তুমি শুধু আমার পর্ব-১৬

0
1889

#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:16
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
কেউ শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমাকে!!আস্তে আস্তে চোখ খুললাম আমি!!জানালা ভেদ করে কুয়াশায় ঘেরা কিছুটা মুখে পরছে আমার!!হালকা মনো মুগ্ধ করা বাতাস মাতাল করে দেওয়ার জন্য যথেষ্ট!!বাতাসে আমার চুলগুলো উরছে অসম্ভব ভাবে!!বিষয়টা খুব ভালো লাগছে আমার কাছে!!খুব বেশি হলে এখন ৫ঃ৩০ টা ৬ঃ০০টা বাজবে…!!..প্রকৃতি মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয়!!এমনই একটা পরিবেশে করে এসেছিলাম আমরা এখন চলে যাচ্ছি বিষয়টা কিছুটা কী অদ্ভুত তাই না!!হর্ঠাৎ পাশে থাকা ব্যক্তির দিকে চোখ আমার!!অসম্ভব সুন্দর লাগছে তাকে!!কি সুন্দর দেখতে লাল হনুমানকে কিছু শালার চোখগুলো খুবই ভয়ানক দেখলে তো আমার শরীর কাঁপতে শুরু করে!!আচ্ছা ছেলেদের এত সুন্দর হওয়া চলে নাকি!!হর্ঠাৎ তার বাম চোখের কোনায় চোখ গেল আমার ছোট্ট একটা দাগ আছে!!অদ্ভুত ব্যাপার আমারো আছে!!আরিয়ানকে পর্যবেক্ষণ করতে করতে হর্ঠাৎ সামনে থাকা দুই ব্যক্তির দিকে চোখ গেল আমার!!দুজনেই এক অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে!!ওদের দুজনকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে এই মুহুর্তে!!মিস ঝগড়ুটে আর কানা বাঁদর!!আনমনে হাসলাম আমি!!এমন সময় আরিয়ান উঠে গেল!!এই মুহূর্তে রাগারাগি করার প্রশ্নই আসে না!!তাই মিষ্টি হেসে বললামঃ
!
গুড মর্নিং
!
মনিং!!
!
তারপর একে একে সবাই উঠে গেল!!এমন সময় কাব্য ভাইয়া আসল আমাদের কাছে এসে বললঃ
!
সবাই তৈরি হয়ে নেও আমরা এসে পরেছি!!তারপর একে একে সবাই তৈরি হতে লাগল!!
!
ঢাকা রেলস্টেশনে দাঁড়িয়ে আছি আমরা!!এই মুহূর্তে সবাই এক সাথে যাওয়া পসিবল নয়!!কারন এত ব্যাগ তার সাথে এত মানুষ অনেক ঝামেলা হয়ে যেতে পারে!!তাই আমি আর মিতু একসাথে যাওয়ার উদ্দেশ্যে সবাইকে বাই বলে চলে আসলাম!!যাওয়ার সময় আন্টি বলে দিয়েছেঃ
!
আমরা যেন কালকে বিকালের মধ্যে যাই দিহান ভাইয়াদের বাসায়!!আমরাও বলে দিয়েছি ঠিক আছে!!
!
আসার সময় রোহান মিতুকে কিছু একটা বলবে বলবে বলেও বলতে পারল না!!কিন্তু আমার মনে হয় মিতু হয়তো বুঝতে পেরেছে রোহান কী বলতে চায় তাকে!!কিন্তু আমার কাছে অজানা!!
!
আসার সময় আরিয়ান তেমন একটা তাকাই নি আমার দিকে!!তবে এটা নিয়ে খুব একটা ভাবার বিষয় নয়!!সে যাইহোক!!এই মুহূর্তে অটোতে করে যাচ্ছি আমি আর মিতু আমাদের গন্তব্যে!!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
চলন্ত গাড়িতে বসে আছে ৫জন!!আবির,রোহান,আরিয়ান আর আবিরের আব্বু আম্মু!!আবির আর রোহান দুজনেই হাসাহাসি করছে কিন্তু আরিয়ান সামনের সিটে চুপচাপ বসে আছে!!এই মুহূর্তে খালি খালি লাগছে তার!!আর এটার কারনটাও তার জানা!!!হর্ঠাৎ আবিরের তানিশার কথা ভেবে মুচকি হাসল সে!!কতোদিনে ভালোবাসা তার সত্যি হতে চলেছে ভাবতেই পারছে না সে!!আর রোহান বেচারা মিতুকে কিছু বলতে পারল ভেবে আফসুস করছে!!তবে এইবার সে ভেবে নিয়েছে নেক্সট টাইম যখন দেখা হবে তখন সে নির্ভয়ে সব বলে দেবে মিতুকে!!তারপর যা হবে দেখা যাবে…….
.
.
.
.
_________________________________________
.
.
.
.
এদিকে তানিশার ভাবছে আবিরের কথা!!কিছুদিন পর সারাজীবনের জন্য সে আবিরের হয়ে যাবে আর থাকবে না কোনো বাঁধা!!এমন সময় তানিশার মাথা চাটি মারল দিহান!!
!
দিহানঃকি রে জামাইর কথা ভাবছিস নাকি!!বেশি ভাবতে হবে না কিছুদিন পর এমনি তোর হয়ে যাবে!!
!
তানিশাঃতুমি থামবে ভাইয়া!!
!
কাব্যঃকেন থামবে ও আমাদের পেত্নীটার ও যে বিয়ে হয়ে যাবে এত তাড়াতাড়ি ভাবতেই পারি নি!!
!
তানিশাঃভাইয়া তুমি ও দিহান ভাইয়ার মতো শুরু করলে!!
!
রাইসাঃএই কী হচ্ছে তোমার সবাই মিলে আমার ননদিনীর পিছনে লাগছ কেন?!!
!
তানিশাঃদেখ না ভাবি কী বলছে ভাইয়ারা!এই বলে রাইসাকে জড়িয়ে ধরে তানিশা!!সবার এমন কান্ডে আনমনে হাসল সবাই!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি!!বাসায় এসে পৌছালাম মাএ!!মিতুও গেল ওদের বাসায়!!কলিং বেল টিপ দিতেই আমার মা জননী এসে দরজা খুলল আর তার সাথে আসল আমার ছোট ভাই রাকিব!!ও আমার চেয়ে দু-বছরের ছোট কিন্তু ভাব এমন নিবে যে মনে ও বড় আর আমি ছোট!!
!
ঘরে ঢুকে আম্মুকে জড়িয়ে ধরলাম আমি!!
!
কেমন আছো তুমি!!
!
আম্মুঃতোরে ছাড়া কেমন ছিলাম!!
!
হইছে!!যাইহোক এখন খেতে দেও আমার খুব খিদে পেয়েছে!!
!
আম্মুঃতুই ফ্রেশ হয়ে আয় আমি দিচ্ছি!!তারপর আরকি চলে গেলাম আমার রুমে!!!
!
তারপর ফ্রেশ নাস্তা করে নিলাম!!তারপর রাকিবের সাথে কিছুক্ষন গল্প করে লম্বা একটা ঘুম দিলাম!!সারাদিন টুকটাক কাজ করে পুরো দিনটা পার করে দিলাম!!!
!
পরেরদিন সকালে……..
!
এলার্ম নামক একটা অপদার্থের শব্দে ঘুম ভাঙল আমার!!ঘড়ি দিকে তাকিয়ে আমি অবাক ১০ঃ০০টা বাজে…..এমন সময় মোবাইলে একটা মেসেজ আসল!!
!
মিতুঃতাড়াতাড়ি তৈরি হয়ে থাকিস দিহান ভাইয়াদের বাসায় যাব আজকে তানিশা আর আবির ভাইয়ার বিয়ের শপিং করতে যাবে!!তুই আর আমিও যাব!!!
!
ওকে,,,,,সেন্ড করে দিলাম মিতুকে!
!
তারপর বিছানা থেকে সোজা ওয়াশরুমে!!পুরো এক ঘন্টা ধরে গোসল করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে!!চোখপুরো লাল ডিব্বা হয়ে গেছে!!শরীরেও তাপ তাপ অনুভব করছি!!এই রে জ্বর আসবে নাকি আবার!!তাইলে তো গেছে আম্মুর বকা শুনতে শুনতে আমি তো শেষ কারন অনেক মানা করেছিল আম্মু বেশি গোসল না করতে কিন্তু আমি শোনার পাএ নই!!এখন বোঝো ঠ্যালা মীম তুমি!!!এমন সময় দরজা খুলে ভিতরে ঢুকলো মিতু!!আমার দেখে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেছে তার!!কারন এখনো আমি তৈরি হয় নি!!
!
মিতুঃ তুই এখনো রেডি হোস নি কেন???পিছন থেকে
!
রাকিবঃকি করে হবে আপু সেই এক ঘন্টা গোসল করে এই মাএ বের হয়ছে!!
!
তুই থামবি এখান থেকে যা আমার টা আমি বুঝতে আছি!!!
!
তারপর রাকিব আমায় একটা ভ্যানচি দিয়ে চলে গেল!!এদিকে মিতু রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে!!
!
বোইন আমারে দুই মিনিট সময় দে আমি ১০ মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি তুই বস!!
!
আজকে একটা লাল রঙের চুড়িদার পরলাম আমি!!চুল গুলো খোলা,আর সাথে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক!!হয়ে গেল না ১০ মিনিটে মিম তৈরি!!
!
ট্যান……টেনা আমি তৈরি মিতু!!চল!!
!
মিতু এক পলক আমার দিকে তাকিয়ে বলল খুব সুন্দর লাগছে তোকে!!
!
হুম বুঝজি আর পাম দেওয়া লাগবে না!!
!
মিতুঃ সত্যি বলছি!!
!
মুচকি হেসে হুম ঠিক আছে!!তোকেও খুব সুন্দর লাগছে!!
!
মিতুঃThank you!!
!
হুম হইছে এখন চল…….তারপর আম্মু আর রাকিবকে বিদায় দিয়ে চলে আসলাম আমরা!!
.
.
.
.
বিকেল ৪ঃ০০ টা……..
শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি আমি,মিতু,দিহান ভাইয়া, তানিশা, কাব্য ভাইয়া আর রাইসা ভাবি!!অপেক্ষা কখন আবির ভাইয়ারা আসবে!!দিহান ভাইয়ার বাসায় যাওয়ার পর পাক্কা ৪ ঘন্টা পর বের হলাম আমরা!!!
!
এরই ভিতর আবির ভাইয়ারাও এসে পরল!!আজকে আরিয়ান ব্লাক টিশার্ট আর ব্লাক জিন্স পরেছে চুলগুলো বরাবরের মতো করেই সাজানো!!ভালো লাগছে খুব!!আচ্ছা আরিয়ানকে নিয়ে এত ভাবছি কেন আমি!!দূর বলে মাথা থেকে ঝেরে ফেললাম তাকে!!
!
এক এক করে দোকানে শাড়ি দেখছে তানিশার জন্য!!একটা লাল বেনারসি শাড়ি দেখলাম যেটা অসম্ভব সুন্দর লাগছে!!মিতু একটা গোলাপি রঙের শাড়ি দেখিয়ে বললঃ
!
দোস্ত এটায় আমাকে কেমন দেখাবে…….
!
হুম সুন্দর!!ওখানে আয়না আছে গিয়ে দেখ তুই!!
!
আমার কথা মতো মিতুও ওদিকে গেল!!এমন সময় মিতুর হাত ধরে টান দিল কেউ!!মিতু কিছুটা ঘাবড়ে গেলেও পরে রোহানকে দেখে মনে মনে হাসল হাসল সে!!
!
রোহানঃতোমার সাথে কিছু কথা আছে মিস ঝগড়ুটে না থুরি মিতু!!
!
মিতুঃ জী বলেন???
!
রোহান মুখে কিছু না বলে মিতুর হাতে একটা চিঠি দিয়ে বলল!!আমি তোমার উওরের অপেক্ষায়!! থাকব কিন্তু!!আর কিছু বল না রোহান!!চলে গেল ওখান থেকে!!মিতু মুচকি হেসে চিঠিটা ব্যাগে ভরে নিলো তার!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
সব শপিং কমপ্লিড করতে করতে প্রায় ৯ঃ০০টা__বেজে গেছে!!এখন প্রবলেম হলো আমার আর মিতুর এত রাতে একা একা যাব কিভাবে!!এমন সময় রোহান ভাইয়া বলে উঠলঃ
!
কোনো সমস্যা নেই আমি আর আরিয়ান বাইক নিয়ে এসেছি তোমাদের আমরা বাড়িতে নিয়ে যেতে পারি!!আমরাও আর শেষমেশ কোনো উপায় না পেয়ে চলে এলাম!!
!
আবির,আবিরের আব্বু আম্মু তাদের শপিং নিয়ে গাড়ি করে চলে গেল!!
!
তানিশা,কাব্য রাইসা,আর দিহান তাদের শপিং নিয়ে তাদের গাড়িতে করে চলে গেল!!
!
আমরা দাঁড়িয়ে আছি!!আজকে একটা জিনিস খেয়াল করলাম লাল হনুমান আমার সাথে একবারও কথা বলল না!!কেন???
!
রোহানঃমিস ঝগড়ুটে তুমি আমার সাথে আসো আর আরিয়ান তুই মীমকে নিয়ে চল এই বলে তারা চলে গেল!!আর আমি ঠায় দাঁড়িয়ে আছি!!কারন আরিয়ানের কোনো হেলদোলই তো দেখছি না!!এদিকে আমার শরীরের তাপমাএা আরো বেড়ে যাচ্ছে!!মনে হচ্ছে জ্বর আজ রাতেই আসবে!!
!
বেশ কিছুক্ষন পর……….
একবুক সাহস নিয়ে বললামঃ
!
ভাইয়া যাবেন না নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন!!
দেরি হয়ে যাচ্ছে অনেক!!আরিয়ান অগ্নি চোখ নিয়ে তাকিয়ে কিছু না বলেই আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল ওনার এমন কাজে আমি চরম অবাক!!
!
রেস্টুরেন্টে একটা টেবিলে বসে কিছু খাবারের অর্ডার দিলেন উনি!!তারপর খাবার নিয়ে আসল ওয়েটার
তারপর দমক এর সুরে আরিয়ান বললঃ
!
খেয়ে নেও তাড়াতাড়ি!!
!
ওনার ধমকে কেঁপে উঠলাম আমি!! সাথে সাথে কিছু না বলেই তাড়াতাড়ি খাবার খেতে শুরু করলাম আমি!!সত্যি কথা বলতে আমারও প্রচুর খিদে পেয়েছে কে জানে কিভাবে বুঝলো লাল হনুমান!!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
এদিকে কিছুটা দূরে যেতেই রোহান বাইক থামিয়ে দেয়!!বেশ কিছুক্ষন যাবৎ দুজনেই নীরবতার মধ্যে ছিল!!হর্ঠাৎ বাইক থামানোর জন্য মিতু অবাক হয়ে বললঃ
!
গাড়ি থামালেন কেন???
!
রোহানঃতুমি কিছু খেয়েছো!!
!
মিতুঃনা তাতে কী হইছে???
!
তারপর রোহান মিতুর হাত ধরে রেস্টুরেন্টে ঢুকে ডিনার করে নিল!!তারপর আবার চলে গেল তাদের গন্তব্যের উদ্দেশ্যে!!কেউ কোনো কথা বলছে না!!দুজনেই নীরবতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে!!হয়তো দুজনেই এই মুহুর্তে অন্যকিছু ভাবার মুডে নেই!!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
ভাইয়া আমার খাওয়া শেষ এখন যাওয়া যাক!!
!
হ্যা না কিছু না বলেই খাবারের বিল দিয়ে বেরিয়ে গেলেন উনি!!ওনার এমন কাজে আমি চরম বিরক্ত!!কথা কেন বলছেন না উনি!!আল্লাহ মালুম!!!
!
তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পরলাম আমি!!বসে পরলাম আরিয়ানের বাইকে!!আমাকে বসতে দেখে!!সে তার বাইক স্ট্যাড দিল!!তারপর গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে!!
.
.
.
শরীরের অবস্থা আগের থেকেও খারাপ হয়ে আসছে আমার!!চোখ দিয়ে অলরেডি পানি পরা শুরু করে দিয়েছে,চোখ জ্বলছে কিছুটা,অসম্ভব রকম শীত করছে আমার!!তার ওপর বাইকের গতিতে চারিদিকে বাতাসে আরো শীত করছে আমার!!শরীর যে আমার ক্রমশ তার শক্তি কমিয়ে ফেলেছে!!তা খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি!!
!
কিন্তু কী করব এখন আমি!!পিছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা দিলাম আমি!!চোখ বন্ধ করে ফেলেছি আমি!!আরিয়ান বিষয়টাই অবাক হয়ে বাইক থামিয়ে দিল!!আমার শরীরের তাপমাএা হয়তো অনুভব করলো সে!!হর্ঠাৎ বলে উঠলেন উনিঃ
!
কী হয়েছে তোমার!!
!
ভাইয়া আমার শরীর ভালো লাগছে না!!এই জন্যই আপনাকে বলছিলাম তাড়াতাড়ি চলেন আপনি তো কোনো কথাই শুনলেন না!!(কাঁপা-কাপা গলায়)
!
এমন সময় ফোনটা বেজে উঠল আমার উপরে আম্মু লেখা দেখে এই মুহূর্তে কী বলব বুঝতে পারছি না আমি!!হর্ঠাৎ আরিয়ান বলে উঠলঃ
!
আমি যা বলছি তাই বল…………
!
#চলবে……..
!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে