছেলে: কেন??
নিধি: কেন মানে?? এই যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি আমার এত্তওওওওও মুল্যবান সময় নষ্ট করলেন তাই।
ছেলে: আমি কোনোমতেই সরি বলব না।
নিধি:ওকে। তবে এর শোধও আমি সুদেআসলে তুলব।
এই বলে নিধি চলে গেল।
ছেলে:এতো পুরাই ধানিলঙ্কা।
শুভ: আরে নিরব তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন??আর ওইদিকে কি দেখছিস তুই??
নিরব:ধানিলঙ্কা।
শুভ:মানে??
নিরব: ক্যান্টিনে চল।সেখানে গিয়ে সব বলছি।
_____________________________________
রিদি:আরে তুই আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস??
নিধি:আরে চলতো।গেলেই দেখতে পাবি।
কিছুক্ষন আগে,
নিজের রুমে বসে বসে পড়ছে রিদি।বাবা-মা রিদির ফুফুর বাসায় গেছে।কালকে আসবে।হঠাৎ কলিংবেল বেজে উঠল।রিদি গিয়ে দরজা খুলে দেখে নিধি দাঁড়িয়ে আছে।রিদি নিধিকে ভেতরে বসতে বলল।
রিদি:এই সময় এলি যে??
নিধি: কেন আসতে পারি না??
রিদি: আরে তা না।কোনো বিশেষ কারণ আছে??
নিধি:হুম।তুই আগে রেডি হয়ে আয়।
রিদি:কেন??
নিধি:তুই আগে যা।
এই বলে নিধি রিদিকে ঠেলে পাঠালো রেডি হতে।রিদিকেও তাই অগত্যা যেতে হলো রেডি হতে।রিদি রেডি হয়ে এলে নিধি গেটে তালা দিয়ে রিদিকে নিয়ে যাওয়া শুরু করে।সারা রাস্তায় নিধি একটা কথাও বলে নি।রিদি অনেকবার জিজ্ঞাসা করেছে যে তারা কোথায় যাচ্ছে।কিন্তু নিধি কিছুই বলে নি।কিছুক্ষন পরে তারা এসে একটি স্টেডিয়ামে পৌছাল।সেখানে উপচে পড়া ভিড়।
রিদি:এখানে কেন আনলি??কি আছে এখানে??
নিধি:তেরা হিরো।
রিদি:মানে??
নিধি:সামনে তাকা।নিজেই মানেটা বুঝতে পারবি।
রিদি সামনে তাকিয়ে অবাক হয়ে যায়।কারণ সামনে আর কেউ নয় বরং শুভ দাঁড়িয়ে। শুভকে দেখে রিদি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌছে
গেছে।
রিদি: এই লোকটা এখানে কি করছে??
নিধি: এখন আর এই লোকটা বলা লাগবে না জানু।আমি তোমার এই লোকটার সম্পর্কে সব তথ্য পেয়ে গেছি।
রিদি: কি তথ্য??
নিধি: এনার নাম শুভ আহমেদ।অনার্স ৩য় বর্ষে পড়ে। আহমেদ গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রি এর সিয়াম আহমেদের একমাত্র ছেলে হচ্ছে শুভ আহমেদ।
রিদি: ওহ।
এই বলে রিদি ও নিধি দুজনেই সামনে তাকালো।
_______________________________________
শুভ স্টেজে উঠে সামনে থাকা দর্শকদের দেখছিল।হঠাৎ করে তার চোখ যায় রিদির উপর।প্রথমে সে ভেবেছিল মনের ভুল।পরে শুভ খেয়াল করল যে রিদি সত্যিই ওখানে আছে।রিদিকে এখানে দেখে শুভ খুব খুশি হয়েছে।শুভ একটা মুচকি হাসি দিয়ে গাইতে শুরু করল,
🎶Main zameen tu asman
Main daag hu tu chand sa
Tu baarish hai main ret hu
Main dhun koi tu raag sa
Mainu apna banale meri heriye(2)
Aya hai ada karke……
Boohe bariya hay Boohe bariya…
Boohe bariya ena le kanna tapke
Tu aja bhi hawa banke….
Boohe bariya hay boohe bariya..
Chulu tujhe jaise koi
Chand ko chuna cahe…
Chahu tujhe jaise koi
Baccha khelona cahe…
Fikar ki raat mein
Tu sukoon ki nind hai
Patzhar ke mausam me tu
Barish ki pehli boond hai..
Nirmaan aj eid tere vaste..
Aya hay ada karke…..
Boohe bariya hay boohe bariya…🎶
পুরো শুভ রিদির দিকে তাকিয়ে গেয়েছে।রিদি সেটা বুঝতে পেরে মুচকি হাসল।
চলবে……………

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে