তুমি শুধু আমার পর্ব-১৮

0
1896

#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:18
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
আকাশটা হালকা হালকা পরিষ্কার হয়ে গেছে!!হালকা কুয়াশায় ডেকে আছে রাস্তা!!পরিবেশটা এখনো নির্জন!!হয়তো এখনো ভোর হয়নি তেমন!!এখনও আরিয়ানকে জড়িয়ে ধরে আছি আমি!!কেমন জেনো ভালো লাগা কাজ করছে আমার ভিতর!!এক অদ্ভুত মায়া আর এক অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার!!কাল সারারাত আমি আরিয়ানকে জড়িয়ে ধরে ছিলাম ভাবতেই পারছি না!!আরিয়ান সত্যি খুব ভালো!!ভাবা যায় একটা ছেলেকে সারারাত জড়িয়ে ধরে ছিলাম আমি!!আস্তে আস্তে মাথা সরালাম আমি!!আরিয়ানের মুখ অসম্ভব রকম মায়া আছে!!এই প্রথম হয়তো কোনো ছেলেকে নিয়ে এতটা ভাবছি আমি!!আমি ছেলেদের প্রতি বরাবরি একটু ভীতু টাইপের!!সব সময় ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকি আমি!!কিন্তু এই আরিয়ানের কাছ থেকে যতই দূরে থাকার চেষ্টা করি না কেন ঠিক ততই আমার কাছে চলে আসেন!!এই মুহুর্তে আমার খুব ভালো লাগছে!!আবার শক্ত করে জড়িয়ে ধরলাম আমি আরিয়ানকে!!সে এখনও ঘুমে কাতর হয়ে আছে!!হয়তো কাল সারারাত ঘুম হয়নি তার!!এই মুহূর্তে আমি একটু ব্যাটার ফিল করছি!!কিন্তু এই মুহুর্তে আমার মনে হচ্ছে এখনই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত!!কারন এই ভাবে যদি কেউ আমাদের দেখে ফেলে তবে ভয়ংকর সমস্যার সৃষ্টি হতে পারে!!আস্তে করে আরিয়ানকে ডাক দিলাম আমিঃ
!
প্রথম ডাকে না উঠলেও ২য় ডাকে উঠে গেলেন উনি!!
!
আরিয়ানঃ তোমার শরীর ঠিক আছে এখন??
!
হুম অনেকটা!!!
!
আরিয়ানঃ oh god Thank You!!কালকে রাতে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আমি জানো তুমি!!!
!
কেন??
!
তোমার কিছু মনে নেই!!
!
না তো………
.
.
.
.
!……………………🌸ফ্ল্যাসবেক🌸………………..!
.
.
.
.
[কাল রাতে আরিয়ানকে জড়িয়ে মীম ঘুমানোর কিছুক্ষন পর আরিয়ানের কেমন জেনো সন্দেহ সন্দেহ লাগছিল……কোনো হেলদোল দেখছিল না মীমের সে!!!
!
আরিয়ান মীমকে ছাড়িয়ে অনেকবার ডাকল !!কিন্তু মীমের কোনো হেলদোল না পেয়ে আরো ভয় পেয়ে যায় আরিয়ান!!পরক্ষণেই আরিয়ান বুঝতে পারে মীম অজ্ঞান হয়ে গেছে!!কী করবে কিছু বুঝতে পারছে না আরিয়ান!! তারপর বৃষ্টির পানি হালকা গরম করে একটা কাপড় ভিজিয়ে সারারাত মীমের মাথা জলপট্টি দেয় সে!!এভাবে করতে করতে কখন যে আরিয়ান মীমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরে বুঝতেই পারে নি!!]
.
.
.
.
বর্তমান……..
!
আরিয়ানঃতোমার সত্যি কিছু মনে নেই!!
!
না কিছু হয়েছিল রাতে আমার!!
!
আরিয়ানঃনা কিছু হয় নি চল তাড়াতাড়ি এখান থেকে!!
!
জ্বী চলেন!!
!
তারপর আমি আর আরিয়ান চলে আসলাম আমাদের গন্তব্যে!!!
-পুরো রাস্তাই আমি আরিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে এসেছে!!এতে উনিও কিছু বলে নি আর আমিও কিছু ভাবিনি!!আমার খুব ভালো লাগছে ওনার সাথে সময় কাটাতে!!!কাল রাতের পর থেকে ওনার প্রতি আরো বিশ্বাস চলে এসেছে আমার!!শুধু একটা কথা মাথায় ঘুরছে!!উনি রাগি হলেও মন থেকে অনেক “ভালো”!!
.
.
.
.
.
প্রায় তিনঘণ্টা পর……..
বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আরিয়ান!!তবে এভাবে দাঁড়িয়ে থাকার পিছনেও একটা কারন আছে সেটা হলো আরিয়ান কিছু বলবে আমায়!!তবে এখনো বলছে না!!এভাবে কিছুক্ষন যাওয়ার পর হর্ঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল!!
!
আরিয়ানের আম্মুঃ হ্যালো তুই কই সারারাত কোথায় ছিলে তোকে ফোনে পাচ্ছি লাম না কেন???
!
আরিয়ানঃ আম্মু আমি বাসায় এসে সব বলছি!!এই বলে ফোনটা কেটে দেয় আরিয়ান!!
!
আরিয়ানঃতুমি বাসায় যাও আর নিজের যত্ন নিও!!আর খাবার ভালো মতো খাবে!!ঠিক আছে
!
ওকে!!আর কিছু বলবেন??
!
আরিয়ানঃবলতে তো অনেক কিছুই চাই কিন্তু বলতে পারছি কই (বিড় বিড় করে)
!
ভাইয়া বিড় বিড় করছেন কেন!! কী বলবেন বলে ফেলুন!!!
!
আরিয়ানঃ কিছু না যাও তুমি!!!এতটুকু বলে হন হন করে গাড়ি নিয়ে চলে গেল আরিয়ান!!!
!
আর আমি হাবলাম মতো তাকিয়ে রইলাম!!কি যে বলতে চান বলবে বলবে বলে আর বলতেই পারেন না!!….কিছুক্ষন পর আমিও চলে আসলাম রুমের ভিতর!!!
!
!
বিছানায় শুয়ে আছি শরীর এখনো অনেক ক্লান্ত আমার!!কেমন যেন চোখ বন্ধ করলেই আরিয়ানের মুখটা ভেসে আসে আমার!!কিন্তু কেন হচ্ছে এমন কই আগে তো কখনো হয় নি এমন আমার!!!
.
.
.
.
.
.
.
.
.
.
দেখতে দেখতে ১০ দিন কেটে গেল!!এখন পুরো পুরি সুস্থ আমি!!এই ১০দিনে কারো সাথে কারোই তেমন দেখা হয়নি!!না আরিয়ানের সাথে আমার, আর না মিতুর সাথে রোহানের!!তবে মিতুর সাথে আমার দেখা প্লাস কথাও হয়েছে রোজ!!রোহান যে তাকে প্রপোজ করেছে তাও বলেছে আমায়!!তবে তার দিক থেকে হ্যাঁ হবে কিনা, না হবে সেটা এখনো অজানা আমার কাছে!!আজকে আবার যাবো দিহান ভাইয়াদের বাসায় আর বাকি ৫দিন তাদের বাসায় থাকব এমন একটা পরিকল্পনা করা আছে আমাদের!!কারন কাল থেকে দিহান ভাইয়াদের বাড়ি সাজানো থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে সবই শুরু হবে!!বিষয়টায় খুব এক্সাইটেড আমি!!!আমার ভাবনায় ছেদ পরল মোবাইলের রিংটোনের শব্দে!!উপরে মিতুর নাম দেখে মুচকি হেসে কল তুললাম আমি!!
!
মিতুঃ দোস্ত তাড়াতাড়ি তৈরি হয়ে থাক আমি আসছি!!!
!
ওকে আয় সাবধানে আসিস!!!
!
মিতুঃ ওকে!!!
ফোন কেটে দিল!!!
.
.
.
.
.
যেহেতু আম্মুকে সবকিছু বলাই আছে!!তাই নো টেনশন!!!আলমারি থেকে কিছু জমা কাপড় বের করে ব্যাগে ভরে নিলাম আমি!!আর একটা ব্লাক কালার থ্রি-পিচ পরে নিলাম!!চুল খোলা,চোখে হালকা কাঁজল,আর হালকা ঠোঁট গোলাপি রঙের লিপস্টিক!!ব্যাস তৈরি আমি!!এর ভিতর মিতু এসে হাজির হাতে একটা ব্যাগ!!আজকে মিতুও একটা ব্লাক থ্রি-পিচ পড়েছে!!সেইম সাজ আজকে মিতুও খুব একটা সাজে নি!!এতে বেশ অবাক হলাম আমি!!
!
কিরে আজকে এতো কম সাজ??
!
মিতুঃ এমনি!!
!
না তাল মে কুচ তো কালা হে বেবি!!জালদি সে বলো বেবি!!
!
মিতুঃ আরে কোনো কালা বালা নাই এমনি তোর মতো সাজলাম আর কিছু নয়!!
!
তারপরও মিতুর কথা বিশ্বাস হচ্ছে না!!
!
মিতুঃতোর সন্দেহ করা শেষ হলে এখন আমরা যেতে পারি!!!
!
ওকে!! তারপরও কোথাও তো একটা কালা নিশ্চয়ই আছে!!! (মনে মনে)
.
.
.
.
তারপর আম্মু-আব্বু আর রাকিবকে বিদায় দিয়ে চলে আসলাম আমরা!!এসে বসে পরলাম গাড়িতে!!গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে………
.
.
.
.
.
_________________________________________
.
.
.
.
.
-রুমের মধ্যে দরজা বন্ধ করে লুঙ্গি ড্যান্স দিচ্ছে তানিশা!!আজকে সে খুব খুশি আর মাএ কয়েকটা দিন পরই সে আবিরের বউ হয়ে যাবে ভাবতেই লজ্জা লাগছে তার!!সাথে একরাশ ভালো লাগা!!পরক্ষনেই আবার মা-ভাইকে চলে যাবে পরের বাড়িতে ভাবতেই কষ্ট হচ্ছে তার!!সাথে সাথে মিউজিক বন্ধ করে দেয় তানিশা!!চোখ দিয়ে দু’ফোটা পানি পড়ে যায় নিচে!!এমন সময় দরজার বাহিরে রাইসা ভাবি বলে উঠলঃ
!
ননদিনী, আর রুমে বসে কি করবে তোমার বন্ধুরা এসে পরেছে!!পরক্ষণেই মুখে হাাসি ফুটে উঠল তানিশার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে!!!
.
.
.
.
দরজার বাহিরে দাঁড়িয়ে আছি আমি আর মিতু!!এমন সময় তানিশা দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাদের!!!আমরাও মুচকি জড়িয়ে ধরলাম তানিশাকে!!হর্ঠাৎ মনে হলো ও আমাদের জড়িয়ে ধরে কাঁদছে!!
!
কি হলো কাঁদছিস কেন???
!
তানিশাঃচুপ…………
!
মিতুঃ কি হলো বলবি না আমাদের!!
!
তানিশাঃএমনি খুব কষ্ট হচ্ছে তোদের ছেড়ে মা ভাইয়া সবাইকে ছেড়ে চলে যাবো তো তাই!!
!
দুর পাগলি এতে কাঁদা লাগে নাকি আর তুই তো ঢাকাতেই থাকবি নাকি যখন ইচ্ছে হবে তখনই চলে আসবি আমাদের কাছে!!!
!
!
এমন সময় আন্টি বলে উঠল একটা ভুল হয়ে গেছে রে!!
!
মিতুঃ কি হয়েছে!!!
!
আসলে এত কিছুর ভিতর মনে ছিল না আবিরের আঙুলের আন্টির মাপ আনা হয় নি তো!!
!
তাতে কি হয়েছে কাব্য ভাইয়াকে বললেই তো সে নিয়ে আসতে পারে!!
!
আন্টিঃকাব্য আর দিহান তো কিছু জিনিস আনতে চট্টগ্রাম গেছে!!আসবে তো কালকে!!এত কাজের ভিতর এখন কী করব বুঝতে পারছি না!!হর্ঠাৎ মিতু বলে উঠলঃ
!
আন্টি তুমি কোনো চিন্তা কর না আমি আর মীম আছি না আমরা যাবো আবির ভাইয়াদের বাসায়!!!
!
আন্টিঃ কিন্তু
!
মিতুঃ কোনো কিন্তু নয়!!? এখন কথা হলো আমরা তো আবির ভাইয়াদের বাসা চিনি না তবে কিভাবে যাবো!!!
!
আন্টিঃ ড্রাইভার চিনে কোনো সমস্যা নেই তবে কিন্তু তোরা পারবি তো!!
!
মিতুঃ কেন পারবো এই যাবো আর আন্টির মাপ নিয়ে এই চলে আসব!!মিতু আমার আর তার ব্যাগ রেখে আমার হাত ধরে নিয়ে আসল নিচে!!এতক্ষণ মিতুর কথা শুধু শুনেই গেলাম হ্যাঁ না কিছুই তো বললাম না!!!
!
আন্টি ড্রাইভারকে সব বুঝিয়ে বলল তারপর আমরা গাড়িতে বসে পরলাম!!ড্রাইভার কাক্কু গাড়ি চালাতে শুরু করলেন!!!
.
.
.
.
.
প্রায় এক ঘন্টা পর আবির ভাইয়াদের বাড়িতে এসে পৌছালাম আমরা!!এই এক ঘন্টায় প্রচুর জারছি মিতুকে আমি!!মাইয়া ডায় সব জায়গায় বেশি বুঝে!!
!
!
দরজার কলিং বেল চাপ দিতেই আবির ভাইয়ার আম্মু দরজা খুলে ভিতর ঢুকতে বললেন আমাদের!!আমরা মিষ্টি হেসে সালাম দিলাম আন্টিকে!!!
!
আন্টিও সালামের উওর দিয়ে বললঃ
!
তোমরা বসো আমি একটু আসছি!!সোফায় বসলাম আমরা!!এমন সময় সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামল রোহান ভাইয়া আর তার পিছনে আবির ভাইয়া!!কিন্তু কারনটা বুঝতে পারছি না!!রোহান মিতুকে দেখতে পেয়ে “থ” হয়ে দাঁড়িয়ে পরল!!হয়তো সে বিশ্বাস করতে পারছে না এটা মিতু!!রোহান ভাইয়াকে দাঁড়াতে দেখে আবির ভাইয়াও দাঁড়িয়ে পরল!!আমাদের দেখে মুচকি হেসে বললঃ
!
কেমন আছো তোমরা!!
!
জ্বী ভাইয়া ভালো আপনারা!!!
!
আবিরঃ হুম ভালো!!
!
মিতুঃ তা ভাইয়া আপনারা ঘরে বসে কাবাডি খেলছিলেন নাকি!!
!
রোহানঃ আরে না কাবাডি খেলবো কেন আমি শুধু আবিরকে বলছিলাম বা……আর কিছু বলার আগেই আবির রোহানের মুখ চেপে ধরল!!
!
আবিরঃ তোমরা এই পাগলটার কথা শুনো না তোমরা বস আমি ছাগলটাকে এইটাকে নিয়ে যাচ্ছি!!!
!
আবির আর রোহান চলে যাওয়াতে হাসলাম আমরা দুজন!!!
.
.
.
.
.
.
.
[এই বার তবে কারনটা বলা যাক!!কিছুক্ষন আগেই আরিয়ান আর রোহান আসছে আবিরদের বাসায় তারাও মীম আর মিতুর মতো বাকি ৫দিন আবিরদের বাসায় থাকবে!!সে যাইহোক রুমের মধ্যে বসে আড্ডা দিচ্ছিল তিনজনই!!এমন সময় রোহান বলে উঠল ভাই কাব্যের বাসর ঘরে তো চৌকির তলায় লুকিয়ে ছিলাম!!তোর সময় রুমে সিসি ক্যামেরা লাগামু এই বলে রোহান দৌড় দেয় রুম থেকে আর তার পিছন পিছন আবির!!][দুজনের কান্ডে আরিয়ান রুমের মধ্যেই হাসতে থাকে!!তার হাসি থামছে না কিছুতেই]
.
.
.
.
.
.
.
সোফায় বসে আছি আর আমাদের সামনে টেবিলে এক গাধা খাবার রেখে গেছে আন্টি!!নানা রকমের ফল থেকে শুরু করে নুডলস সেমাই সবই আছে এখানে!!অল্প অল্প করে প্রায় সব আইটেম থেকে খাবার খেয়েছি আমরা!!
!
মিতুঃ আন্টি আবির ভাইয়ার আর কিছু বলার আগেই আন্টি বলে উঠলঃ
!
আমি জানি তোমরা এখানে কেন এসেছো কিন্তু তোমাদের দুপুরের খাবার না খাইয়ে ছাড়ছি না আমরা!!
!
বলছিলাম কী আন্টি আজ থাক আবার অন্য আরেক দিন আসব আমরা!!
!
না আন্টি শোনার পাএ নন শেষমেশ আন্টির জোরাজোরি তে রাজি হয়ে গেলাম আমরা!!
!
আন্টিঃ তোমাদের খাবার খাওয়া হয়ে গেলে পুরো বাসাটা ঘুড়ে দেখতে পারো!!
!
বিনিময়ে আমরা শুধু মুচকি হাসলাম!!
!
পিছন থেকে রোহান বললঃ
!
কোনো চিন্তা কর না তুমি মামুনি!!আমরা আছি না!!আমরা আমাদের বিয়াইনদের খুব ভালোভাবে দেখাশুনা করব!!
!
আরিয়ানঃঠিকই বলছ তুই রোহান যত যাইহোক আমাদের বিয়াইন লাগে এরা!!
!
!
এদের দুজনের কথা শুনে আত্মা সমেত কেঁপে উঠল আমার এরা এমন ভাবে বলছে নিশ্চয় এদের মাথায় কিছু চলছে!!মিতুর দিকে তাকাতে আমি বুঝতে পেরেছি ও সেইম ভাবে ভয় পেয়েছে!!!
!
কে জানত এরা এখন এখানে থাকবে তাইলে কখনোই আসতাম না আমি!!!
!
এদিকে আরিয়ান আর রোহান শয়তানী মার্কা হাসি দিচ্ছে আমাদের দিকে তাকিয়ে!!!!!
!
!
#চলবে………………..
!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে