“একটি কবিতা লিখতে চাই” – অনু

0
854

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

“একটি কবিতা লিখতে চাই”
অনু
________________________

একটি কবিতা লিখতে চাই-
যার পঙক্তি জুড়ে সাজাতে পারবো,
কাজী নজরুলের সাম্য গানের কথা।
যার প্রতিটি স্তবক জুড়ে রইবে,
নিপীড়িত নির্যাতিত মানুষের
হাজারো না বলা ব্যাথা!
যার শব্দচয়ণে উল্লেখ হবে শৃঙ্খলহীন সত্য!
প্রকাশ হবে তাতে উন্নত শীরের উপাখ্যান
যা রয়েছিল অব্যক্ত!

একটি কবিতা লিখতে চাই-
যার অনুভূতি জুড়ে সেজে উঠবে
জসীমউদ্দিনের পল্লীগ্রামের গল্প!
যার অলিতে গলিতে মমতাময়ী মায়ের স্নিগ্ধ
আনাগোণায় ভরবে ললাট সল্প!
যার মূল কাহিনী জুড়ে রইবে আত্মত্যাগের কথন!
বাক্যবিন্যাস করবে হৃদয়ে শান্তির উদ্বেলন!

একটি কবিতা লিখতে চাই-
যার ছন্দপতনে সাজবে প্রেম,
রবী ঠাকুরের কাব্যমালার মতোন!
যার পশলা ছোঁয়ায় শীতল হবে
পাঠক অন্তরকানন!
সেরা হবে যার শব্দচয়ণ, বাক্যবিন্যাস
কিংবা পঙক্তিমালা।
খুলে দিবে যা এক নিমেষেই
হৃদমাঝারের তালা!

জানি হবে না সে অগ্নিবীণা কিংবা গীতাঞ্জলি!
তবু আপনআলয়ের ভাবনা সকল ছন্দে গেঁথে চলি!
জীবনানন্দের ধানসিঁড়িটি ছোয়া হবে না জানি।
মধুসূদনের সনেট হবে না সে কথা খানিও মানি!
সামাজিকতা ফুটবে না হয়তো শামসুল হকের মতো,
তবুও চালাতে চাই দুর্বার আমার কলম!
লিখে চলতে চাই মন মাঝারে গল্প আছে যতো।

ছন্দমিলের, পঙক্তি দারুণ নাই বা হলো আমার!
নাই বা পারলাম খুলতে সকল পাঠক মনের দ্বার!
হোক না যতই অকারণ,
তবু বলে চলি সেই একই চরণ-

একটি কবিতা লিখতে চাই-
কবিতার স্ব-ছন্দে আমি ভালোবাসার
নিবিড় সেতুবন্ধনের দ্বারা,
এই পৃথিবীকে এক নতুন রঙে সাজায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে