#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-৪
ওগো কুলসুমের বাপ,
তুমি কোথায় আছো!কেমন আছো?
সেই যে বাদাম বেঁচতে গিয়া নিরুদ্দেশ হইলা তোমার আর কোনো খবর মিললো না।কুলসুমের বাপ গো তুমি তাড়াতাড়ি ফিরা আসো।তোমারে আর ঝাঁড়ি মাইরা কথা কমু না বিদ্যার কিরা কুলসুমের বাপ। বিশ্বাস করো কুলসুমের বাপ আমার হাঁসের বাচ্চা গুলান কাউয়া খাওনের পরেও আমি এত কষ্ট পাইনাই তোমারে হারাইয়া যত কষ্ট পাইছি।
ওগো কুলসুমের বাপ তুমি জলদী ফিরা আসো,
দোকানদার কদমআলীর দোকানে সতেরো টেকার সিগারেট খাইয়া গেলা হেই টেকাও দিয়া গেলা না কুলসুমের বাপ।
কতদিন কইলাম সিগারেট খাইয়ো না, তুমি হুনলা না কুলসুমের বাপ।ও কুলসুমের বাপ তোমার কুলসুম গরু বাঁদতে গিয়ে ঠ্যাং ভাইঙ্গা ফালাইছে কুলসুমের বাপ।মাইয়ার ভাঙা ঠ্যাং লইয়া আমি কোথায় যামু।
তুমি তাড়াতাড়ি ফিরা আসো।তোমারে ছাড়া আমরা ভালা নাই গো কুলসুমের বাপ।
ইতি তোমার কুলসুমের মা।