তুমি শুধু আমার পর্ব-১২

0
1937

#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:12
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ছাঁদে মাদুর পেতে চারজন গোল হয়ে বসে আছি আমরা!!যেমন আমার পাশে আরিয়ান,তার পর রোহান,তারপর মিতু তারপর আবার আমি!!এমন ভাবে চারজন গোল হয়ে বসে আছি!!ওরা এটা ওটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে!!মিতুর সাথে আরিয়ানের খুব জমেছে!!আর আমি আর রোহান নিরব ভাবে বসে আছি!!এমন সময় রোহান বসে উঠল একটা গান গাইলে কেমন হয়!!
!
আরিয়ানঃ গা তুই!!
!
রোহানঃতুই ও গাবি!!
!
আরিয়ানঃআমার এখন ভালো লাগছে না!!
!
রোহানঃচুপ থাক তোরা বস আমি কাব্যের গিটারটা নিয়ে আসছি!!সাথে কাব্য রাইসা,আর আবির আর তানিশা আর দিহান কেও সাথে নিয়ে আসছি!!
!
আরিয়ান কিছু বলল না শুধু মাথা নাড়িয়ে হা সমর্থন দিল!!তারপর রোহান চলে গেল নিচে!!
!
মিতুঃ আচ্ছা খালি মুখে কী পার্টি জমে!!আমি বরং নিচে গিয়ে বিরিয়ানি নিয়ে আসি সাথে কোক!!সবাই মিলে একসাথে ডিনার করাও হয়ে যাবে!!
!
আরিয়ানঃঠিক আছে যাও!!
!
আচ্ছা আমিও আসি তোর সাথে!!
!
মিতুঃসবাই এইভাবে চলে গেলে কি করে হবে তুই বস ভাইয়ার সাথে আমি আসছি!!
!
আর কিছু বলার সুযোগ পেলাম না মিতু তার আগেই চলে গেল!!
!
আরিয়ানঃতোমার সাথে কিছু কথা ছিল!!
!
হুম বলেন!!
!
আরিয়ান কিছু বলতে যাবে এমন সময় আরিয়ানের ফোনে একটা কল আসে!!সাথে সাথে আরিয়ান আর কিছু না বলে ওদিকে চলে যায়!!
!
আর আমি এপাশে দাঁড়িয়ে রইলাম!!তার অপেক্ষা য়!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
মিতু আন্টিকে বলে ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট গুলো বের করছিল!!
!
ওদিকে রোহান কাব্যকে বলে তার গিটার নিয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখল মিতু ফ্রিজ খুলে কিছু বের করছে!!যা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসল!!
!
রোহান মিতুর কাছে গিয়ে কানের সামনে মুখ করে বললঃ
!
মিস ঝগড়ুটে!!
!
আচমকা এমনটা হওয়াতে ঘাবড়ে যায় মিতু!!তখন তার হাতে ছিল কোকের বোতল সেগুলো পড়ে যায় নিচে!!সাথে সাথে কোক পড়ে ঘরে কিছুটা অংশ ভিজে যায়!!
!
রোহানঃ ও সিট এটা কি করলে???
!
মিতুঃআমি কী করছি যা করার আপনি করছে!!এই ভাবে ভুতের মতো কেউ কথা বলে নাকি!!(রাগান্বিত ভাবে)
!
রোহানঃএখন কী করা যায় তাই বল
!
মিতুঃআপনি এখন এগুলো পরিষ্কার করবেন!!
!
রোহানঃওহ নো!!আমাকেই করতে হবে!!!
!
মিতুঃআপনার জন্য পরেছে এখন আপনি ঠিক করবেন!!এই বলে মিতু উল্টো দিকে দিয়ে না গিয়ে যে দিকে কোক পরেছে সেদিকে হাটা দিল!!সাথে সাথে পা সিলিপ কেটে পড়ে যায় মিতু!!
!
এদিকে মিতুর এমন কান্ডে হা হা করে হেসে দেয় রোহান!!যাতে করে মিতুর রাগ সপ্তম আকাশে উঠে গেল!!এখন মিতু পারছে না উঠতে হয়তো পা মুচকে গেছে!!এইবার রোহান কিছু একটা ভেবে মিতুর দিকে হাত বারিয়ে দিল!!মিতুও বা কম যায় কিসে হাত ধরে ওঠার বদলে হাত ধরে দিল একটান সাথে রোহান এসে পরল মিতুর গায়ের উপর!!নিজের ভুল কাজে নিজেই ফেসে গেল মিতু!!কোথায় ভেবেছিল রোহান ও তার মতো ব্যাথা পাবে তা আর হলো কই উল্টো সে নিজেই আরো ব্যাথা পেল!!এই মুহূর্তে মিতুর ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিড়ে ফেলতে!!
!
এদিকে রোহানের এই মুহুর্তে কী রিয়েকশন দিবে বুঝতে পারছে না!!শুধু এক ধানে মিতুর রাগান্বিত ফ্রেস এর দিকে তাকিয়ে আছে!!হর্ঠাৎ মিতুর কথা ধ্যান ভাঙল রোহানেরঃ
!
মিতুঃআরে কানা বাঁদর উঠেন আমার গায়ের উপর থেকে!!
!
রোহানঃআমি কি করেছি তুমি তো টান দিয়ে ফেলে দিলে!!
!
মিতুঃভেবেছিলাম তো….সে যাইহোক এখন উঠেন আমার উপর থেকে!!
!
মিতুর কথায় রোহান যেই না উঠতে যাবে এমন সময় মিতু রোহানের গলা জড়িয়ে ধরল!!
মিতুর এমন কাজে রোহান পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল!!এদিকে মিতু কিছুর দিকে তাকিয়ে তিনবার ঢোক গিলে বললঃ
!
আরশোলা……এই বলে চোখ বন্ধ করে আরো শক্ত করে জড়িয়ে ধরল রোহানকে!!
!
রোহান মিতুর মুখের আরশোলার কথা শুনে বুঝতে পারল মিতু কেন তাকে হর্ঠাৎ এমন ভাবে জড়িয়ে ধরল!!এই মুহূর্তে রোহান কি করবে বুঝতে পারছে না!! আরশোলা আছে না গেছে সে বুঝতে পারছে না!!এদিকে মিতু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে বর বর করছে!!কিছুক্ষন পর রোহান বললঃ
!
মিস ঝগড়ুটে এই ভাবে যদি জড়িয়ে ধরে রাখো তবে তো নিজেকে আর কন্ট্রোল করা যাবে না!!
!
রোহানের এমন কথায় মিতু লজ্জায়, ঘৃণা সাথে রাগ সব একসাথে মিক্স হয়ে খিচুড়ি তৈরি হচ্ছে তার মাথায়!!তারপর রোহানকে ছেড়ে দেয়!!
!
রোহানও ছাড়া পেয়ে উঠে যায় তারপর ছোট্ট একটা সরি বলে চলে যায়!!আর মিতু হাবলার মতো তাকিয়ে থাকে রোহানের যাওয়ার পানে!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
ছাঁদের এদিকে আমি দাঁড়িয়ে আছি আর ওদিকে আরিয়ান ফোনে কথা বলছে!!হয়তো তার আম্মু ফোন দিছে!!কারন অনেকক্ষন যাবৎ ওপাশের ব্যক্তিকে বলছেঃ
!
সরি আম্মু ভুল হয়ে গেছে আর এমন হবে না!!আসলে এদিকে এতটাই বিজি ছিলাম তোমার কথা মনেই ছিল না!!এই বলে এখন পর্যন্ত হাজারের উপরে হয়তো সরি বলা হয়ে গেছে!!কিন্তু তার আম্মু হয়তো এখনো তাকে ক্ষমা করে নি!!
!
এমন সময় মুচকি হেসে হাতে গিটার নিয়ে ভিতরে ঢুকলো রোহান ভাইয়া!!তার হাসার কারন এ মুহুর্তে বুঝতে পারছি না!!তাকে বললামঃ
!
ভাইয়া একা একা হাসছেন কেন??আর কাব্য ভাইয়া,রাইসা ভাবি,আর দিহান ভাইয়া আসল না!!
!
রোহানঃওরা এখন বিজি আছে আর দিহান ফোন টিপছে তাই এখন সে আসবে না!
!
ওও আর আবির ভাইয়া আর তানিশা!!
!
রোহানঃওরা আসছে!!একটু পর!!
!
এর ভিতর ছাদে ঢুকল আবির আর তানিশা!!দুজনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক কান্ত হয়ে গেছে তারা আর শাওয়ার নিয়ে মনে হয় এসেছে তারা‌!!তারপর মুচকি হেসে দুজনেই বসে পরল নিচে!!সাথে আমি আর রোহান ভাইয়াও!!এতক্ষণ পর আরিয়ান কথা শেষ করে সেও বসে পরল লো!!কিন্তু মিতুর এখনো খবর নেই গেল কই ও!!
!
আরিয়ানঃতুই শুধু কর!!
!
রোহানঃআচ্ছা তারপর তুই!!
!
আরিয়ানঃতা পরে দেখা যাবে!!
!
রোহান ভাইয়া গান শুরু করতে যাবে এমব সময় হাতে বিরিয়ানির কয়েকটা প্যাকেট নিয়ে আর সাথে কোকের বোতল নিয়ে ভিতরে ঢুকলো মিতু!!কিন্তু ওকে দেখে অনেকটা অবাক হলাম আমি!!কারন ও গিয়ে ছিল এক কাপড়ে আসল আরেক কাপড়ে কেন???
!
মিতু খাবারের প্যাকেট গুলো রেখে পাশে বসল আমার!!
!
কি রে গেলি এক কাপড়ে আসলি আরেক কাপড়ে কেন???
!
কিছু না এমনি!!
!
তারপর আমিও আর কিছু জিজ্ঞেস করি নি!!
!
তারপর রোহান ভাইয়ার গিটারের শব্দে তার গানে মনোযোগ দিলাম!!!
!
-বুকের ভিতর কান পেতে শোন
নাকি বলে মন
-কাছে এলে সুখ খুঁজে পাই
দূরে গেলে দহন!!
-এই পৃথিবী ছাড়তে পারি
তোর এক ইশারায়
-বাঁচি আমি তোরই মাঝে
তোরই তো ভরাসায়
-বাঁচি আমি তোরই মাঝে
তোরই তো ভরসায়….
!
[বাকিটা নিজ দায়িত্ব শুনে নিবেন😁]
!
অসম্ভব সুন্দর ভাবে গানটা গাইলেন রোহান ভাইয়া!!কেমন যেনো এক ধ্যান পড়ে গিয়েছিল সবাই!!
সবাই করতালি দিয়ে ভাইয়ার গানের প্রশংসা করলাম!!
!
রোহানঃআরিয়ান এখন তোর পালা!!
আবিরঃহুম তাড়াতাড়ি কর!!
আবির আর রোহান ভাইয়ার জোরাজোরি তে আরিয়ান ভাইয়াও গিটার নিয়ে গান গাইতে শুরু করলেনঃ
!
-Dil mag raha ha mohlat
-tara sat darakna ki
-tara nam sa jina ki tara nam sa marna ki
-tara sag chalo har dam man karka par sa ei
-ak ber isja jat da muja tujpa bigalna ki
.
-dakha ja jabsa tumko mana a jana
-mara kohis ka a sahar ma bas tara thikana ha
-ma vul ga a kud ko vi bas adad raha ab tum!!
!
[বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন😁]
!
ওনার গান শুনে কেমন একটা অনুভূতি আসল আমার!তবে এ অনুভূতির কারনটা বুঝলাম না!!আমি তো পুরো ধ্যান এ পরে গেছি!!লাল হনুমান এত সুন্দর গান গায় ভাবতেই পারছি না!!সবার হাতের তালিতে ধ্যান ভাঙলো আমার!!
!
সবাই আরিয়ানের খুব প্রশংসা করছিল!!
.
.
.
এভাবেই নানা গল্প গান খাওয়া দাওয়ার মাধ্যমে প্রায় আড্ডা শেষের দিকে আমাদের!!
!
গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পরলাম বুঝতে ই পারি নি!!হয়তো আমার সাথে সবাই ঘুমিয়ে পরেছিল!!আমি মিতুর ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পরলাম!!মিতু দেয়ালের সাথে মাথা দিয়ে!!ওর উল্টো দিকে রোহান পাশে আরিয়ান এখনো গিটার হাতে বসে আছে!!আর তানিশা আর আবির একে অপরের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে!!
!
রাত এখন প্রায় ২ঃ০০টা____
চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে!!তবে চাঁদের আলোয় প্রায় সবই দেখা যাচ্ছে!!সবাই কোনোভাবে ঘুমিয়ে আছে!!কিন্তু আরিয়ান ঘুমোচ্ছে না………ঘুমোচ্ছে না বললে ভুল হবে ঘুম আসছে না!!
!
হর্ঠাৎ আরিয়ান মীমকে নিজের দিকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল!!সাথে সাথে মীম ও তার গলা জড়িয়ে ধরল!!সে হয়তো ভেবেছিল এটা মিতু!!!
!
#চলবে……..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে