আহ্বান – তাসলিমা আক্তার অনন্যা

0
536

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
আহ্বান
তাসলিমা আক্তার অনন্যা

আর কতকাল রইবে নিরব, মুখ বুজে সহ্য করবে অন্যায়?
মিনতিপূর্বক শোষকের তরে জীবনের কতকাল করবে ব্যয়?
প্রখরতা আনো ব্যক্তিত্বে, রুখে দাঁড়াও হিংস্রতার বিরুদ্ধে।
তিক্ততায় জীবনকে না বিষিয়ে লড়তে হবে জীবন যুদ্ধে।
বাঁশির সুরে মূর্ছাতুর নয়, সত্যের পথে গড়তে হবে প্রতিবাদী আন্দোলন।
দীঘির জলে ফোঁটা পদ্ম না হয়ে হও দীঘির তীরে কাঁপন তোলা আলোড়ন।

আড়ালে তোমার নিন্দে করে, আছে যত নিন্দুকের দল।
মিছিলে হয় শামিল, খুঁজতে তোমার দূর্বলতার ফল।
প্রত্যয়ে হতে হবে তোমায় দৃঢ়, সত্যের আহ্বানে দাও সাড়া।
তিরস্কারে থেমো না, ডাকছে তোমায় আগামীর ধরা।
বাধাকে করতে হবে অতিক্রম, হতে হবে তোমায় আগুয়ান।
দীর্ঘ হোক না চলার পথ, তাতে কী? তুমি তো নওজোয়ান।

আড়ম্বরপূর্ণ জীবনে ভাবছো তুমি, পুষ্পাগমে পেয়েছ সুখের ছোঁয়া।
মিনিট খানিক ভাবো তবে, বোধ কি করছো পূর্ণ হলো হিয়া?
প্রজন্মের তরে নেই কি কিছু করার? একাই করবে ভোগবিলাস?
তিমিরে রইলে তুমি, বৃথা জীবন! যদি না থাকে স্বকীয় অভিলাষ।
বালুচরে বেঁধেছ বাসা, সময় এবার উঠে দাঁড়ায় করো হুঙ্কার!
দীক্ষা নাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদা থাকবে সোচ্চার।

আজ তব এসেছে সেই ক্ষণ, দূর নীলিমা হতে করছি আহ্বান।
মিতালি হোক তোমার সাগরের সাথে, তার ন্যায় সম্মুখে হও ধাবমান।
প্রগতি করুক তোমার সন্ধান, তুমি ছুটে চলো বীরের বেশে।
তিমির কেটে আসুক প্রভা তোমার হাত ছুঁয়ে, সোনার বাংলাদেশে।
বাক্যে তোমার থাকুক ঝাঁঝ, যখন তোমার মাঝে থাকে প্রতিবাদী ঝড়।
দীপ্তি প্রভা আঁধার কাটুক, তোমার হাত ধরে আসুক আলয়ে নব প্রহর।

(বিঃদ্রঃ যদিও কবিতাটি অহ্বান মূলক কিন্তু প্রতিটি অনুচ্ছেদের প্রথম বর্ণ মিলালে হয় আমি প্রতিবাদী)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে