কলরব -লেখিকা- মারুফা শারমিন

0
792

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা- কলরব
লেখিকা- মারুফা শারমিন

বিষজর্জর প্রাণোচ্ছল এ ধরিত্রীতে,
যতটা না বিষাক্ত আমাদের বাহ্যিক অবয়ব,
তার চাইতেও অধিক বিষে জর্জরিত,
আমাদের স্পষ্টবাদী বিবেকের নৈতিক কলরব।

অভিমান, অভিযোগ, ক্ষোভ আছে যত,
তার চাইতেও ঢের বেশি, ন্যায়নিষ্ঠতার বিক্ষোভ,
নিষ্ফল আক্রোশে উড়া প্রজাপতির মত,
মিথ্যে প্রশংসাপত্রের স্তুপে নিমিলীত বিত্ত বিভব।

প্রকম্পনে প্রকম্পিত ধরা, নিত্যই গাচ্ছে-
হেরে যাক, হারিয়ে দাও, হেরে যাও ক্ষণে ক্ষণে,
অধিকন্তু মাঝে মধ্যে ভেসে আসে ক্ষীন সুর,
সংজ্ঞাহীন, নিষ্পিষ্ট নাস্তানাবুদ নাস্তিকের স্লোগানে।

নির্মম রসিকতা করে, মনুষ্যত্বের ছত্রে ছত্রে,
ব্ল্যাকহোলে নিখোঁজ, একটু আধটু পরমতসহিষ্ণুতা,
আমার ‘আমি’কে’ আমাতে সূর্যাস্তের গাত্রে নিভাতে,
নীতিবোধের কাছে চলে, নিত্য প্রতিযোগিতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে