তুমি শুধু আমার পর্ব-০১

0
4732

#তুমি_শুধু_আমার❤[3 character]
#part:01
#Writer:#TanjiL_Mim
!

-এই স্টুপিড মেয়ে,চোখে কি দেখতে পাও না
!
-হর্ঠাৎ নিচে পড়ে থাকা একটা ছেলের মুখে এমন কথা শুনে কিছুটা কেঁপে উঠলাম আমি!!তবে এই মুহুর্তে হয়তো তার জায়গায় আমি থাকলেও সেইম ভাবেই রেগে যেতাম!!কারন ছেলেটির গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি আমি!!আর এই মুহুর্তে ছেলেটির বুকের উপর শুয়ে আছি আমি!!!ঘটনার স্থানে চারিদিকে মানুষ পুরো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের উপর!!ছেলেটি কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি!!
!
-এই ডাফার মেয়ে উঠো বলছি আমার উপর থেকে
!
-ছেলেটির কথায় ভরকে গিয়ে তাড়াতাড়ি উঠতে লাগলাম আমি!!এরই ভিতর আমার বেস্টু মিতু এসে পৌঁছালো ঘটনা স্থানে এসে বলল কি হয়েছে!!
!
আমি তানজিল মীম!!অর্নাস ১ম বর্ষের ছাএী!!আর আমার বেস্টু মিতু!!এই মুহুর্তে আমার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছি!!কিন্তু ট্রেনে প্রচুর ভীড় থাকায় আমি আমার হাতের ব্যাগটা নিয়ে ট্রেনের ভিতরে উঠলাম!!আর মিতু গিয়েছিল একটা ঠান্ডা কোক আনতে দোকানে যার কারনে তার ব্যাগটাও আমার হাতে দিল!!যার ফলে আরো ভাড়ি হয়ে গেল হাত!!দু-হাতে দুটো ব্যাগ নিয়ে ধীর গতিতে চলতে লাগতাম আমাদের সীটের কাছে!!কিন্তু হর্ঠাৎ করে পিছন থেকে কেউ ধাক্কা দেয় যার ফলে হুমড়ি খেয়ে পড়ে যাই আমি একটা ছেলের গায়ের উপর!!
!
আমার কথা শুনে মিতুর রিয়েকশন কেমন হবে যানা নেই আমার!!তবে ছেলেটি যে খুব রেগে গেছে তা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি!!ছেলেটি দেখতে প্রচুর ফর্সা,চুলগুলো খাড়া খাড়া, পরনে ব্লাক টিশার্ট আর ব্লাক জিন্স সব মিলিয়ে দেখতে অসম্ভব সুন্দর যাকে বলে ক্রাশ খেয়ে হুমড়ি খাওয়ার মতো!!কিন্তু এই মুহুর্তে তার চোখ পুরো লাল হয়ে রয়েছে!!যা দেখে আমার প্রান যায় যায় অবস্থা!!কিন্তু আমার তো কোনো দোষ ছিল না!!তাই এক বুক সাহস নিয়ে ছেলেটিকে বললামঃ
!
সরি ভাইয়া আসলে পিছন থেকে কেউ ধাক্কা দেয় যার ফলে আমি পড়ে যাই!!ইচ্ছে করে পড়ি নি!!বিশ্বাস করুন!!
!
ছেলেটি আর কিছু না বলে ভীড় ভীড় করতে করতে ট্রেন থেকে নেমে গেল!!যা দেখে একটা স্বস্তির নিশ্বাস নিলাম!!
!
এদিকে মিতুর মাথায় একটা চাটি মারলাম আমি!!যার কারন সে এখনো ভীড় ভীড় করে হাসছে ছেলেটি যেতে এখন উচ্চ স্বরে হাসছে!!!!ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে উল্টে ফেলে দেই!!
!
তাই রেগে গিয়ে চেচিয়ে উঠলাম আমি!!আমার চেঁচানোতে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে পরল!!
!
তারপর বললাম যা হয়েছে তোর জন্য হয়েছে
!
মিতুঃ যাক বাবা তুমি হুমড়ি খেয়ে পড়ে গেলি এতে আমার দোষ কোথায়??
!
তোর দোষ কোথায় মানে তুই যদি আমার সাথে আসতি তাহলে হয়তো এমনটা হতো না!! তা যার জন্য গেছিলি নিয়ে এসেছিস!!
!
এই রে না আনি নি দাড়া!! আসলে তখন শুনলাম এখানে চেচামেচি হচ্ছে তাই দৌড়ে এখানে আসলাম!!আচ্ছা তুই বস আমি নিয়ে আসছি!!বলে চলে গেল মিতু!!
!
আমি চুপচাপ ব্যাগ গুলো রেখে বসে পরলাম আমাদের সীটে!!!এর মধ্যে সেই ছেলেটি এসে বসে পরল আমার ঠিক সামনের প্লাটফর্ম এ যা দেখে আমার বুক ধড়ফড় ধরফড় করছে!!না জানি দেখে কি করে আমার সাথে!!চুপ করে জানালার বাহিরে তাকিয়ে আছি আমি অপেক্ষা কখন মিতু আসবে!!
.
.
🍁
একটা কোকের দোকানের সামনে দাঁড়িয়ে আছে মিতু!!তার ঠিক উল্টো দিকে দু-হাত দূরে ফোনে কথা বলছে রোহান!!তার উদ্দেশ্য হলো তার বন্ধুরা ঠিক কোথায় আছে তা জানা!!হর্ঠাৎ করে মিতু তার ওড়না কেউ টান দিচ্ছে এমন অনুভব করছে!!এই মুহুর্তে তার রাগ আসমান সমতুল্য হয়ে গেছে!!কারন দোকানদার তাকে প্রায় ১৫ মিনিট যাবৎ দাড় করিয়ে রেখেছে এই রোদের ভিতর!!যাতে সে চরম বিরক্ত!!তার উপর আবার ওড়না টান লাগল মিতু সামনের একটা ছেলেকে দেখে আরো মেজাজ বিগড়ে গেল!!মিতু ছেলেটির কাছে গিয়ে বলল এই মিস্টার কানা চশমা!![কারন ছেলেটির চোখে কালো চশমা পরা ছিল!!]
চোখ কি পকেট নিয়ে ঘুরতে আছে!!মিতুর কথায় ছেলেটি ফোন রেখে মিতুর দিকে তাকালো কিন্তু মিতুর কথার আগা মাথা কিছু না বুঝে বললঃ
!
কি হয়েছে
!
কি হয়েছে মানে আমরা ওড়না ধরে টানছেন কেন
!
What……..
!
আপনার what আপনার পকেটে রাখেন রাস্তার মধ্যে অসভ্যতামি করতে লজ্জা করে না!!!
!
এই যে মিস আপনি আমাকে ভুল বুঝছেন
!
তাহলে কি আমি মিথ্যে কথা বলছি!!
!
দেখুন হয়তো কোথায়ও একটা ভুল বোঝা বুঝি হচ্ছে
!
এই নিয়ে মিতু আর রোহান ভিতর কথা কাটা কাটি হচ্ছে!!এর ভিতর আবির চলে আসে এবং আবির হলো রোহানের বন্ধু!!ও আর একটা কথা গল্পের প্রথম ছেলেটার নাম হলো আরিয়ান!!আবির এসে কি হলো আরিয়ানকে পেয়েছিস!!
!
রোহানঃহুম পেয়েছি ও ওই ট্রেনে উঠেছে!!কিন্তু দেখ মিস ঝগড়ুটে বলছে আমি নাকি ওর ওড়না ধরে টানছি কিন্তু বিশ্বাস কর আমি এমন কিছুই করি নি!!রোহান তার হাত উঠানোর পড়ে দেখল তার হাতের ঘড়ির সাথে মিতুর ওড়না আটকে গেছে!যা দেখে রোহান বললঃদেখছো দোস্ত আমার ঘড়ির সাথে আটকে গেছে আমার কোন দোষ নেই!! এই ঝগড়ুটে শুধু শুধু ঝগড়া করছে আমার সাথে!!
!
ছেলেটির কথায় মিতু আরো রেগে যায় এই আপনি ঝগড়ুটে কাকে বলছেন!!
!
রোহানঃ ঝগড়ুটে কে ঝগড়ুটে বলছি কখন থেকে ঝগড়া করেই যাচ্ছে!!
!
আবার রোহান এর ভিতর ঝগড়া লেগে যায় যা দেখে আবির ওদের গিয়ে চুপ করতে বলে!!আর বলে তোদের ঝগড়ায় ট্রেন চলে যাবে আবিরের কথায় মিতুর মাথায় ট্রেনে মিম একা আছে ভেবেই আর কিছু না বলেই হন হন করে কোকের দোকানের সামনে গিয়ে কোক নিয়ে চলে যায়!!!
!
আর এদিকে হাবলা কান্তের মতো মিতু চাওয়ার পাবে তাকিয়ে থাকে রোহান আর আবির!!তার তাদের বন্ধু আরিয়ানের খুঁজতে ট্রেনে উঠল!!!!
.
.
🍁
প্রায় দেড় ঘন্টা যাবৎ বসে আছি জানালার দিকে মুখ করে ভয়ে আমার হাত পা কাঁপা-কাঁপি শুরু হয় গেছে!!!এর ভিতর মিতু চলে আসে ওকে দেখে মুখে হাসি ফুটে উঠল আমার!!ওকে দেখে বললাম এতক্ষন কি করেছিলি এত দেড়ি হলো কেন??
!
আর বলিস দোকানের সামনে একটা ছেলের সাথে জগড়া হয়ে যায় আমার!!তারপর পুরো ঘটনার বলল আমার যা শুনে আমি হাসতে হাসতে প্রায় পেট ব্যাথা হয়ে এসেছে!!!যা দেখে মিতু ওয়াশরুমের দিকে গেল!!
!
কিছুক্ষণের ভিতর আমাদের প্লাটফর্মে আরো দুটো ছেলে আসল!!যা দেখে সামনে বসে থাকা ছেলেটি উঠে হেসে জড়িয়ে ধরল ওদের আর বললঃ
!
হারামিগুলা এতক্ষণ কোথায় ছিলি তোরা কতক্ষণ যাবৎ বসে আছি!!তাদের ভিতর থেকে একজন বলে উঠল তার বলিস একটা ঝগড়ুটের সাথে ঝগড়া করে এসেছি এত করে বললাম আমি কিছু করিনি তারপরও সেই পা তুলে ঝগড়া করতে লাগল!! ছেলেটার কথা শুনে আমি যেন অবাকের চরম পর্যায়ে চলে গেছি এর মিতু এসে সামনে দাঁড়ালো আর এদিকে ছেলেটি বকবক করেই যাচ্ছে তার সাথে থাকা ছেলেটি এত করে বলছে চুপ কর কিন্তু ছেলেটির কান পর্যন্ত মনে পৌঁছাচ্ছে না!!আর তাদের এমন কান্ড দেখে বুঝে গেছি হয়তো ওনারা মিতুর কথাই বলছে!!!
!
এর ভিতর ঝাঁঝালো কণ্ঠে বলল আপনি আবার আমাকো ঝগড়ুটে বলছেন!!মিতুর কথায় ছেলেটি কিছু ঘাবড়ে গিয়ে পিছনে থাকালো!!পিছনে মিতুকে দেখতে পেয়ে আর কিছু না বলে আমতা আমতা করে বলল তুমি!!
!
মিতুঃআমি যদি ঝগড়ুটে হই তাহলে আপনি কি আপনি হলে একটা কানা বাঁদর!!এই নিয়ে দুজনের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়!! এর ভিতর আমি গিয়ে মিতুকে ধরে চুপ করতে বললাম!!বহুত কষ্টে চুপ করালাম!!তারপর ছেলেগুলোও চুপ করে বসে পরল যার যার সীটে!!
!
এর ভিতর ট্রেন চলতে শুরু করল তাদের আপন গতিতে………..
!
#চলবে………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে