❤#আশিকি❤
#Madness_Of_Love
#Writer_Sanjana_Fahmida_Shabnam
#Part_11
আমাল সানার বাড়ির বাইরে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
আমালঃ তোমার নীড়ের ঠিকানা পেয়ে গিয়েছে লাভ। now get ready to see my #Madness_Of_Love.
কথা গুলো মনে মনে বলে আমাল গাড়ি ঘুরিয়ে নেয় কলেজের উদ্দেশ্যে।
সানাহদের বাড়িতে,,
রাহেলাঃ এডমিশন হয়েছে গিয়েছে সানু??
সানাহ বসতে বসতে বলল,,,
সানাহঃ হ্যাঁ আম্মু হয়ে গিয়েছে।
রাহেলাঃ তাহলে আজকে মুড অফ কেন তোর। আর সাইকেলের এই অবস্থা কি করে হলো?
সানাহঃ You know what আম্মি আজকে কি হয়েছে !!
রাহেলাঃ না বললে জানবো কি করে,,, ( সানার পাশে বসে)
সানাহঃ আজকে একটা অন্ধ ড্রাইভার আমার সাইকেলের এক্সিডেন্ট করেছে। একটুর জন্য আমার বেচারী ব্লু হুইল বেঁচে গেছে।(বাচ্চা ভাব নিয়ে) আর স্যরি বলার বদলে আমার সাথে বেয়াদবি করছিল ভাবা যায় এগুলা। আমার ব্লু হুইল এর নাম শুনে ছ্যাবলা দের মতো হাসছিল রিডিউকিলাস। ইচ্ছে করছিল ওকে ধরে নাকানি চুবানি দিতে।
রাহেলাঃ ছেলেটা এত্তো কিছু করলো আর তুই কিছুই বলিস নি?
সানাহঃ নাহ আমি কিছুই বলিনি আজকে।
রাহেলাঃ ছেলেটা তোর সাইকেলের এক্সিডেন্ট করেছে তোর সাথে বেয়াদবি করেছে আর তুই তাকে ছেড়ে গিয়েছিস,,, ভাবতেই অবাক লাগছে।
সানাহঃ তোমার জন্য কিছু করতে পারি নি। তোমার ম্যাসেজ এসেছিল তারাতারি আসার জন্য তাই ওকে ওয়ার্নিং দিয়ে চলে এসেছি।
রাহেলাঃ বেচারা হয়তো এই দোয়াই করছে যেন তোর সাথে আর কখনো দেখা না হয়। ?
সানাহঃ আম্মুউউউউউ,,,, ( গাল ফুলিয়ে উঠে গেল সানাহ)
রাতে,,,,
আমাল মানুষ দিয়ে সানার সম্পর্কে সব ডিটেইলস বের করেছে। সানার জন্ম তারিখ থেকে শুরু করে ওর ইন্সটা ও ফেসবুক আইডি পর্যন্ত সব ?
আমাল বারান্দায় রকিং চেয়ারে বসে নিখুঁত ভাবে ডিটেইলস গুলো চেক করছে আর মুচকি মুচকি হাসছে।
আমালঃ ওয়াও…. আমি ভাবতেও পারিনি এতো সহজে তোমার কাছে যাওয়ার রাস্তা পেয়ে যাবো।
ভেবেছিলাম অনেক কাঠ খোড়া পোরাতে হবে বাট এখন দেখছি আল্লাহ নিজেই তোমাকে আমার এতো কাছে এনে দিয়েছে।
এটাকেই বলে,, [ যাভ কিসি চিজ কো পুরি শিদ্দাত সে চাহো তো পুরি কায়েনাত উসে তুমসে মিলানে কি কোশিষ মে লাগ জাতি হ্যায় ? SRK dialogue ]
আমাল ফোন বের করে সানার ছবি বের করে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমালঃ এক দেখায় কাউকে এতো ভালোবেসে ফেলা যায় জানা ছিল না আমার। কিন্তু তোমার মাঝে কিছু একটা স্পেশাল আছে যেটা আমাকে তোমার প্রতি এতো দুর্বল করে দিচ্ছে।অনেক বেশী ভালোবেসে ফেলেছি তোমায় সান।
কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য শুধু ভালোবাসা না this is the #Madness_Of_My_Love। এই ভালোবাসার জন্য যে কোন সীমা অতিক্রম করতে পারি আমি। কাউকে আমাদের মাঝে সহ্য করার ক্ষমতা আমার নেই সানাহ। প্লিজ কখনো এমন কিছু করোনা যেন আমার এই পাগলামো ভালোবাসা তোমার উপর উল্টো প্রভাব ফেলে।
কথা গুলো বলে আমাল সানার ছবিটা বুকে জড়িয়ে নেয়।
আমালঃ waiting for tomorrow…. কালকে তোমার লাইফে আমাল নামক আশিক ল্যান্ড করতে যাচ্ছে লাভ,,,,
In Morning…..
আজকে ইউনিভার্সিটি তে সানার প্রথম দিন। স্কাই কালার স্কার্ট আর হোয়াইট কালার গার্লস শার্ট পরেছে সানাহ। চুল গুলো একটু পাম্প করে ছেড়ে দিয়েছে পিঠে। স্কিনে কোন মেকআপ ইউস করে নি ও ন্যাচারাল ভাবে তৈরি হয়ে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিজেকে তৈরি করে নিল ও।
সময় কম কাধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে বেড়িয়ে গেল রুম থেকে সানাহ।
সানাহঃ আম্মুউউউউউ আমি যাচ্ছি বাইইই,,,
রাহেলাঃ যাচ্ছি না আসছি সানু কতবার বলবো।
সানাহঃ স্যরি স্যরি আসছি,,,
In College…..
রিকশা থেকে নেমে কলেজের সামনে দাঁড়িয়ে আছে সানাহ। ভয় করছে একটু হার্ট কাঁপছে।
সানাহঃ ভয়ের কিছু নেই সানাহ,,, u r a brave girl everything will be fine….
সানাহ ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। কলেজটা বাইরে দিয়ে তত একটা বুঝা যায় না কিন্তু ভেতর দিয়ে অনেক সুন্দর আর পরিপাটি। তিন সাইড দিয়ে রাস্তা এবং তাদের সাঁড়ি বেধে গাছ লাগানো।
এক সাইডে বাস্কেটবল গ্রাউন্ড সেখানে ছেলেরা বাস্কেটবল খেলছে। আরেক সাইডে গাড়ির পার্কিং।
চারোদিকে মানুষ। অনেকে কর্নারে বসে বই পরছে। অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সানাহ মুগ্ধ হয়ে চারপাশ দেখছে।
সানাহ চারপাশে দেখতে এতোই ব্যস্ত যে ওর খেয়ালই নেই কেউ গভীর দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো তে অজস্র ভালোবাসা লুকিয়ে আছে সানার জন্য।
হঠাৎ সানাহ একটা ইটের কোনায় হোঁচট খেয়ে পরে যেতে। চোখ খিঁচে বন্ধ করে ফেলে ও। সানাহ অনুভব করছে কেউ ওকে জড়িয়ে ধরে আছে। কারো মাতাল করা গায়ের ঘ্রান নাকে বারি খাচ্ছে সানার। কারো নিঃশ্বাস সানার চেহারায় আছরে পরছে।
সানাহ পিটপিট করে চোখ খুলে যাকে দেখলো তাকে এই মুহুর্তে ও মোটেও এখানে আশা করে নি।
আমাল ক্যান্ডি স্মাইল দিয়ে তাকিয়ে আছে সানার দিকে। আমাল সানার অনেক কাছে। আমালের হার্টবিট শুনতে পাচ্চে সানাহ। অনেক জোরে বিট করছে আমালের হার্ট। আমালকে নিজের এতো কাছে দেখে সানার হার্ট বিট ও ফাস্ট হয়ে যাচ্ছে।
To be continued…..