ছেড়াপাতার কাব্য – লেখনীতে: আয়েশা সিদ্দিকা

0
638

# গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: ছেড়াপাতার কাব্য
লেখনীতে: আয়েশা সিদ্দিকা(খাদিজা সেফার বোন)

রাস্তার ধারের ঐ হিজল গাছটা,
ধুলো পড়ে পাতাগুলো নোংরা হয়ে আছে।
হঠাৎ একদিন বর্ষা এলো,
আসল সুখের বানী নিয়ে।
একটি একটি করে গড়িয়ে পড়ল জল,
কাশফুলের মতো কোমল পাতাগুলোতে।
নোংরা পানিগুলো আামার পদযুগল স্পর্শ করল।
আমার মনে হলো, ওরা যেন আমাকে ভর্ৎসনা করছে।
আমি উদাসীন কিনা ?
আমি ভাবুক কিনা?
আমার জীবন সেই হিজল পাতাগুলোর মতো ধুলো পরে নির্জীব হয়ে গিয়েছিল।
কিন্তু তুমিও আমার জীবনে মুক্ত ঝরিয়ে এলে।
তোমাকে দেখিনি কতদিন,
কতদিন তোমায় স্পর্শ করিনি।
তোমাকে মনে করে বানিয়ে ফেলি ‘ছেড়াপতার কাব্য’।
তোমাকে বলতে ইচ্ছে করে, “যেও না, আরেকটু সময় থেকে যাও”।
আমি জানি তুমি শুনবে না তবুও,
তুমি অপেক্ষা করবে না তবুও,
তোমার কথা এ হিয়ার পরতে পরতে গঁাথা।
দেখো,একদিন ঠিক আমাদের দেখা হবেই।
তোমার হাত ধরে হাটব খালি পায়,
বকুল ঝরানো পথে, তোমারই সাথে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে