আল কোরআন – লেখক: ফারহানা তাবাসসুম

0
482

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা: আল কোরআন
লেখক: ফারহানা তাবাসসুম

চক্ষু শীতল করো মুমিন
কোরআনে চোখ রেখে,
সময় পেলেই পড় সবে
কোরআন দেখে দেখে।

হৃদয় তব অশান্তময়
বহে ঝড় তুফান,
করো তবে প্রশান্তময়
পড়ে আল কুরআন।

এক হরফে একটি নেকি
যা দশ নেকির সমান,
কুরআন পড়ে ভারী করো
কবর দেশের সামান।

এই জগতে বেশি বেশি
করলে তিলাওয়াত,
সেই জগতে উচ্চস্বরে
করবে শাফায়াত।

কুরআন তব বন্ধু হবে
পড়লে বেশি বেশি,
রহমতের বারিধারা
ঝরবে রাশি রাশি।

মরণ কালে যেনো কুরআন
পড়তে পারি মুখে,
কুরআন বুকে আল্লাহ্ মোদের
রেখো চিরো সুখে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে