ডাক্তার ম্যাডাম পর্ব-৩৫+৩৬

0
1260

#ডাক্তার_ম্যাডাম
#পর্ব_৩৫
#মুমতাহিনা_জান্নাত_মৌ

তাহমিনা চৌধুরী তার ভাই এর সাথে জেরা করতে লাগলো। তাকে না জানিয়ে কেনো তার ভাই তানিশার সাথে নোমানের বিয়ে দিলো।তায়েব চৌধুরী এতো করে বোঝাচ্ছেন যে এটা এক্সিডেন্টলি হয়ে গেছে।তবুও তাহমিনা চৌধুরী বুঝতে চেষ্টাই করছেন না।
তিনি তখন বললেন,
তুই তো নোমানের মুখ দেখবি না বলে শপথ করেছিস,ওকে বাড়িতে উঠতে দিবি না বলে জানিয়েছিস তাহলে সে এ বাড়িতে আসলো কিভাবে?আর বিয়ে টাই বা হলো কিভাবে?যে ছেলের জন্য আমার মেয়ের জীবন টা একদম ওলট-পালট হয়ে গেলো সে কি করে এই বাড়িতে ঠাই পেলো?না তোর ছেলে দেখে ওর সব অপরাধ মাফ করে দিয়েছিস?
এ কয় দিন আমি না থাকায় পুরো বাড়ির চেহারাই তো পালটে গেছে।

তায়েব চৌধুরী তখন বললো তুই মাত্র আসলি বাসায়।এখন একটু রেস্ট নে আগে।তারপর পরে বিস্তারিত ভাবে শুনিস।এই বলে তায়েব চৌধুরী তার নিজের রুমে চলে গেলেন। এমনিতেই তিনি নানা রকম টেনশনের মধ্যে আছেন তার ভিতর এই তাহমিনা টা কি সব বকবকানি শুরু করে দিয়েছে।

তাহমিনা তার ভাই এর কথা শুনেও মাথা ঠান্ডা করলো না।তিনি এবার লিনার থেকে বিস্তারিত ভাবে শুনতে গেলেন।আসলে হয়েছিলো টা কি?

লিনা তখন বললো আমি তো এতো কিছু জানি না খালা।শুধু শুনেছি নোমান ভাইয়া আর তানিশা ভাবি নাকি এক সময় দুইজন দুইজনকে খুব ভালোবাসতো।কিন্তু সে কথা কেউ জানতো না।কিন্তু খালু এতো দিন দিয়ে সেই কথা শুনেছে।সেজন্য দুইজনার বিয়ে দিয়েছে।
লিনার কথা শুনে তাহমিনার মাথায় যেনো আগুন উঠে গেলো।তিনি মনে মনে ভাবতে লাগলেন তলে তলে এতো দূর পর্যন্ত চলে গিয়েছিলো তানিশা।নিজের বান্ধুবীর হবু বরকেই ভালোবেসেছিলো।যার জন্য নোমান তন্নিকে বিয়ে করে নি।যার জন্য তার মেয়ের আজ এই অবস্থা। সেই মেয়ে এই বাড়িতে সংসার করবে?তার চোখের সামনে সারাক্ষণ ঘুরঘুর করবে?না, কখনোই হবে না।তার মেয়ের জীবন টা যে এভাবে এলোমেলো করেছে তার ঠাই এ বাড়িতে কিছুতেই নাই।এই বলে একা একাই বিড়বিড় করতে লাগলো তাহমিনা।

এদিকে নোমান আর তানিশা একসাথে বাসায় ফিরলো।তবে নোমানের কেনো জানি চেম্বারের ঐ মহিলার কথা বার বার মনে পড়ছে।কিভাবে তার চোখ মুখ স্পর্শ করে দিলো মহিলাটি।সে যেনো এই স্পর্শের মধ্যে অন্য রকম একটা ভালোলাগা ফিল করতে লাগলো।তানিশাও বুঝতে পারলো না কিছু।হঠাৎ আদ্রিয়ানের আম্মু নোমানকে দেখে এভাবে ইমোশনাল হয়ে গেলেন কেনো?আর ওনার চোখে পানিই বা এলো কেনো?

তানিশারা রুমে প্রবেশ করতেই তাহমিনা চৌধুরীর সাথে দেখা হলো তাদের।নোমান তাহমিনা চৌধুরী কে দেখামাত্র বললো, ফুপি,কেমন আছো?এই বলে নোমান তাকে জড়িয়ে ধরতে গেলো।

কিন্তু তাহমিনা চৌধুরী নোমানকে সরিয়ে দিয়ে তার রুমে চলে গেলো।তিনি নিজের থেকে তো কোনো কথা বললেনই না এমনকি নোমানের প্রশ্নের ও কোনো জবাব দিলেন না।কারন তিনি এখনো রেগে আছেন নোমানের উপর।তিনি মনে করেন শুধুমাত্র নোমানের জন্যই তন্নির আজ এ অবস্থা।সেজন্য এতোদিন পর নোমানের সাথে দেখা হয়েও তিনি খুশি হলেন না।

নোমান তখন চিৎকার করে বললো,ফুপি! তোমার রাগ এখনো কমে নি?কবে কমবে রাগ?

তাহমিনা কোনো উত্তর দিলো না।

নোমানকে মন খারাপ করা দেখে তানিশা বললো,আসলে আমি সবচেয়ে বড় অপরাধী।আমি এখানে তন্নির কোনো দোষই দেখছি না।তন্নি ওর স্বার্থ দেখেছে।কিন্তু আমি যদি সেদিন আমার স্বার্থ দেখতাম তাহলে এতোকিছু ঘটতোই না।আর বাবাও তন্নির সাথে আপনার বিয়ের ব্যবস্থা করতেন না।

নোমান তানিশার কথা শুনে বললো,হ্যাঁ,ঠিক বলছো তুমি।তবে শুধু তোমার একার দোষ নয়।এতে আমারও দোষ কিন্তু কম না।আমি যদি সেদিন মুখ ফুটে বাবার সামনে সব সত্যি কথা প্রকাশ করতাম তাহলে হয় তো বাবা তখনি কিছু একটা ব্যবস্থা করতেন।এখন কত সহজে আমাদের ভালোবাসা টা মেনে নিয়েছেন।আর নিজের থেকে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিলেন।

–হ্যাঁ ঠিক বলেছেন।সেই সুযোগে আপনি এ বাসাতে আবার ফিরে এলেন।বাবার সাথে আপনার সম্পর্ক টাও ঠিক আগের মতো হয়ে গেলো।
কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না বাবা কিভাবে সবকিছু এতো সহযে মেনে নিলো?

নোমান তখন বললো তানিশা, তুমি যেটা দেখছো সেটা বাবার উপরের চেহারা।বাবা এখনো আমাকে মন থেকে মেনে নেয় নি। উনি তো এখনো ঠিক করে কথা বলেন না আমার সাথে।শুধু এই বাসায় থাকি এটাই।তাছাড়া বাবার সাথে সম্পর্ক আমার আগের মতো নেই আর।

তানিশা নোমানের কথা শুনে বেশ অবাক হলো।সে তখন বললো, কথা বলেন না?তাহলে আপনার বিয়ে দিলেন কেনো?

–বাবা,ভালোবাসাকে খুব বেশি শ্রদ্ধা করেন।সেজন্য আমার কষ্ট তিনি সহ্য করতে পারেন নি।মানে ভালোবাসার কষ্ট তিনি সহ্য করতে পারেন না।কিন্তু এই কথা টা আমি আগে জানতাম না।এতোদিনে পরিষ্কার বুঝলাম।

তানিশা তখন নোমানের কাছে এগিয়ে যেয়ে বললো, পারমিশন দিলে একটা কথা জিজ্ঞেস করতে চাই।

–কি?

–আপনার মা বাবার কি লাভ ম্যারেঞ্জ ছিলো?

–জানি না।এ বিষয়ে বাবা কখনো কিছু বলে নি।

–আচ্ছা মা কিভাবে মারা গিয়েছিলো?

মায়ের কথা শোনামাত্র নোমানের চোখে জল চলে এলো।কারণ সে যে তার মাকে কখনোই দেখে নি।
তানিশা নোমানকে চুপ করে থাকা দেখে বললো, আই এম সরি নোমান।আর কখনো জিজ্ঞেস করবো না।আমি জানি না তো এজন্য জানতে চাইছিলাম।

নোমান তখন বললো,শুনেছি আম্মু অসুখে হঠাৎ করে মারা গিয়েছেন।আমি তখন ছোটো, এজন্য মনে নেই কিছু আমার।

তানিশা নোমানের কষ্ট বুঝতে পারলো। সেজন্য সে নোমানকে জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষন।আর কিছু জিজ্ঞেস করলো না নোমানকে।কিন্তু নোমান মায়ের কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে গেলো।সে মায়ের সম্পর্কে কিছুই জানে না।এমনকি মায়ের কোনো ছবিও দেখে নি।তার বাবা কেনো জানি তাদের কখনোই মায়ের গল্প শোনান না।এমনকি তার আমান ভাইয়াও কিছু বলে নি।

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

আজ তানিশাদের বিয়ের দ্বিতীয় দিন।গা থেকে এখনো তাদের নতুন বিয়ের গন্ধ যায় নি।দুই প্রেমিক যুগলের কাছে আজকের রাত টিও প্রথম রাতের মতোই মনে হচ্ছে।ঘরের সব আলো নিভিয়ে ডিম আলোতে জ্বলছে তাদের প্রেমের লিলা খেলা।মনে হচ্ছে তারা যেনো স্বর্গ সুখে ভাসছে।আর তার সাথে বাজছে নেশা ধরানো মিউজিক।
♪♪
♪♪
Saanson ko saanson mein dalne do zara
Saanson ko saanson mein dalne do zara

Dheemi si dhadkan ko badne do zara
Lamho ki guzarish hai yeh paas aa jaaye

Hum… hum tum…
Tum… hum tum…

Aankhon mein humko utharne do zara
Baahon mein humko pighalne do zara
Lamho ki guzarish hai yeh paas aa jaaye
Hum… hum tum…
Tum… hum tum…

দুই দিন আরাম আয়াশে কাটানোর পর আজ দুইজনই তাদের কর্মস্থলে ফিরবে।সেজন্য খুব সকালে উঠতে হয়েছে তানিশাকে।যদিও লিনা একাই সব সামলাতে পারে তবুও বাড়ির বউ হিসেবে তানিশার একটা দায়িত্ব ও কর্তব্য আছে।ওদিকে শিরিন এখনো আসে নি বাসায়।সেজন্য তানিশা লিনাকে হেল্প করতে লাগলো।

লিনা রুটি বেলতে লাগলো আর তানিশা কেটে রাখা সবজি ধুয়ে রান্না করা শুরু করলো। লিনা চালু বেশি এজন্য তাড়াতাড়ি করে শেষ করলো রুটি বেলা।তারপর সে রুটি সেঁকা শুরু করলো।

কিছুক্ষণ পর তাহমিনা চৌধুরীও আসলো কিচেন রুমে।তিনি তানিশার সাথে একটা কথাও বললেন না, সোজা লিনাকে জিজ্ঞেস করলেন নাস্তা কি রেডি হয় নি?

লিনা বললো,না খালা, এখনো বাকি আছে।

তাহমিনা চৌধুরী সেই কথা শুনে চিৎকার করে
বললো,আজ এতোক্ষণ লাগছে কেনো?সবাই তো উঠে যাবে কিছুক্ষনের মধ্যে।

লিনা তখন বললো এই তো হয়ে যাবে।

তাহমিনা চৌধুরী তখন তানিশার দিকে তাকিয়ে বললো,অন্যের আশায় না থেকে নিজের কাজ নিজেই কর লিনা।তাতেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার নাস্তা রুমে দিয়ে আছিস।শরীর টা আমার বেশি ভালো না।এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন।

তানিশা বুঝতে পারলো তন্নির মা তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বললো।কিন্তু সে কিছু মনে করলো না।

লিনা এবার তানিশা কে বললো, ভাবি আপনি না হয় রুমে চলে যান। বাকি কাজ আমি করছি।আপনিও তো আজ চেম্বারে যাবেন।আপনার আবার দেরি হয়ে যাবে।

তানিশা তখন বললো,কোনো সমস্যা নেই।হবে না দেরি।

লিনা সেই কথা শুনে বললো আচ্ছা আপনি তাহলে রুটি গুলো সেঁক দিন।আমি সবজি রান্না করছি।

–ওকে।এই বলে তানিশা রুটিগুলো ধীরে ধীরে সেঁক দিতে লাগলো।আর লিনা সবজি রেডি করে এবার ডাল সিদ্ধে দিলো।আর আমানের জন্য কফি রেডি করতে লাগলো।কারণ আমান এই সময়ে আগে এক মগ কফি খায়।যেহেতু শিরিন ভাবি নাই সেজন্য লিনাই নিয়ে গেলো কফির মগটা।

অন্যদিকে তানিশা রুটিগুলো সেঁক দিয়ে নোমানের জন্যও এক মগ কফি রেডি করে রুমে চলে গেলো।

নোমান এখনো ওঠে নি।সেজন্য তানিশা কফির মগ টা টেবিলে রেখে নোমানকে ডাকতে লাগলো।নোমান কোলবালিশ টা জড়িয়ে ধরে যেভাবে ঘুমাচ্ছে মনেই হচ্ছে না সে আজ চেম্বারে যাবে।
তানিশা তখন জানালা টা খুলে দিয়ে পর্দা গুলো সরিয়ে দিলো।আর সাথে সাথে বাহির থেকে রোদের ঝিলিক নোমানের চোখে এসে লাগলো।কিন্তু নোমান তবুও উঠলো না।সে বরং অন্য পাশ হয়ে আরো ভালোভাবে ঘুমিয়ে পড়লো।
তানিশা তখন নোমানের পাশে বসে ওর মুখে ভিজা চুল দিয়ে স্পর্শ করতে লাগলো।নোমান এবার ও কিছু বললো না।সেজন্য তানিশা এবার একটা কাঠি দিয়ে নোমানের কানে সুড়সুড়ি দিতে লাগলো।

নোমান তখন তানিশার হাত টিপে ধরে বিরক্ত হয়ে বললো,তানিশা! কি করছো?ঘুমাতে দাও।

তানিশা তখন বললো,কয়টা বাজে দেখেছেন?
নোমান ঘুমঘুম কন্ঠ নিয়েই বললো,কয়টা?

তানিশা তখন শয়তানি করে বললো দশ টা বাজে।

নোমান সেই কথা শুনে এক লাফ দিয়ে উঠে বসলো।

এদিকে তানিশা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে।আর বলছে ওঠেন না বলে?এই বলে নোমানের হাতে কফির মগ টা দিয়ে দিলো।

নোমান তখন কফির মগে চুমুক দিতে দিতে মোবাইল টা হাতে নিলো।কিন্তু ঘড়ির দিকে তাকিয়েই সে আবার তানিশার দিকে রাগান্বিত লুকে তাকালো।

তানিশা তখন বললো,এভাবে তাকানোর কি আছে?দশ টা বাজে নি কিন্তু বাজবে তো?

নোমান তখন কফির মগ টা রেখে দিয়ে বললো এদিকে এসো।

–না,কাজ আছে আমার।এই বলে তানিশা উঠতে ধরলে নোমান তার আগেই তার হাত ধরে টেনে বিছানায় নিয়ে আসে।
তানিশা তখন বললো ছাঁড়ুন।কিচেনের দিকে যেতে হবে আমাকে।

নোমান তখন তানিশার ঠোঁট দুটি মুখে পুরে নিয়ে বললো, ফাজলামি করো আমার সাথে?এখনো পুরো এক ঘন্টা বাকি আছে।আজ ফাজলামি শিখে দেবো।

তানিশা তখন বললো, ছাড়েন বলছি।কেউ আসবে তো?

–কেউ আসবে না আমার ঘরে।এই বলে নোমান তানিশাকে বিছানায় শুয়ে দিলো।আর ধীরে ধীরে তানিশার দিকে এগোতে লাগলো।ঠিক সেই সময়ে রিং বেজে উঠলো নোমানের ফোনে।নোমান সেজন্য থেমে গেলো।

এদিকে তানিশা ফোনের রিংটোন শুনে হাসতে লাগলো আর বললো বেশি করে আদর করুন।নোমান এবার তানিশা কে ছেড়ে দিয়ে তার মোবাইল টা হাতে নিলো।

–আমান ভাইয়া?নোমান ভীষণ অবাক হলো।সেজন্য নোমান তাড়াতাড়ি করে রিসিভ করলো।

রিসিভ করতেই আমান বললো, আমি অফিসে যাচ্ছি।
আর শিলা মোটামুটি সুস্থ হয়েছে।
আজ শিলার জবানবন্দি নেওয়া হবে। তোকে ডাকলে ঠিক সময়ে আসিস পুলিশ ষ্টেশনে।

নোমান তখন বললো সে না হয় আসলাম।কিন্তু তুমি বাসাতে থাকতেও ফোনে কল দাও কেনো আমাকে?ডাকলেও তো পারো,বা রুমে এসে বলে যেতে পারো।

আমান তখন বললো,এখন ভাই আমার বড় হয়ে গেছে।বিয়ে করেছে।এখন কি যখন তখন রুমে যাওয়া যায়?সেজন্য ফোনেই কল দিলাম।এই বলে আমান রেখে দিলো ফোন।

যদিও নোমানের কোনো অপরাধ নাই।তবুও কেমন জানি ভয় ভয় লাগছে তার।।নোমানের ভীষণ টেনশন হতে লাগলো যদি আবার শিলা সত্যি সত্যি মিথ্যা কথা বলে তখন কি হবে?তার তো একটা রেপুটেশন আছে?এভাবে তার মানসম্মান নষ্ট করে যে কি মজা পাচ্ছে জিসান সত্যি নোমানের মাথাতেই ঢুকছে না।

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

তায়েব চৌধুরী, নোমান,তানিশা আর লিনা একসাথে বসে নাস্তা করছে।কিন্তু তাহমিনাকে না দেখতে পেয়ে তায়েব চৌধুরী বললো,তাহমিনা কই?
লিনা তখন বললো খালার নাকি শরীর ভালো লাগছে না সেজন্য রুমে দিয়ে এসেছি খাবার।
তায়েব চৌধুরী বুঝে ফেললেন কেনো তাহমিনা এরকম করছেন।সেজন্য আর কিছু জিজ্ঞেস করলো না লিনাকে।চুপচাপ নাস্তা খেতে লাগলো।একটিবারের জন্য তিনি নোমানকেও কিছু জিজ্ঞেস করলেন না।তবে তানিশাকে জিজ্ঞেস করলো আজ সে চেম্বারে যাবে কিনা?
তানিশা জানালো হ্যাঁ সে আজ যাবে হাসপাতালে।

তায়েব চৌধুরী তার নাস্তা খাওয়া শেষ করে নিজেও অফিসে চলে গেলেন।

এদিকে নোমান খুব ধীরে ধীরে খাচ্ছে। আর কি নিয়ে যেনো চিন্তা করছে। তানিশা তা দেখে বললো, কি হয়েছে আপনার?এই কিছুক্ষন আগেই তো বেশ আনন্দে ছিলেন।হঠাৎ করে কি হলো?

নোমান তখন বললো,কিছু হয় নি তো।এই বলে সে দুই এক লোকমা মুখে দিয়েই রুমে চলে গেলো।আর তানিশাকে বললো তাড়াতাড়ি রুমে এসো।বের হতে হবে এখন।তানিশা সেই কথা শুনে নিজেও তাড়াতাড়ি খাবার টা শেষ করে রুমে চলে গেলো।

তানিশা রুমে গিয়ে দেখে নোমান অফিস যাওয়ার জন্য রেডিও হচ্ছে। ব্লু কালারের শার্ট আর ধূসর কালারের একটা প্যান্ট পড়েছে।তারপর ব্লু কালারের টাই বাঁধছে।কিন্তু তানিশা নোমানের কাছে চলে গিয়ে নিজেই বেধে দিলো টাই।আর তার গায়ে সাদা এপ্রোণ টি জড়িয়ে দিলো।আর বললো, মাশাল্লাহ ডাক্তার সাহেব কে আজ বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু।
নোমান সেই কথা শুনে তানিশার কপালে একটা চুমু দিয়ে বললো, দেখতে হবে না জামাই টা কার?তাড়াতাড়ি রেডি হয়ে নাও।আমি বাহিরে দাঁড়িয়ে আছি।এই বলে নোমান বের হয়ে গেলো রুম থেকে।

তানিশা নোমানের কথা শুনে রেডি হতে লাগলো।সে নিজেও একটা ব্লু কালারের শাড়ি পড়ে নিলো।আর সাদা এপ্রোণ টি গায়ে জড়িয়ে হাতে একটা পার্স নিয়ে নোমানের সামনে এসে দাঁড়ালো।আর বললো চলুন।

–হ্যাঁ চলো।

নোমান এতোক্ষন তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিলো।সেজন্য খেয়াল করে নি তানিশাকে।কিন্তু সে যখন তানিশার দিকে ভালো করে তাকালো সে কিছুতেই তার চোখ ফেরাতে পারছিলো না।

ব্লু কালারের শাড়ির উপর সাদা এপ্রোণ জড়ানো তানিশাকে একদম অন্যরকম লাগছিলো।গলায় আবার পুতি বসানো সাদা নেকপিস পড়েছে যা তার সৌন্দর্য কে আরো বাড়িয়ে তুলেছে।

তানিশা তখন বললো কি হলো?দাঁড়ালেন কেনো? চলুন তাড়াতাড়ি। এই বলে তানিশা নোমানের হাত ধরে টেনে নিয়ে গেলো গাড়ির দিকে।

নোমান তখন বললো,এই দাঁড়াও।যাবোই তো।তার আগে বলো এটা কি লিপিস্টিক দিয়েছো?এই শাড়ির সাথে এই লিপিস্টিক তো একটুও মানাচ্ছে না।একদম বাজে দেখাচ্ছে।অন্য কোনো লিপিস্টিক ইউজ করতে হবে।

তানিশা তখন বললো কি বলছেন এসব?কোন লিপিস্টিক ইউজ করবো?

নোমান তখন এদিক ওদিক তাকিয়ে বললো, জাস্ট ওয়েট,আমি আছি না?ঠিক করে দিচ্ছি।এই বলে নোমান হঠাৎ তানিশার ঠোঁটে ঠোঁট মিলালো।কিছুক্ষন পর বললো,
হ্যাঁ ঠিক আছে।চলো এখন।

তানিশা নোমানের এমন কান্ড দেখে ভীষণ অবাক হয়ে গেলো,সে তখন বললো, এই দাঁড়ান।কি করলেন এটা?

–কি করলাম আবার?লিপিস্টিক একদম গাঢ় হয়ে গিয়েছিলো।তাই হালকা করে দিলাম।আর এখন কালার টাও বেশ দারুন লাগছে।

–ধ্যাত।আপনি এতো ফাজিল ছেলে!আমি তো সত্যি ভাবছিলাম।এই বলে তানিশা গাড়িতে গিয়ে বসলো।
তারপর নোমান ও আসলো গাড়িতে।নোমান গাড়িতে এসেই গাড়ি স্টার্ট দিলো।আর একটা মিউজিক ছাড়লো।
♪♪
♪♪
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে ,
জানালার হাওয়াতে , ছাওয়াতে
মনের রোদ কমে।

দিন শুরু , তোর কথায় ,
তুই ছাড়া নামে না রাত ,
চাঁদ থেকে ।

চল হারাই , সব ছেড়ে
তোর সাথেই ফুরবে দিন , আজ থেকে ।

উড়েছে মন , পুড়েছে মন
যা ছিলো আমার সবই ,তোর হাতে।

নোমান বাহিরে যতই হাসি খুশি ভাব দেখাক না কেনো সে মনে মনে ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো।কারন আজকে একটা ভালো নিউজ পেলে তাকে আর কখনোই এরকম অবস্থার সম্মুখীন হতে হবে না।

তানিশা নোমানের মুখ চোখ দেখে বুঝে গেলো নোমান ভীষণ টেনশনে আছে।সেজন্য সে বললো, আপনি এতো টেনশন করছেন কেনো?আপনি তো খারাপ কিছু করেন নি। তাহলে কিসের এতো দুশ্চিন্তা?এই বলে সে নোমানের গলা জড়িয়ে ধরলো।

নোমান তখন বললো আমি সেজন্য দুশ্চিন্তা করছি না তানিশা।আমি তো চিন্তা করছি আমার মানসম্মান নিয়ে।বাহিরে বের হলেই সবাই আংগুল দিয়ে দেখায়।বলে,এই যে ইনি হলেন সেই দুশ্চরিত্র ডাক্তার।এনার একাধিক মেয়ের সাথে রিলেশন।শুনতে কতো টা খারাপ লাগে আমার ভেবে দেখেছো একবার?

তানিশা তখন বললো শফিক আংকেল আপনার সাথে সাথে ওনার নিজের মেয়ের ও ইমেজ নষ্ট করছে।শিলার তো একটা ভবিষ্যৎ আছে।

নোমান তখন বললো,শফিক আংকেল কে উস্কাচ্ছে জিসান।কারণ জিসান তো এটাই চাচ্ছে যে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাক।সবাই আমাকে ছিঃ ছিঃ করুক।আমি যাতে সমাজে মাথা উঁচু করে চলতে না পারি।

–কিন্তু কেনো?জিসানের সাথে আপনার কিসের শত্রুতা?

গল্প করতে করতে তানিশার চেম্বার এসে গেলো।সেজন্য নোমান বললো আরেকদিন বলবো তোমাকে।তুমি এখন চেম্বারে চলে যাও।এই বলে নোমান তানিশার কপালে একটা কিস করলো।আর তানিশাও নোমানকে কিস করে কিছুক্ষন জড়িয়ে ধরে থাকলো।তারপর তার চেম্বারে চলে গেলো।

তানিশার চেম্বার একটু দূরে।সেজন্য নোমান আগে তানিশাকে রেখে গেলো।তারপর সে নিজের চেম্বারে ব্যাক করলো।

এদিকে শিলার জবানবন্দি নেওয়ার জন্য মিডিয়ার লোকেরা ভীড় জমিয়েছে।শিলা কিছু বলতে চাইছে না।কারণ সে এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয় নি।সেজন্য তার এসব ভালো লাগছে না।কিন্তু জিসান শিলার মাথায় হাত দিয়ে বললো,শিলা তুই পরিষ্কার ভাবে সবকিছু বলে দে।নোমানের মুখোশ আজ তোকে খুলতেই হবে।নোমান তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নি আর সেজন্যই তুই আত্নহত্যা করতে চেয়েছিস।নোমানের এই প্রতারণার শাস্তি ওকে পেতেই হবে।

জিসানের কথা শুনে মিডিয়ার লোকেরা বললো,আপনি সরে যান প্লিজ।ওনার উপর চাপ সৃষ্টি করবেন না।শিলাকে নিজের মুখে সবকিছু বলতে দিন।

#চলবে,

#ডাক্তার_ম্যাডাম
#পর্ব_৩৬
#মুমতাহিনা_জান্নাত_মৌ

আমি নিজের ইচ্ছাতেই নিজেকে শেষ করতে চাইছিলাম।এখানে ডক্টর নোমানের কোনো দোষ নেই।আমি ওনার উপর রাগ করে মোটেও আত্নহত্যা করতে চাই নি।

মিডিয়ার লোক তখন জিজ্ঞেস করলো,তাহলে আপনার বাবা আর ভাই কেনো বলছে আপনার আত্নহত্যা করার পিছনে ডক্টর নোমান দায়ি।

শিলা তখন বললো,ডক্টর নোমানের সাথে আমার বিয়ে ঠিক হইছিলো, আমাদের এনগেজড ও হয়েছিলো।এই যে আমার হাতের আংটি টা দেখছেন,উনি নিজেই পড়িয়ে দিয়েছেন।কিন্তু উনি আমার সাথে বিয়ে টা ক্যান্সেল করে অন্য আরেকজনকে বিয়ে করেন।এজন্য আমার বাবা আর ভাই ভেবেছে সেজন্য আমি আত্নহত্যা করতে চেয়েছি।

মিডিয়ার লোক তখন জিজ্ঞেস করলো,তাহলে আপনি বলতে চাচ্ছেন ডক্টর নোমান সম্পূর্ণভাবে নির্দোষ?

–হ্যাঁ অবশ্যই উনি নির্দোষ।

মিডিয়ার লোক তখন আরেকটি প্রশ্ন ছুড়ে দিলো।তাহলে কি ডক্টর নোমানের সাথে আপনার বাবা মা জোর করে বিয়ে দিতে ধরেছিলেন?

–না, এরকম কিছু না।আমি নিজের ইচ্ছাতেই বিয়ে তে রাজি হয়েছি।আমার বাবা নিজেই প্রথম এ বিয়ের কথা আমার দুলাভাই কে বলেন,তারপর আমার দুলাভাই অর্থাৎ ডক্টর নোমানের ভাই নিজেই তার ভাই কে রাজি করান।

মিডিয়ার লোকেরা শিলার কথা শুনে তাজ্জব হয়ে গেলো।যেখানে ডক্টর নোমানের কোনো দোষই নাই সেখানে তাকে এই মিথ্যা হয়রানি টা কেনো করানো হলো?সেজন্য শিলাকে জিজ্ঞেস করা হলো,

আপনার বাবার পক্ষের আইনজীবী বলছেন আপনাদের মধ্যে শারিরীক সম্পর্ক ও হয়েছে।এটা কতো টা যুক্তিসঙ্গত কথা?

শিলা সেই কথা শুনে হাসতে হাসতে বললো এটাও সম্পূর্ণ বানোয়াট কথা।শারীরিক সম্পর্ক তো দূরের কথা তিনি কখনো আমার হাত টিও ধরেন নি।তিনি অনেক ভালো মনের মানুষ।ওনার চরিত্র আসলেই অনেক ভালো। তার নামে যা যা বলা হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা।

মিডিয়ার লোকেরা এবার শেষ প্রশ্ন করলো শিলাকে।তাহলে তুমি কেনো আত্নহত্যা করতে ধরেছিলে?এই ব্যাপার টা ক্লিয়ার করা দরকার।

শিলা তখন বললো, আমি ডক্টর নোমানকে ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি।উনি অন্য আরেকজন কে বিয়ে করায় ভীষণ কষ্ট হচ্ছিলো আমার।সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার ছিলো না।এইজন্য আত্নহত্যা করতে চেয়েছিলাম।

মিডিয়ার লোক তখন বললো, তাহলে তো ডাক্তার নোমানই দায়ী।ডাক্তার নোমান আপনার সাথে বিয়ে ক্যান্সেল করায় আপনি ভীষণ ভাবে ভেংগে পড়েন তারপর আত্নহত্যা করতে চেয়েছে।

–নো,ডাক্তার নোমান কোনোভাবেই দায়ী নয়।ওনাকে প্লিজ এর ভিতরে জড়াবেন না।তিনি আমার থেকে পারমিশন নিয়েই আমাদের সম্পর্ক টা নষ্ট করেছেন।আমি নিজে ওনাকে বলেছি যে উনি যাকে ভালোবাসেন তাকেই ওনার বিয়ে করা উচিত।আপনারা চাইলে আমাদের শেষ দিনের কল রেকর্ড টি শুনতে পারেন।
শিলা তখন তার আর নোমানের রেকর্ড টি শোনালো।
||
||
শিলাঃআপনার হয়েছে টা কি?কাল থেকে ফোন বন্ধ।আবার নিজেও আমাকে কল দিচ্ছেন না।আজ চেম্বারেও যান নি।আমি দুপুরে খাবার নিয়ে গেছিলাম হসপিটালে।

নোমানঃ আমার এক্স আবার ফিরে এসেছে আমার জীবনে।সে আমাকে পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে।সেজন্য আমি বসে বসে ভাবতেছি কি করা যায়?

শিলাঃহা,হা,হা।আপনার আবার এক্স ও আছে?সো ফানি?যিনি তার উডবি ওয়াইভের সাথেই ঠিক করে কথা বলতে পারে না তার আবার ভালোবাসার মানুষ ও আছে?

নোমানঃকি মনে হয় তোমার?আমি কি কাউকে ভালোবাসতে পারি না?

শিলাঃঅবশ্যই না।কতবার বলি আমরা কিছুদিন পর স্বামী স্ত্রী হতে চলেছি।চলুন একটু রোমান্টিক কথাবার্তা বলি।কোনো জায়গায় বেড়াতে যাই।একটু রোমান্টিক মুহুর্ত উপভোগ করি।কই শোনেন না তো আমার কথা?

নোমানঃশিলা আমি সত্যি ফান করছি না।সত্যি আমার একজন ভালোবাসার মানুষ ছিলো।একসময় অনেক পাগলামিও করেছি তারজন্য।

শিলাঃভালো তো।তাহলে ব্রেকাপ হলো কিভাবে?

নোমানঃহা,হা,হা।প্রেমই তো করি নি।তাইলে ব্রেকাপ হবে কেমনে?শুধু আমি তাকে ভালোবাসতাম।প্রপোজও করি।বাট সে রিজেক্ট করে দেয়।

শিলাঃহা,হা,হা।তার মানে ছ্যাকা খাইছেন।ছ্যাকা খাইয়া ব্যাকা হইয়া তারপর আমাকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন?

নোমানঃবিশ্বাস করো তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত আমি কখনোই নেই নি।ভাবী নিজে নিজেই ঠিক করেছে।ভাইয়াও বললো বিয়ে টা করে নে।আমিও ভাবলাম করি।যে ভালোবাসে না শুধু শুধু তার অপেক্ষা কেনো করবো?

শিলাঃ তাহলে এখন কি সেই মেয়ে এসে বলতেছে যে সে আপনাকে ভালোবাসে।

নোমানঃহুম।

শিলাঃআর তাতেই আপনার রাগ অভিমান সব গলে গেলো?

নোমানঃহুম।

শিলাঃতার মানে আপনি আমাকে আর বিয়ে করতে চাচ্ছেন না?

নোমানঃহুম।

শিলাঃআপনি কি করে সিওর হলেন সে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে।যার জন্য আপনার তার কাছে ব্যাক করা উচিত।

নোমানঃসেই মেয়ে আমাকে প্রথম থেকেই ভালোবাসতো।কিন্তু তন্নির সাথে আমার বিয়ে ঠিক হইছে দেখে প্রকাশ করে নি নিজের ভালোবাসা।কিন্তু এখন যখন তন্নির সাথে আমার বিয়ে হয় নি সে পাগলের মতো ছুটে এসেছে।এতো বছর ধরে সে না কারো সাথে রিলেশনে গেছে,না বিয়ে করেছে।

শিলাঃকে সেই মেয়ে?একটিবার দেখতে চাই তাকে?এতো ভালোবাসে আপনাকে?তবে মেয়েটি আপনার থেকে ভালো কাউকে ডিজার্ব করে।

নোমানঃকেনো?আমি কোন দিক দিয়ে খারাপ?

শিলাঃখারাপ না।আপনিও সব দিক দিয়েই ভালো আছেন। বাট আপনি তাকে ভুলে গিয়ে আমার সাথে এনগেজড করে নিয়েছেন।তাহলে তো আমি বলবো আপনি তাকে ভুলে গেছেন।আপনি তাকে ভালোবাসেন নি কখনো।

নোমানঃআমি সত্যি ভালোবেসেছি ওকে।কি বলছো এসব?ওর চিন্তায় খাওয়া দাওয়া পর্যন্ত বাদ দিয়েছি। রাতের পর রাত নির্ঘুমে কাটিয়েছি।রাগ করে নিজে গাড়ি ড্রাইভ করে অচেনা এক জায়গায় চলে গিয়েছি।একবার তো মারাত্মক ভাবে এক্সিডেন্ট ও হয়েছিলো আমার।তবুও সে প্রপোজ এক্সসেপ্ট করে নি আমার।আমিও সেজন্য রাগ করে আর জিদের বশে তোমার সাথে এনগেজড করে নিয়েছি।

শিলাঃওগুলো আপনার ভালোবাসা ছিলো না।ওগুলো ছিলো পাগলামি। আর এখন যেটা ফিল করছেন সেটা হলো সহানুভূতিতা।মানে মেয়েটা আপনাকে ভালোবেসে অন্য কাউকে গ্রহন করতে পারে নি বিধায় আপনি সেই কথা শুনে জাস্ট ইমোশনাল হয়ে গিয়েছেন।

নোমানঃশিলা একটা হেল্প করতে পারবা?

শিলাঃকি হেল্প?

নোমানঃআচ্ছা সত্যিকার ভাবে কাউকে ভালোবাসলে তার কি কি গুন থাকতে হবে?মানে সে কি করে বুঝবে আমিও তাকে প্রচন্ডভাবে ভালোবাসি।

শিলাঃএখন আপনার উচিত মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা।তাহলেই মেয়েটি বুঝবে আপনিও তাকে ভালোবাসেন।

নোমানঃকিন্তু তুমি?তোমার সাথে যে আমার এনগেজড হয়েছে?

শিলাঃআপনি কি আমাকে ভালোবাসেন?

নোমানঃনা

শিলাঃতাহলে আমার কথা কেনো ভাবছেন?আপনি যাকে ভালোবাসেন এখন আপনার শুধু তাকে নিয়েই ভাবতে হবে।

নোমানঃতোমাকে কি বলে যে ধন্যবাদ দিবো সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না।আমি জানতাম তুমি অনেক ভালো মেয়ে।কিন্তু তুমি যে এতো ভালো সত্যি আমি বুঝতে পারি নি।

শিলাঃ ইটস ওকে নোমান।আসলে যে যাকে ভালোবাসে তার সাথেই তাকে বিয়ে করে নেওয়া উচিত।কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে বিয়ে করলে আসলে শান্তি পাওয়া যায় না।আমি আপনাকে জোর করে বিয়ে করলে কোনো শান্তিই পেতাম না।অযথা আমাদের সবার জীবন নষ্ট হয়ে যেতো।

নোমানঃশিলা একটা সত্যি কথা বলবে?

শিলাঃকি?

নোমানঃতুমি কি আমাকে ভালোবাসো?

শিলাঃহ্যাঁ বাসি।

নোমানঃ তাহলে এখন তুমি যে কষ্ট পাবে?

শিলাঃহ্যাঁ পাবো।কিন্তু আপনার আমার বিয়ে হলে যে আপনারা দুইজন কষ্ট পাবেন।এভাবে অন্যকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না নোমান।

নোমানঃইসস,তোমার মতো করে যদি তন্নি এভাবে ভাবতো!তন্নি যদি সেদিন বাবাকে আমার আর তানিশার ভালোবাসার কথা বলে দিতো তাহলে আমাকেও আর সেদিন বাড়ি থেকে পালাতে হতো না। আমাদের কারো জীবনই আজ এমন এলোমেলো হতো না।আমি আর তানিশাও সুখে থাকতাম।তন্নি নিজেও ভালো থাকতো।আর মাঝখানে তোমার জীবনটাও এলোমেলো হতো না?

শিলাঃআপনি তাহলে সেদিন আপনার গার্লফ্রেন্ডের জন্যই তন্নিকে বিয়ে করেন নি?

নোমানঃহ্যাঁ।তানিশা আর আমি যে দুইজন দুইজনকে ভালোবাসি তা তন্নি জানতো।সে জেনেও আমাকে বা বাবাকে কিছু বলে নি।সে উলটো আমাকে বিয়ে করতে ধরেছিলো।কিন্তু আমার মনে তো শুধু তানিশাই ছিলো।যার কারনে আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাই।

শিলাঃআচ্ছা,আপনার গার্লফ্রেন্ডের নাম কি তানিশা?

নোমানঃহ্যাঁ।

শিলাঃতাহলে তো মনে হয় আমি দেখেছি তাকে।জিসান ভাইয়ার জন্য দেখতে গিয়েছিলাম তানিশা নামের কাউকে।

নোমানঃ হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েই।

শিলাঃআপনার পছন্দ আছে।আপুটি অনেক কিউট।তার উপর আবার ডাক্তার।ভালোই মানাবে আপনার সাথে।

নোমানঃ তুমি মন থেকে বলছো কথাগুলো?

শিলাঃহ্যাঁ সিওর।একদম মন থেকেই বলছি।আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
||
||
শিলা আর নোমানের সেদিনের সেই রেকর্ড শুনে আর কারো কোনো জিজ্ঞেস করার ছিলো না।এই রেকর্ড থেকে তন্নির ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেলো।তন্নি যে নিজের স্বার্থের জন্য নোমান তানিশার ভালোবাসা গোপন করে নিজেই নোমানকে বিয়ে করতে চাইছিলো তা ক্লিয়ার হয়ে গেলো। এখানেও নোমান নির্দোষ ছিলো।তবে এখন সবাই তন্নির বয়ান শুনতে চাইছিলো।যার কারনে মিডিয়ার লোকেরা তন্নির হাজব্যান্ডের বাসাতে চলে যায়।
তন্নিও একটা মিথ্যা কথাও বললো না।সে সব সত্যি বলে দিলো।তন্নি তার পাপের শাস্তি পেয়েছে।সে নিজেও এখন চায় তানিশা ভালো থাক।কারন বেচারি তার জন্য অনেক কষ্ট পেয়েছে।

এবার মিডিয়ার লোকেরা বুঝে গেলো জিসান তানিশাকে বিয়ে করতে না পেরেই এভাবে নোমানের পিছনে লেগেছিলো?কিন্তু তারা জিসান কে খুঁজে পেলো না।জিসান তার আগেই পালিয়েছে।কিন্তু শফিক সাহেব কে পাওয়া গেলে তিনি বলেন,আমি ভেবেছি আমার মেয়ে নোমানের জন্যই আত্নহত্যা করেছে।এজন্য মামলা দিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে যে নিজেই নোমানকে অন্য কাউকে বিয়ে করতে বলেছে সেটা আমার জানা ছিলো না।সরি।

এদিকে পুরো টিভি চ্যানেলে এখন শুধু শিলা আর নোমানের সংবাদ।নোমান আর শিলার ফোন রেকর্ড টি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।এই রেকর্ড শুনে কেউ কেউ কেঁদেও ফেলেছে।কারন শিলার কথাগুলো সবার মন ছুঁয়ে গেছে।সবাই শিলার অনেক বেশি প্রশংসা করছে।আর বলছে ভালোবাসতে হলে শিলার মতোন ভালোবাসো।সে নোমানের ভালোবাসা পায় নি এটা ঠিক কিন্তু সে তার ভালোবাসার অবমাননা করে নি।সে চাইলে নিজেও নোমানের নামে মিথ্যা কথা বলতে পারতো।কিন্তু তেমন টা করে নি শিলা।এদিকে সবাই যাকে দুশ্চরিত্র বলে জেনেছে সেই ডক্টর নোমান যে এতোটাই ভালো ছেলে সত্যি কারো বিশ্বাস হচ্ছে না।নিজের উড বি ওয়াইফের যে হাত পর্যন্ত ধরে নি,তাকে নিয়ে একদিন ঘুরতেও যাও নি,ফোনে কোনো নোংরা কথা বলে নি তার মতো ছেলে আসলে লাখে একটা।আর সেই নিষ্পাপ ছেলেটিকে এভাবে হয়রানি করা হলো?এটা মোটেও ঠিক কাজ করে নি শিলার বাবা।যিনি নিজেও একজন ডক্টর।একজন স্বনামধন্য ডক্টর হয়ে তার থেকে এমন ব্যবহার কেউ আশা করে নি।

এই ঘটনাকে কেন্দ্র করে নোমান আর তানিশার প্রেম ভালোবাসার কথা ইতোমধ্যে সবার মুখে প্রচার হলো।সবাই তাদের প্রেম ভালোবাসাও জেনে গেলো।জিসান নোমানকে অপদস্ত করতে চেয়েছিলো, সবার সামনে তাকে খারাপ প্রমান করতে চেয়েছিলো কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর নোমান আর ডক্টর তানিশার সুনাম আরো দ্বিগুন বেড়ে গেলো।তাদের কে আগে কেউ চিনতো না,কেউ জানতো না।কিন্তু এখন পুরো দেশের মানুষ চিনে গেলো।আসলে একটা কথা আছে,অন্যের জন্য গর্ত করলে শেষমেশ সেই গর্তে নিজেকেই পড়তে হয়।যা আজ প্রমাণিত হলো।যদিও সবটা কৃতিত্ব শিলার।সে যদি রেকর্ড টি না শোনাতো আর পরিষ্কার ভাবে সবকিছু না বলতো তাহলে নোমান কখনোই তার কলঙ্গের দাগ মুছে ফেলতে পারতো না।

নোমান নিজের নামে এমন পজিটিভ কথা শুনে সত্যি সে আজ কেঁদে ফেললো।তা না হলে সে ভীষণ টেনশনের মধ্যে ছিলো।রাস্তায় বের হলে সবাই তাকে আংগুল দেখিয়ে বলতো দুশ্চরিত্র ডক্টর।কিন্তু আজ বলছে চরিত্রবান,সৎ আর ভালো মনের ডক্টর। সেই সাথে একজন প্রেমিক।যে শেষ মেষ তার ভালোবাসার মানুষ কে আপন করে পেয়েছে।

তানিশা আর নোমান এবার শিলাকে দেখার জন্য হসপিটালে ছুটে এলো।তারা শিলাকে কি বলে ধন্যবাদ দেবে সত্যি বুঝতে পারছিলো না।

নোমান আর তানিশা কে একসাথে দেখে শিলার চোখে জল চলে এলো।কিন্তু সে সেটা কাউকে বুঝতে দিলো না।তাড়াতাড়ি করে জল টা মুছিয়ে নিয়ে নরমাল ভাবে কথা বলতে লাগলো।
নোমান শিলার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলো।যেটা সে নিজের হাতে শিলাকে দিয়ে দিলো।আর বললো, থ্যাংক ইউ শিলা।তোমার মতো একজন মেয়ের সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না কিভাবে একজন মানুষ তার ভালোবাসার মানুষ কে শ্রদ্ধা করে।কিভাবে তার মানসম্মান নষ্ট না করে তার ভালো দিক টা সবার সামনে তুলে ধরে।

তানিশা এবার শিলার হাত ধরে বললো,আই এম সরি শিলা।আমার জন্য আজ তোমার এই অবস্থা হয়েছে।আই এম ভেরি ভেরি সরি।

শিলা তখন বললো,আপু কথাটা ভুল বললেন আপনি।আপনার জন্য হয় নি বরং আমার জন্যই আপনারা আজ এই অবস্থার সম্মুখীন হয়েছেন।কিন্তু আমি তো আপনাদের থেকে চিরদিনের জন্য দূরে যেতে চেয়েছিলাম।আমার জন্য যে নোমানকে এতো হয়রানি হতে হবে সত্যি আমি বুঝতে পারি নি।আমার জন্য ওনার মানসম্মান নষ্ট হয়ে গেলো।

বিশ্বাস করুন নোমান আমি ভাবতেই পারি নি আমার জন্য এভাবে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে সবাই।

নোমান তখন বললো, যা হবার হয়ে গেছে।সব তো মিটমাট হয়েই গেলো।এখন আর যেনো আত্নহত্যার কথা ভুল করেও মাথাতে এনো না।তোমাকে আরো অনেক টা পথ এগোতে হবে।সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

শিলা তখন বললো না আর কখনোই আত্নহত্যা করতে চাইবো না।আত্নহত্যা যে কোনো সমস্যার সমাধান নয় তা আমি বুঝে গেছি।তাছাড়া আমি আত্নহত্যা করলে সবাই আবার আপনার দিকে আংগুল তুলবে,আপনাকে নিয়ে আজেবাজে কথা বলবে।তা আমি হতে দিবো না।

তানিশা শিলার কথাবার্তা শুনে সত্যি মুগ্ধ হলো।সে বুঝে গেলো শিলা নোমান কে অসম্ভব ভাবে ভালোবাসে।নোমানের প্রতি শিলার এই ভালোবাসা দেখে তানিশার চোখে জল চলে এলো।সেজন্য তানিশা শিলাকে জড়িয়ে ধরে বললো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা শিলা।তোমার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

এদিকে তায়েব চৌধুরীও আর নোমানের উপর রাগ করে থাকতে পারলেন না।তিনি নিজেও নোমানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন।তিনি মনে মনে ভাবলেন সবকিছু যখন ভালোভাবেই মিটমাট হয়ে গেলো এবার অন্তত তাদের সংসারে আবার শান্তি ফিরে আসবে।নোমান আর তানিশা যেহেতু বিয়ের পর থেকে এসব যন্ত্রনার মধ্যে ছিলো সেজন্য তিনি ঠিক করলেন কয়দিনের জন্য তারা দুইজন একটু নিরিবিলি সময় কেটে আসুক।কিন্তু তানিশা আর নোমানের হাতে মোটেও সেই সময় নাই।তবুও তারা কোনোভাবে দুইদিনের জন্য ছুটি নিলো।তবে তারা একা একা যাবে না বলে জানিয়ে দিলো।তারা দুইজন ঠিক করলো সবাই মিলেই বেড়াতে যাবে কোথাও।।কারণ এই ঘটনার জন্য শুধু তারা দুইজন কষ্ট পায় নি,পুরো পরিবারের লোক ই পেরেশানির মধ্যে ছিলো।

তানিশা,নোমান,আমান,শিরিন,শিলা,সিফাত,তন্নি, ইকবাল,ইশা,তানিয়া,সোহান,স্বর্না সবাই মিলে দুইদিনের জন্য ভ্রমণে বের হলো।
কিন্তু তায়েব চৌধুরী আর তাহমিনা চৌধুরী গেলো না।তারা ভাবলো সবাই চলে গেলে তাদের বাড়ি দেখাশোনা করবে কে?

#চলবে,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে