খুব অল্পই চেয়েছিলাম – কলমে: শারমিন মিতু

0
691

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: খুব অল্পই চেয়েছিলাম
কলমে: শারমিন মিতু

পুরোনো ডায়রীর পাতার ভাঁজে
যত্নে রাখা শুকনো বেলীর খুচরো পাপড়িতে
যতটুকু ভালোবাসা জমিয়ে রেখেছিলাম,
তার কিঞ্চিৎ নেই তোমার দামী ফ্ল্যাটের দেয়ালে ঝুলিয়ে রাখা ছবির ফ্রেমে।

কী ভীষণ ভালোবাসা জমিয়ে রেখেছিলাম
ওড়নার পাশে গেঁথে রাখা সিপ্টিফিনে।
তার আধ ফোঁটাও নেই
তোমার জানালা জুড়ে আবরিত কারুকাজের
দৃষ্টিনন্দন ভারী পর্দায়।

প্রভাতের প্রথম প্রহরে দূর্বাঘাসে জমে থাকা
শিশিরের রৌদ্র ছোঁয়ার তীব্র প্রতীক্ষার মতো
তোমার হেঁটে যাওয়া ব্যস্ত পথের প্রান্তে,
রেখে যাওয়া পদচিহ্নে দু’কদম হাটবো বলে মুঠোবন্দি অপেক্ষাদের নীরব যন্ত্রণায় তড়পে মরেছিলাম।
অথচ দু’দন্ড সময় নেই
তোমার রঙচঙে আর ভারী কাঁচের দামী গাড়ীটির।

আমি খুব অল্পই চেয়েছিলাম।
দিন শেষ সমস্ত ব্যস্ততা গুছিয়ে ঘরে ফিরে এলে,
দামী কোনো উপহার নয়,
শুধু কপাল জুড়ে এক জোড়া ঠোঁটের কমল স্পর্শ চেয়েছিলাম।

চাওয়াটা খুব অল্পই ছিলো।
শেষ বিলেকের করিডরে গোধূলীর রক্তিম আভা ছুঁয়ে দেয়া এক টুকরো মুহূর্ত,
সন্ধ্যে নামতেই চায়ের কাপে তোমার চুমুক দেয়ার শব্দ, এক আধটু খুনসুটি।

প্রশস্থ নয়, একটি বিশ্বস্ত বক্ষ চেয়েছিলাম।
যেখানে মাথা এলিয়ে দিতেই মিলিয়ে যাবে
সমস্ত গ্লানি।
খামছে ধরা নয়, এক জোড়া আগলে রাখা হাত চেয়েছিলাম।
যেন নির্ভরতায় হাত রাখতেই কেটে যাবে
তোমায় হারিয়ে ফেলার ভয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে