কাঠগোলাপ কথন – কবি : আহসান হাবিব আরাফ

0
1540

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা : কাঠগোলাপ কথন
কবি : আহসান হাবিব আরাফ

কাঠগোলাপ নামে যে আদতে কোনো ফুল আছে তাহা আমি জানতুম না।
আমি ভাবতুম সকলে হয়তো গোলাপকে কটাক্ষ করিয়া কাঠগোলাপ বলে সম্মোধন করিত।
কিন্তু গোলাপকে যে মানুষের কটাক্ষ করিবার কারণ থাকিতে পারে ইহা ভাবিয়াও,
ভাবনার কূল-কিনারা খুজে পেতুম না।

পৌষের কোনো এক বিকেলে আমার খুব কাছের একজন মানবীর মুখ থেকে শুনিয়াছিলাম যে কাঠগোলাপ আসলেই আলাদা একটি ফুলের নাম।
ইহা কটাক্ষ করা গোলাপ নহে!
সে আমাকে বলিয়াছিল, ‘তুই কাঠগোলাপ এখনো চিনিস নে!?’
তাহার কথা শুনিয়া সেই সময় আমার লজ্জায় মূর্ছা যাওয়ার জোগাড় হইয়াছিল।
তাহার কথায় বুঝিতে পারিলাম যে ফুলকে লইয়া তাহার ঝুলিতে ভারি জ্ঞান বিদ্যমান।
আর তা থাকিবে নাই বা কেনো;
যে কোনো ফুল হাতে পাইলে তাহা নিয়ে কপোলের চুল সরিয়ে কানে গুঁজিয়া রাখিতে পরিলে তবেই যেন তার সুখ।
তাহার যে লম্বা কালো কেশ!
সেই কেশে যদি কোনো ফুল যুক্ত হইতো, তখন তাহাকে দেখিতে ভারি মিষ্টি লাগিত।
হয়তো কোনোদিন সে কাঠগোলাপও তাহার কানের উপর গুঁজিয়াছিল।
সে যাকগে, তাহার লম্বা কেশের বয়ান নাহয় পরে আরেকদিন দেওয়া যাইবে।

শুনেছিলুম যে বসন্তেই নাকি কাঠগোলাপ ফোটে।
তাই আমার চক্ষু যুগল বসন্তের শত ফোটা ফুলের মাঝেও কেবল চাতক পাখির মতো কাঠগোলাপকে খুঁজিতো।
বসন্তের কোনো এক চঞ্চলা দুপুরে আমার চক্ষু যুগল হঠাৎ এক ফুলের উপর স্তব্ধ হইলো।
ভালো করিয়া অবলোকনে বুঝিলাম ইহাই সেই কাঠগোলাপ।
কি স্বচ্ছ তাহার পাপড়িগুলো!
যেন আস্ত এক খন্ড সাদা মেঘ জমিয়াছে।
সেদিন কাঠগোলাপের সহিত আমার কথোপকথন হইয়াছিল।
আমি চক্ষু, ওষ্ঠ্য দিয়ে ফুলগুলোকে অজস্র বার চুম্বন করিয়াছিলাম।
সে এক অন্যরকম পরম তৃপ্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে