আশিকি Part-08

0
2240

❤#আশিকি❤
#Madness_Of_Love
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_8

বারান্দার রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে সানাহ। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে ও। চোখের পানি আপনাআপনি গড়িয়ে পড়ছে গাল বেয়ে।

রাহেলা পেছন থেকে এসে সানার কাধে হাত রাখলেন। সানাহ এবার নিজেকে সামলাতে না পেরে পিছন ফিরে রাহেলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। রাহেলা সানার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করার চেষ্টা করছে।

সানাহ ফোঁপাতে ফোঁপাতে রাহেলাকে বলে,,,

সানাহঃ আমি চাই না ওকে আম্মু। ওকে ভালোবেসে এই একটা বছর অনেক কষ্ট পেয়েছি। আর কষ্ট সহ্য করার মত ক্ষমতা আমার নেই। আই হেইট হিম মা আই জাস্ট হেইট হিম। ও আমাকে অবিশ্বাস করেছে আমার ভালোবাসা কে অবিশ্বাস করেছে ওকে কিভাবে আমি ক্ষমা করবো বলো।

সেদিন যদি ও আমার ভালোবাসায় আঙুল না তুলতো তাহলে এতো কিছু হতো না। আমাদের লাইফ আগের মত পারফেক্ট থাকতো।

সানাহ কান্না করেই যাচ্ছে। রাহেলা সানাহকে চুপ করানোর চেষ্টা করছে কিন্তু সানার কান্না থামছে না।

হয়তো এতো বছরের জমানো কষ্ট এই মুহুর্তে বের হচ্ছে। কান্না করলে নাকি মন হালকা হয় তাই রাহেলা সানাহকে থামানোর বৃথা চেষ্টা বন্ধ করে দিলেন। সানাহকে এই মুহুর্তে কিছু বলতে চান না উনি। যদি হিতের বিপরীত হয় সানার ক্ষতি হতে পারে।

After Some Time…..

চোখ খুলে নিজেকে অচেনা কোথাও আবিষ্কার করলো আমাল। ঘাড় আর মাথায় প্রচন্ড পেইন করছে আর যেন মাথাটা ভারি হয়ে ঝিম ধরে আছে।

আমাল কোন রকমে উঠে বসে। মাথায় হাত চেপে আশেপাশে দেখেতে ব্যস্ত ও। এটা সানার রুম। দেয়ালে বড় করে সানাহ আর ওর প্যারেন্টস এর ছবি টানানো।

আমালঃ আমি এখানে কিভাবে….. হঠাৎ রাতের কথা মনে পরে যায় আমালের।

আমাল কিছুটা ঘাবরে উঠে। আশেপাশে সানাহকে খুজতে শুরু করে ও।

হঠাৎ দরজায় কারো কদমের আহট শুনলো ও। রাহেলা ট্রেতে খাবার নিয়ে রুমে আসছে।

আমাল মাথা নিচু করে ফেলে। আমাল বুঝতে পারছে না রাহেলাকে ব্যাপারটা কিভাবে বুঝাবে ও।

আমালঃ আন্টি ব্যাপার টা কিভাবে নিবে। উনি নিশ্চয়ই আমার উপর রেগে আছেন। এটা ঠিক হয় নি। সব কিছু শুরু হ‌ওয়ার আগেই শেষ হতে পারে না। ( মনে মনে )

আমালকে মাথা নিচু করে থাকতে দেখে রাহেলা ট্রেটা পাশে টেবিলে রেখে আমালের পাশে বসলেন।

খুব শান্ত কন্ঠে রাহেলা আমালকে বললেন।

রাহেলাঃ খাবারটা খেয়ে মেডিসিন গুলো নিয়ে নেও আমাল you feel better….

আমাল মাথা তুলে কিছু বলতে নিলেই রাহেলা আবার বলে,,,,

রাহেলাঃ আমি সব জানি। তোমাকে কিছু এক্সপ্লেইন করতে হবে না। খাবার খেয়ে ঔষধ টা খেয়ে নেও আমরা এই ব্যাপারে পরে কথা বলবো।

আমালঃ আন্টি সানাহ,,,

রাহেলাঃ ও ঠিক আছে পাশের রুমে। এখন এগুলো শেষ করো।

আমাল বাধ্য ছেলের মতো খাবার খেয়ে ঔষধ খেয়ে নেয়।

রাহেলা ট্রেটা তুলে কিচেনে চলে যায়। আমাল খাটে মাথা হেলান দিয়ে চোখ বুঁজে আছে। ব্যাথাটা কিছুটা কমেছে।

রাহেলা এসে দেখে আমাল চোখ বন্ধ করে আছে। উনি গিয়ে আমালের পাশে বসে আমালকে পর্যবেক্ষণ করছেন। বুঝার চেষ্টা করছে যে আমালের মাথায় চলছে কি। ওকি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে সানাহকে নিজের করতে এসেছে নাকি অন্য কিছু।

পাশে কারো উপস্থিতি টের পেয়ে আমাল চোখ খুললো। রাহেলাকে দেখে একটু নরে চরে বসলো আমাল। আমালের ফেসে অপরাধী ভাব।

রাহেলা শান্ত স্বরে আমালকে বললেন।

রাহেলাঃ কেন এসেছো আমাল।

আমাল স্থির দৃষ্টিতে রাহেলার দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল।

আমালঃ নিজের ভালোবাসাকে আবার জয় করে ফিরিয়ে নিতে।

রাহেলাঃ ও তোমাকে এখন আর ভালবাসে না ঘৃণা করে।

রাহেলার কথায় আমাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল।

আমালঃ সত্যিই আন্টি ওকি আমাকে ঘৃণা করে??

রাহেলা অপ্রস্তুত হয়ে পরে। কারন ও জানে সানাহ যতই বলুক না কেন ও আমালকে হেইট করে। সত্য এটাই যে ও শুধু আমালকেই ভালোবাসে। রাহেলার ফেস দেখে আমাল হালকা হেসে বলতে শুরু করে।

আমালঃ এটা আপনিও জানেন আমিও জানি আর সানাহ ও মানে,,,, ও আমাকে ঘৃণা করতে পারবে না। সানাহ কখনো আমাকে ভুলতে পারবে না। আমার ভালোবাসা কখনো ওকে আমার নাম ভুলতে দিবে না।

আমার ভালোবাসার ডোর অনেক মজবুত এটা এতো সাধারন অভিমানের ঝরে ছিরবে না। হ্যাঁ রাগ আর অভিমানের আড়ালে ভালোবাসা টা ঢাকা পরেছে। কিন্তু আমার বি‌শ্বাস খুব জলদি। আমি এই অভিমানের চাদরটা সরিয়ে ফেলবো।
আমার মতো ওকে কেউ ভালোবাসতে পারবে না আন্টি।

কারন এটা আমার #Madness_Of_Love . আমাদের ভালবাসার গল্প শুধু গল্প না এটা আমাদের #আশিকি। আর এই #আশিকি সম্পূর্ণ করতে I need ur support and blessings.

আমালের কথায় রাহেলা তৃপ্তির হাসি দিল।

রাহেলাঃ সত্যই আমাল তোমার মতো করে কেউ সানাহকে এতো ভালোবাসতে পারবে না। একজন মা সেটাই চায় যেটাতে তার সন্তানের খুশি আছে। আর আমার সানুর খুশি শুধু তোমাতেই।আমি জানি না সানাহ তোমাকে ক্ষমা করতে পারবে কি না কিন্তু আই প্রমিস আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করবো।

আমালঃ থ্যাঙ্ক ইউ আন্টিইই,, উপ্স স্যরি মাদার ইন ল্য,,,

আমাল রাহেলা কে জড়িয়ে ধরলো।

আমালঃ It’s time Sanah…. তোমাকে বুঝতে হবে ” সানাহ শুধু আমালের আর আমাল শুধু সানার” আমার হৃদয় থেকে যেমন সানাহ নাম মুছবে না সেভাবেই তোমার হৃদয় থেকে আমি আমাল নাম‌ও মুঝতে দিব না। ( মনে মনে)

আমালঃ BTW mother in law আপনার কন্যা কোথায়। এতক্ষন হয়ে গেল একবার উকিও দিল না।?

রাহেলাঃ সেটা এজন্য সান ইন ল্য আমার কন্যা একটু আগেই অফিস চলে গিয়েছে।

আমালঃ কিহহ। ও অফিসে আর আমি এখানে বসে আছি।

আমাল এক ঝটকায় খাট থেকে নেমে দাড়ায়।

আমালঃ মাদার ইন ল্য আই হ্যাভ টু গো। আপনার কন্যার রাগ ভাঙানোর জন্য নতুন ভাবে আবার প্লানিং করতে হবে।

কালকের সব প্লান তো ভেস্তে গিয়েছে। বাট দিস টাইম আপনি আমার সাইডে আছেন সো নো টেনশন ডু ফুর্তি। আসি,,,

আমাল সুজ পরতে পরতে কথা গুলো বলল।

To be continued…..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে