তুমি আমার – লিখাঃসাবরিনা মরিয়ম স্নিগ্ধা

0
592

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃতুমি আমার
লিখাঃসাবরিনা মরিয়ম স্নিগ্ধা

তুমি আমার নয়ন মণি, তুমি প্রাণের আলো,
যতন করে ওগো প্রিয়া, তোমায় বাসি ভালো।
তোমায় ছাড়া এ জগতে, চাই না আমি কিছু,
সারাজীবন দিয়ে দেবো, আমি তোমার পিছু।
তুমি থাকো বুকের মাঝে, বাঁ পাজরটা জুড়ে,
তোমায় ছেড়ে চাইনা যেতে, অচেনা কোন দূরে।
মায়া ভরা ওই দুচোখে, মাতাল করা হাসি,
ক্ষণে ক্ষণে ভালোবাসি, সেই সে মধুর হাসি!
কন্ঠ তোমার অতি মধুর, যেন কোকিল পাখি,
পরাণ বলে সকাল সন্ধ্যা, শুধু তোমায় দেখি।
তোমায় ছাড়া এক মুহূর্ত, থাকি কেমনে বলো,
তুমি আমার মন ভূবণে, আশার প্রদীপ জ্বালো।
তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি অতি,
তুমি হারা হয়ে আমি, চাইনা ছাড়তে জ্যোতি!
ঘোমটার আড়ে যখন তুমি, বদন খানি লুকাও,
ভালোবাসার মানে তখন, আর একটিবার শিখাও।
লাজ মাখানো মুখটি তোমার, আমায় টানে যে খুব,
তোমায় নিয়ে প্রেম যমুনায়, দেবো গভীর এক ডুব।
মন গহীনে আছো তুমি, থাকো হৃদয় জুড়ে,
তোমায় ছাড়া জীবন ছন্দ, বাজে অচীন সুরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে